This Article is From Nov 18, 2019

মহাত্মা গান্ধির 'ইয়ং ইন্ডিয়া' জার্নালের প্রচ্ছদ প্রকাশ করল India Post

১৯১৯ থেকে ১৯৩১ সাল পর্যন্ত সত্যাগ্রহ ও অহিংসার আদর্শ প্রচারের জন্য "ইয়ং ইন্ডিয়া" নামে সাপ্তাহিক জার্নাল প্রকাশ করেছিলেন Mahatma Gandhi

মহাত্মা গান্ধির 'ইয়ং ইন্ডিয়া' জার্নালের প্রচ্ছদ প্রকাশ করল India Post

India Post: কলকাতার প্রদর্শনীতে ডাকবাক্স অঙ্কন প্রতিযোগিতারও আয়োজন করা হচ্ছে

কলকাতা:

ভারতীয় ডাকবিভাগ ইন্ডিয়া পোস্ট (India Post) মহাত্মা গান্ধির দেড়শতম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর (Mahatma Gandhi) ''ইয়ং ইন্ডিয়া'' ম্যাগাজিনের (Young India magazine) একটি বিশেষ প্রচ্ছদ প্রকাশ করেছে। শনিবার কলকাতায় চলতি ফিলাটেলিক বা ডাকটিকিট-সংগ্রহ-সংক্রান্ত প্রদর্শনীতে বিশেষ ওই প্রচ্ছদটি  প্রকাশ করা হয়েছে। ১৯১৯ থেকে ১৯৩১ সাল পর্যন্ত সত্যাগ্রহ ও অহিংসার আদর্শ প্রচারের জন্য "ইয়ং ইন্ডিয়া" নামে সাপ্তাহিক জার্নাল প্রকাশ করেছিলেন মহাত্মা গান্ধি। ডাকটিকিট-সংগ্রহ-সংক্রান্ত প্রদর্শনীটি  ভারতীয় ডাকবিভাগের পশ্চিমবঙ্গ সার্কেল থেকে আয়োজন করা হয়েছে। কলকাতায় এক বিবৃতি জারি করে বলা হয়েছে যে  ১৬ নভেম্বর থেকে শুরু হওয়া ওই প্রদর্শনীটি চলবে আগামী ২১ নভেম্বর পর্যন্ত ।

দুর্ঘটনার কারণে মৃত্যু মহাত্মা গান্ধির! এমনই তথ্য দিল স্কুল বুকলেট

কলকাতার জেনারেল পোস্ট অফিসের পক্ষ থেকে "গান্ধি গ্যালারি" উদ্বোধন করা হয় এবং ভারতীয় ডাকঘর এবং রাজ্য পরিবহন বিভাগের উর্ধ্বতন আধিকারিকদের উপস্থিতিতে একটি চলমান ট্রামের ভিতরে "কলকাতা ট্রামওয়েস" সম্পর্কিত একটি বিশেষ প্রচ্ছদও প্রকাশ করা হয় বলে জানানো হয়েছে। 

ভারতের ৪৭ তম প্রধান বিচারপতি হিসাবে শপথ নিলেন এসএ বোবদে

কলকাতায় ভারতীয় ডাকবিভাগের তরফ থেকে জারি করা ওই বিবৃতিতে বলা হয়েছে, খুব তাড়াতাড়ি "বাংলার কবি", "ক্রীড়াজগতের কিংবদন্তি", "বাংলার লেখক", "বাংলার সুরকার" এবং বাংলার কিংবদন্তি চলচ্চিত্র ব্যক্তিত্ব ঋতুপর্ণ ঘোষ ও সুচিত্রা সেনের উপরেও বিশেষ ডাক টিকিট প্রকাশ করা হবে।

এর পাশাপাশি আগামীতে শিশুদের জন্যে লেটারবক্স পেন্টিং বা ডাকবাক্স অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হবে। রাস্তায় থাকা ডাকবাক্সগুলির গুরুত্বপূর্ণ ভূমিকা সম্পর্কে নতুন প্রজন্মকে সচেতন করতেই ওই চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে বলে জানানো হয়েছে।

.