This Article is From Mar 21, 2019

রাজ্যে আরও দুটি আসনে প্রার্থী ঘোষণা করে দিল বামফ্রন্ট

এর আগে প্রদেশ কংগ্রেস ও রাজ্য বামফ্রন্টের মধ্যে লোকসভা নির্বাচনের আসন সমঝোতা নিয়ে নিয়ে বেশ কয়েকমাসের পরিকল্পনা ভেস্তে যাওয়ার পরেই প্রথমে আটত্রিশ জন প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছিল রাজ্য বামফ্রন্ট।

রাজ্যে আরও দুটি আসনে প্রার্থী ঘোষণা করে দিল বামফ্রন্ট

বিমান বলেন, কিন্তু, রায়গঞ্জ ও মুর্শিদাবাদে প্রার্থী দিয়ে কংগ্রেসই সমস্যার সৃষ্টি করল। (ছবি প্রতীকী)

কলকাতা:

লোকসভা নির্বাচনের জন্য বুধবার ফের দুই প্রার্থীর নাম ঘোষণা করে দিল বামফ্রন্ট। এই নিয়ে তাঁদের ঘোষিত প্রার্থীর সংখ্যা দাঁড়াল ৪০। এর আগে প্রদেশ কংগ্রেস ও রাজ্য বামফ্রন্টের মধ্যে লোকসভা নির্বাচনের আসন সমঝোতা নিয়ে নিয়ে বেশ কয়েকমাসের পরিকল্পনা ভেস্তে যাওয়ার পরেই প্রথমে আটত্রিশ জন প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছিল রাজ্য বামফ্রন্ট। যে চারটি আসনে কংগ্রেস সাংসদ রয়েছে, সেই আসনগুলিকে বাদ রেখে। শেষমেশ বুধবার জঙ্গিপুর ও উত্তর মালদাতেও প্রার্থীর নাম ঘোষণা করে দিল বামফ্রন্ট। যে দুটি লোকসভা কেন্দ্রেরই সাংসদ কংগ্রেসের। যদিও, বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু জানান, রাজ্যের যে দুটি লোকসভা আসনে বাম সাংসদরা রয়েছেন, সেই রায়গঞ্জ ও মুর্শিদাবাদ কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থী তুলে নিলে, বামফ্রন্টও এই ব্যাপারে ‘সদর্থক পদক্ষেপ' গ্রহণ করবে।

আসন্ন লোকসভা নির্বাচন সবচেয়ে কঠিন লড়াই, মেনে নিচ্ছেন বাম নেতারাই

তিনি বলেন, “আমরা কখনওই দুই দলের জোটের পক্ষে কথা বলিনি। আমরা এই রাজ্যে বিজেপি-বিরোধী ও তৃণমূল-বিরোধী ভোট একজোট করার জন্য আসন সমঝোতা চেয়েছিলাম। এছাড়া, মোট যে ছ'টি আসনে গতবার জয়ী হয়েছিলেন সিপিএম ও কংগ্রেস প্রার্থী (দুটিতে সিপিএম, চারটিতে কংগ্রেস), ওই আসনেও একে অপরের বিরুদ্ধে প্রার্থী না দেওয়ার ব্যাপারেই আলোচনা হয়েছিল”।

বিমান বলেন, কিন্তু, রায়গঞ্জ ও মুর্শিদাবাদে প্রার্থী দিয়ে কংগ্রেসই সমস্যার সৃষ্টি করল।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.