This Article is From Mar 17, 2019

দেশের প্রথম লোকপাল হতে চলেছেন সুপ্রিম  কোর্টের প্রাক্তন বিচারপতি পিনাকীচন্দ্র ঘোষ

দেশের প্রথম লোকপাল হতে চলেছেন সুপ্রিম  কোর্টের প্রাক্তন বিচারপতি পিনাকীচন্দ্র ঘোষ

দেশের প্রথম লোকপাল হতে চলেছেন সুপ্রিম  কোর্টের প্রাক্তন বিচারপতি পিনাকীচন্দ্র ঘোষ

হাইলাইটস

  • প্রাক্তন অ্যাটর্নি জেনারেলকে বিশিষ্ট জুরি হিসেবে নিয়োগ করেছেন রাষ্টপতি
  • দেশ একজন লোকপাল পাচ্ছে শুনে খুব আনন্দ হচ্ছেঃ কিরণ বেদী
  • ১৯৯৭ সালে কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসেবে কাজ শুরু করেন বিচারপতি
নিউ দিল্লি:

দেশের প্রথম লোকপাল হতে চলেছেন সুপ্রিম  কোর্টের প্রাক্তন বিচারপতি পিনাকীচন্দ্র ঘোষ। কয়েকটি সূত্র থেকে  রবিবার এই খবর জানা  গিয়েছে। দেশের শীর্ষ আদালত সময়সীমা ঠিক করে দেওয়ার পর এই  সিদ্ধান্ত হয়েছে। এই বিচারপতিই তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রয়াত জয়ললিতার ছায়াসঙ্গী শশীকলাকে দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত  করেন। হাইকোর্টের প্রাক্তন  বিচারপতি এবং প্রাক্তন আমলাদের নিয়ে লোকপালের বাকিটা  গঠিত হবে বলে জানা গিয়েছে।   

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সুপ্রিম কোর্টের বিচারপতি রঞ্জন গগৈ, লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন এবং দেশের প্রাক্তন এজি  মুকুল রোহতগিকে  নিয়ে গঠিত কমিটি প্রাক্তন  বিচারপতি নামে সম্মতি দিয়েছেন।

 

২০১৩  সালে লোকপাল আইন পাস হয়।  আইন অনুযায়ী কেন্দ্রে একজন লোকপাল  তৈরি হবে। তাছাড়া রাজ্য লোকায়ুক্ত তৈরির কথা।  নিয়োগ কমিটির শেষ বৈঠকে অনুরোধ কংগ্রেসের লোকসভার দলনেতা মল্লিকার্জুন খাড়গে।  এদিকে দেশের প্রাক্তন অ্যাটর্নি জেনারেলকে বিশিষ্ট জুরি হিসেবে নিয়োগ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ   এই খবর প্রকাশ্যে আসতেই টুইট করেছেন পন্ডিচেরির রাজ্যপাল কিরন বেদী। তিনি লিখেছেন প্রথমবারের জন্য দেশ একজন লোকপাল  পাচ্ছে শুনে খুব আনন্দ হচ্ছে। এর ফলে দুর্নীতির বিরুদ্ধে সর্বস্তরে লড়াই করা যাবে। আন্না হাজারেকে ধন্যবাদ।

১৯৯৭  সালে কলকাতা  হাইকোর্টের বিচারপতি হিসেবে কাজ শুরু করেন বিচারপতি পি সি ঘোষ।  ২০১৩ সালে সুপ্রিম কোর্টে বিচারপতি হিসেবে তাঁর কাজ শুরু হয়। অন্ধপ্রদেশের হাই কোর্টের প্রধান বিচারপতি থাকার সময়  তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত এআইএডিএমকে নেত্রী জয়ললিতার ছায়াসঙ্গীকে দোষী সাব্যস্ত করেন তিনি।

                                     

     

 

.