This Article is From Apr 22, 2019

রাজ্য পুলিশের কয়েকজন অফিসারকে বদলি করল কমিশন

Lok Sabha Election 2019 Phase 3: মুখ্য নির্বাচন আধিকারিক আরিফ আফতাব জানিয়েছেন ১৫ দিনের মধ্যে এই পরিবর্তন করে ফেলতে হবে।

রাজ্য পুলিশের কয়েকজন অফিসারকে বদলি করল কমিশন

মুখ্য নির্বাচন আধিকারিক জানিয়েছেন ১৫ দিনের মধ্যে এই পরিবর্তন করে ফেলতে হবে।

হাইলাইটস

  • তীয় দফা ভোটের আগের দিন রাজ্য পুলিশের কয়েকজন অফিসারকে বদলি করল কমিশন
  • আরিফ আফতাব জানিয়েছেন ১৫ দিনের মধ্যে এই পরিবর্তন করে ফেলতে হবে
  • এর আগে কমিশনেরও সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে তৃণমূলের
কলকাতা:

তৃতীয় দফা (Lok Sabha Election 2019 Phase 3) ভোটের আগের দিন রাজ্য পুলিশের কয়েকজন অফিসারকে বদলি করল নির্বাচন কমিশন (Election Commision)। অফিসার ছাড়া এক এসডিপিও আছেন তালিকায়। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার আইসি সৈকত রায় ফরাক্কা থানার আইসি উদয় সরকার ঘোষ, সামশেরগঞ্জের এসআই বিধান হালদার, পশ্চিম মেদিনীপুরের বারাবনি থানার অজয় মণ্ডল অন্ডালের রাজ শেখর মুখোপাধ্যায়কে নিজেদের পদ থেকে সরিয়ে দিয়েছে কমিশন(Election Commision)। এছাড়া  বাঁকুড়ার বিষ্ণুপুরের এসডিপিও সুবিবল কান্তি দাস, উত্তর চব্বিশ পরগনার বিজপুরে আই সি কৃষ্ণেন্দু ঘোষকেও বদলি করেছে কমিশন(Election Commision)। মুখ্য নির্বাচন আধিকারিক আরিফ আফতাব জানিয়েছেন ১৫ দিনের মধ্যে এই পরিবর্তন করে ফেলতে হবে। নতুন কেউ কবে দায়িত্ব নেবেন সেই অপেক্ষায় থাকা যাবে না। যে সমস্ত আধিকারিককে বদল করা হল তাঁরা এতদিন যাঁদের রিপোর্ট করতেন তাঁদের কাজ বুঝিয়ে দিয়ে দায়িত্ব থেকে অব্যাহতি নিতে হবে।

আবার বিস্ফোরণ কলম্বোয়, নিষ্ক্রিয় করার সময় পুলিশ ভ্যানে ফেটে গেল বোমা

লোকসভা নির্বাচনের(Lok Sabha Elections 2019 ) সময় প্রশাসনের কর্তা ব্যক্তিদের পদ থেকে  সরানো নিয়ে এর আগে কমিশনেরও সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে তৃণমূলের। কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা থেকে শুরু করে আরও কয়েকজনকে নির্বাচনের আগে বদল করে কমিশন। এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ করে কমিশনে চিঠি লেখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর মনে হয় নির্দিষ্ট স্বার্থ চরিতার্থ করতেই আধিকারিকদের বদল করা হচ্ছে। পাশাপাশি তৃণমূলের তরফে মুকুল রায়ের প্রসঙ্গ তুলে আনা হয়। বাংলার শাসকদলের এই প্রাক্তন নেতা কয়েক বছর আগে বিজেপিতে যোগ দিয়েছেন।

রবিবার শেষ হল রাজ্যে তৃতীয় দফায় ভোটের প্রচার

লোকসভা নির্বাচন শুরুর আগে কোচবিহারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় মুকুল বলেন, জেলার এসপি ঠিকভাবে কাজ করছে না। তাঁকে সরিয়ে দেয় কমিশন এরপর তৃণমূল দাবি করে বিজেপির কথায় কাজ করছে নির্বাচন কমিশন প্রসঙ্গে  বিতর্কে জড়িয়েছেন দিলীপ ঘোষও।  বিজেপি রাজ্য সভাপতি নিজের নির্বাচনী কেন্দ্রে একটি জনসভায় বলেছেন বিজেপির সঙ্গে কেউ খারাপ ব্যবহার করলে নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলে তাকে গ্যারেজ করে দেব। এই মন্তব্যের সমালোচনায় সরব হয়েছে বিভিন্ন মহল।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.