This Article is From Mar 15, 2019

লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করল তৃণমূল, জেনে নিন কোন আসনে কে লড়ছেন?

লোকসভা নির্বাচনের  প্রার্থী তালিকা  ঘোষণা করল তৃণমূল, জেনে নিন কোন আসনে কে লড়ছেন?

হাইলাইটস

  • লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করলেন তৃণমূল সুপ্রিমো
  • পুরনো সাংসদদের মধ্যে দশ জনকে এবার আর প্রার্থী করছে না তৃণমূল
  • মমতা বলেন প্রার্থী তালিকার মধ্যে ৪১ শতাংশই মহিলা
কলকাতা:

লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2019 ) প্রার্থী তালিকা  ঘোষণা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। পুরনো সাংসদদের মধ্যে  দশ জনকে এবার আর প্রার্থী করছে না  তৃণমূল। তাঁদের জায়গায় আসছেন নতুন মুখ। মমতা বলেন  প্রার্থী তালিকার মধ্যে ৪১ শতাংশই মহিলা। শুধু এ রাজ্য নয় রাজ্যের বাইরেও লড়বে  তৃণমূল।

এক নজরে দেখে নিন বাংলার  কোন  আসন  থেকে  কাকে  প্রার্থী করল বাংলার শাসক দলঃ

আরও পড়ুনঃ "বিদ্বেষ ছড়ানোর রাজনীতি চলছে", নিজের প্রথম জনসভায় মোদীকে আক্রমণ প্রিয়াঙ্কার

কেন্দ্র - প্রার্থী   

১) কোচবিহার- পরেশ চন্দ্র অধিকারী

২)আলিপুরদুয়ার- দশরথ তিরকে

৩) জলপাইগুড়ি- বিজয়চন্দ্র  বর্মণ

৪) দার্জিলিং- অমর সিং রাই

৫) রায়গঞ্জ- কানাইয়ালাল আগরওয়াল

৬) বালুরঘাট- অর্পিতা ঘোষ

৭) মালদা উত্তর- মৌসম নূর

8) মালদা দক্ষিণ- ড: মোয়াজ্জেম হোসেন

৯) জাঙ্গিপুর- খলিলুর রহমান

১০) বহরমপুর- অপূর্ব সরকার

১১) মুর্শিদাবাদ- আবু তাহের খান

১২) কৃষ্ণনগর- মহুয়া মৈত্র

১৩) রানাঘাট- রূপালি বিশ্বাস

১৪)বনগাঁ- মমতাবালা ঠাকুর

১৫) বারাকপুর- দীনেশ ত্রিবেদী

১৬) দমদম- সৌগত রায়

১৭) বারাসত- কাকলি ঘোষ দস্তিদার

১৮) বসিরহাট- নুসরত জাহান

১৯) জয়নগর- প্রতিমা মণ্ডল

২০) মথুরাপুর- চৌধুরি মোহন জাটুয়া

২১) ডায়মন্ড হারবার- অভিষেক বন্দ্যোপাধ্যায়

২২) যাদবপুর- মিমি চক্রবর্তী

২৩)কলকাতা দক্ষিণ- মালা রায়

২৪)কলকাতা উত্তর- সুদীপ বন্দ্যোপাধ্যায়

২৫) হাওড়া- প্রসূন বন্দ্যোপাধ্যায়

২৬)উলুবেড়িয়া- সাজদা আহমেদ

২৭)শ্রীরামপুর- কল্যাণ বন্দ্যোপাধ্যায়

২৮)হুগলি- ড: রত্না দে নাগ

২৯)আরামবাগ- অপরূপা পোদ্দার

৩০) তমলুক- দিব্যেন্দু অধিকারী

৩১)কাঁথি- শিশির অধিকারী

৩২)ঘাটাল- দীপক অধিকারী (দেব)

৩৩) ঝাড়গ্রাম- বীরবাহা সোরেন

৩৪)মেদিনীপুর- মানস ভুঁইয়া

৩৫)পুরুলিয়া- ড: মৃগাঙ্ক মাহাত

৩৬) বাঁকুড়া- সুব্রত মুখোপাধ্যায়

৩৭) বিষ্ণুপুর- শ্যামল সাঁতরা

৩৮)বর্ধমান পূর্ব-  সুনীল মণ্ডল

৩৯)বর্ধমান দূর্গাপুর- সংঘমিত্রা মমতাজ

৪০)আসানসোল- মুনমুন সেন

৪১)বোলপুর- অসিত মাল

৪২)বীরভূম- শতাব্দী রায়

        
                                        

.