This Article is From Apr 11, 2019

২০০৪ সালের কথা ভুলে যাবেন না, ঘুরিয়ে বিজেপিকে বার্তা সোনিয়ার

২০০৪ সালের কথা ভুলে যাবেন না, ঘুরিয়ে বিজেপিকে বার্তা সোনিয়ার(Sonia Gandhi)।

২০০৪ সালের কথা ভুলে যাবেন না, ঘুরিয়ে বিজেপিকে বার্তা সোনিয়ার

২০০৪ সালের কথা ভুলে যাবেন না, ঘুরিয়ে বিজেপিকে বার্তা সোনিয়ার(Sonia Gandhi)।

রায়বেরিলি, উত্তরপ্রদেশ:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) অপরাজেয়  নন। ২০০৪ সালের কথা ভুলে যাবেন না। লোকসভা  নির্বাচনে (Lok Sabha Elections 2019 )  লড়তে নিজের মনোনয়ন জমা দেওয়ার আগে সাংবাদিকদের এমন কথাই বললেন ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi )। ২০০৪ সালে বিজেপিকে হারিয়ে কংগ্রেসের ক্ষমতায় ফিরে আসার ঘটনাকে মনে করিয়ে দিয়ে সোনিয়া একথা বলেন।

মনোনয়ন জমা দেওয়ার আগে সাংবাদিকরা তাঁকে  প্রশ্ন করেন, আপনি কি মনে করেন নরেন্দ্র মোদী অপরাজেয় ?উত্তরে ইউপিএ চেয়ারপার্সন বলেন একদমই না ২০০৪ সালের  কথা ভুলে যাবেন না ২০০৪ সালে বাজপেয়িজি কেও অপরাজেয় বলে মনে হতো কিন্তু আমরা জিতে ছিলাম।

মা সোনিয়ার পর রাহুল বলেন, ভারতের রাজনীতিতে অনেকেই নিজেদের অপরাজেয় বলে মনে করেছেন। তাঁদের মনে হয়েছে তাঁরা ভারতবাসী থেকেও বড়। কিন্তু পড়ে সবাই বুঝেছেন, মানুষের থেকে বড় কেউ নয়।  অটল বিহারী বাজপাই এর নেতৃত্বে ১৯৯৬ সালে প্রথমবার বিজেপি সরকার হয় তারপর ১৯৯৮ এবং শেষমেষ ১৯৯৯ সালে সরকার করে বিজেপি। ২০০৪ সালে বিজেপিকে হারিয়ে ক্ষমতায় ফিরে আসে কংগ্রেস।

সে সময় কংগ্রেস সভাপতি  ছিলেন  সোনিয়া। জয়ের পর বাম– সহ আরও  কয়েকটি দলের সমর্থন নিয়ে  সরকার তৈরি করে কংগ্রেস। সে সময় দলের  অনেকেই  চেয়েছিলেন সোনিয়াই প্রধানমন্ত্রী হন। কিন্ত তিনি মনমোহন সিংই শেষ পর্যন্ত  প্রধানমন্ত্রী হন।

.