This Article is From Nov 14, 2018

'বাহুবলী'র সফল উৎক্ষেপণ করল ইসরো

ভারতের সবচেয়ে ভারি রকেট ‘বাহুবলী’ কক্ষপথে আজ সফলভাবে স্থাপন করল জিএসএটি-২৯ উপগ্রহকে।

এই রকেট তৈরিতে খরচ হয়েছে ৩০০ কোটি টাকা।

শ্রীহরিকোটা:

ভারতের সবচেয়ে ভারি রকেট ‘বাহুবলী' কক্ষপথে আজ সফলভাবে স্থাপন করল জিএসএটি-২৯ উপগ্রহকে। ভারতীয় মহাকাশ সংস্থা ইসরোর জিওসিনক্রোনাস স্যাটেলাইট যন্ত্র মার্ক থ্রি আজ বঙ্গোপসাগরের তীরবর্তী ভারতের রকেট বন্দর অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে সফলভাবে উৎক্ষেপণ করা হল। গতকাল দুপুর দুটো পঞ্চাশ থেকেই প্রতীক্ষা শুরু হয়েছিল। রকেটটি ছাড়ার কথা ছিল আজ বিকেল পাঁচটা আট মিনিটে। সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে। অনেকে আশঙ্কা করেছিলেন সাইক্লোন গাজার জন্য কোনওভাবে এই উৎক্ষেপণে বাধা পড়তে পারে কি না। তাঁদের আশঙ্কাকে অমূলক প্রমাণ করে একদম ঠিকভাবেই গিয়েছে রকেটটি। সাইক্লোন তার কোনও ক্ষতি করতে পারেনি।

শ্রীহরিকোটা থেকে এটি ৬৭-তম রকেট উৎক্ষেপণ।

এই উপগ্রহটির ওজন ৩,৪২৩ কিলোগ্রাম। যা জম্মু-কাশ্মীর এবং উত্তর-পূর্ব ভারতের বহু দুর্গম অঞ্চলে ইন্টারনেট পরিষেবা আরও দ্রুত করতে সাহায্য করবে বলে জানিয়েছেন ইসরোর চেয়ারম্যান কে শিবন।  

এই রকেট তৈরিতে সময় লেগেছে ১৫ বছর। মোট খরচ হয়েছে ৩০০ কোটি টাকা।

6m3s30tg

.

.