This Article is From Apr 15, 2019

তামিলনাড়ুর রাজনীতিতে এসেছে বিরাট পরিবর্তন, প্রণয় রায়ের বিশ্লেষণ পড়ুন

Lok sabha Election 2019: বিজেপি বা কংগ্রেসের মতো সর্ব ভারতীয় দলের উপস্থিতি তামিল রাজনীতি-তে সে ভাবে চোখে পড়ে না

Lok sabha Election 2019: বিজেপি কোনও কালেই তামিলনাড়ুতে নিজের উপস্থিতির প্রমাণ দিতে পারেনি

হাইলাইটস

  • এবাররে তামিলনাড়ূর লোকসভা নির্বাচন একটি কারণে আলাদা
  • এবারের নির্বাচন হচ্ছে রাজ্যের দুই প্রবাদ প্রতিম নেতাকে ছাড়া
  • এবারের নির্বাচন তামিল রাজনীতির আগামী প্রজন্মের কাছে বড় পরীক্ষা

এবারের তামিলনাড়ুর লোকসভা নির্বাচন (Lok Sabha Elections 2019) একটি কারণে আলাদা। এবারের নির্বাচন হচ্ছে রাজ্যের দুই প্রবাদ প্রতিম নেতাকে ছাড়া। প্রথমে জয়ললিতা তারপর করুণানিধির প্রয়াণ তামিল রাজনীতিতে বিরাট পরিবর্তন এনেছে। আর তাই এবারের নির্বাচন তামিল রাজনীতির আগামী প্রজন্মের কাছে বড় পরীক্ষা। একদিকে আছেন এআইএডিএমকে-র ই পালানাস্বামী, ও পনিরসেলভমরা। অন্যদিকে আছেন এম কে স্টালিন-সহ বাকিরা। এছাড়া বড় পর্দার অতি জনপ্রিয় মুখ কমল হাসান এবং রজনীকান্তও রাজনীতির রঙ্গমঞ্চে নিজেদের ভাগ্য পরীক্ষায় নেমেছেন। তবে এঁদের মধ্যে একজনই আছেন ভোটের ময়দানে।এর বাইরে জয়ললিতার আত্মীয় টিটিভি দীনাকরন বা শশীকলারাও নিজেদের উপস্থিতি জানান দিতে তৈরি। আম্মার পর দলের রাশ কার হাতে থাকবে তা নিয়ে বিবাদের জেরে এআইএডিএমকে থেকে আলাদা হতে হয়েছে দীনাকরনকে। কিন্তু চেন্নাইয়ের আর কে নগর থেকে উপনির্বাচনে জিতে নিজের উপস্থিতির জোরাল প্রমাণ দিয়েছেন তিনি।

723hqhs4

যাঁদের ঘিরে এবার আবর্তিত হচ্ছে তামিল রাজনীতি।

সেই ১৯৫২ সালের নির্বাচন থেকে বার বার দেখা গিয়েছে লোকসভা ভোটে বিভিন্ন রাজ্যের শাসক দলের ফল ভাল হয়েছে। একটি হিসেব বলছে ৭৭ শতাংশ ক্ষেত্রে দেখা গিয়েছে জয়ী দিল পরাজিত দলের থেকে দ্বিগুণেরও বেশি আসন পেয়েছে। এটা অবশ্য গোটা দেশের গড়। আর তামিলনাড়ুর ক্ষেত্রে এই পরিমাণটা প্রায় ৯৪ শতাংশ।

c5a9dils

তামিলনাড়ুর প্রার্থীদের জয়ের ব্যবধানও বেশি হয়।

af2h30ag

বিজেপি বা কংগ্রেসের মতো সর্ব ভারতীয় দলের উপস্থিতি তামিল রাজনীতি-তে সে ভাবে চোখে পড়ে না।  

আটের দশক থেকে  এ রাজ্যের রাজনীতিতে কিছুটা বদল দেখা গিয়েছে। প্রায় ওই সময় থেকেই স্থানীয়  দল গুলির ক্ষমতা বাড়তে থাকে। একটা  সময় তামিলনাড়ুতে কমবেশি ২০ শতাংশ ভোট পেত কংগ্রেস। এখন সেটা কমে হয়েছে ২ শতাংশের মতো।

pm11mha

বিজেপি কোনও কালেই তামিলনাড়ুতে নিজের উপস্থিতির প্রমাণ দিতে পারেনি। তবে এবার তারা এআইএডিএমকের সঙ্গে জোট বেঁধেছে। আম্মার রাজনীতিকে কাছ থেকে দেখা অনেকেই মনে  করছেন তাঁর সময়কালে এমন একটা ঘটনার কথা ভাবাই যেত না। অটল বিহারী বাজপেয়ীর সরকারকে সমর্থন করত এআইএডিএমকে। ১৩ মাস বাদে সমর্থন তুলেও  নেয় তারা। লোকসভায় আস্থা ভোটের মুখে পড়ে অটল সরকার। সেবার এক ভোটে হেরেছিল শাসক দল।

a9bo9rq

তামিলনাড়ুতে ১০টি এমন লোকসভা আসন রয়েছে যেগুলি একাধিকবার কেন্দ্রের শাসকদের পক্ষে রায় দিয়েছে। এর মধ্যে একটি আসন ১১ বার শাসকের পক্ষে রায় দিয়েছে। তামিলনাড়ুর ৩৯টি লোকসভা কেন্দ্রের ভোট হবে ১৮ এপ্রিল।

.