This Article is From Aug 16, 2018

ভারতীয় চিড়িয়াখানায় জন্ম নিল হ্যামবোল্ট পেঙ্গুইন!

এই প্রথম ভারতীয় চিড়িয়াখানায় জন্ম নিল হ্যামবোল্ট   পেঙ্গুইন। এ ধরনের পেঙ্গুইনের বাস দক্ষিণ আমেরিকায়।

ভারতীয় চিড়িয়াখানায় জন্ম নিল হ্যামবোল্ট পেঙ্গুইন!

আপাতত 1,700 বর্গফুটের খাঁচায় আছে এই পেঙ্গুইন।

মুম্বই:

এই প্রথম ভারতীয় চিড়িয়াখানায় জন্ম নিল হ্যামবোল্ট  পেঙ্গুইন। এ ধরনের পেঙ্গুইনের বাস দক্ষিণ আমেরিকায়। কিন্তু মুম্বইয়ের চিড়িয়াখানায় জন্ম হল এই  হ্যামবোল্ট পেঙ্গুইনের।

এই প্রথম ভারতীয় চিড়িয়াখানায় জন্ম নিল হ্যামবোল্ট   পেঙ্গুইন। এ ধরনের পেঙ্গুইনের বাস দক্ষিণ আমেরিকায়। খবরের সত্যতা স্বীকার করে নিয়েছনে চিড়িয়াখানার অধিকর্তা  সঞ্জয় ত্রিপাঠী। মোল্ট এবং ফ্লিপার নামে দুই পেঙ্গুইন মিলনের ফসল এই সদ্যজাত। চিড়িয়াখানার পুরুষ পেঙ্গুইনদের মধ্যে  সবচেয়ে তরুণ মোল্ট আবার ফ্লিপ্লার সবচেয়ে প্রবীণ মহিলা পেঙ্গুইন। ডিম থেকে সন্তানের জন্ম হতে প্রায় 40  দিন সময় লাগল।  দীর্ঘ প্রতীক্ষার পর পেঙ্গুইনটির জন্ম হয়।

আপাতত 1,700 বর্গফুটের খাঁচায় আছে এই পেঙ্গুইন। খাঁচার তাপমাত্রা 16-18 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখা হয়েছে।  জানা গিয়েছে   2016 সালের 26 মার্চ দক্ষিণ কোরিয়ার একটি চিড়িয়াখানা থেকে আটটি হ্যামবোল্ট পেঙ্গুইনকে নিয়ে আসা হয়েছে মুম্বইয়ের চিড়িয়াখানায়। এবার  এখানেই জন্ম  হল নতুন পেঙ্গুইনের।   

 

.