This Article is From Feb 07, 2020

"অধীর চৌধুরী ফিট ইন্ডিয়ার প্রচারক", লোকসভায় কেন বললেন PM, দেখুন সেই ভিডিও

বৃহস্পতিবার কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীকে (Adhir Ranjan Chowdhury) 'ফিট ইন্ডিয়া'র প্রচারক বলে টিপ্পনী কাটলেন প্রধানমন্ত্রী।

লোকসভায় প্রধানমন্ত্রী এবং কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী (ডান দিকে)।

হাইলাইটস

  • অধীর চৌধুরীকে "ফিট ইন্ডিয়ার প্রচারক" বলে টিপ্পনী কাটলেন প্রধানমন্ত্রী
  • এদিন সংসদে ভাষণ দিতে গিয়ে কংগ্রেস সাংসদের ভাষণের প্রসঙ্গ টেনেছেন তিনি
  • "উনি কথাও বলেন, জিমও করেন", টিপ্পনী প্রধানমন্ত্রীর
নয়াদিল্লি:

বৃহস্পতিবার কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীকে (Adhir Ranjan Chowdhury) 'ফিট ইন্ডিয়া'র প্রচারক বলে টিপ্পনী কাটলেন প্রধানমন্ত্রী। এদিন রাষ্ট্রপতির ভাষণের ওপর চলা বিতর্কে ভাষণের আগে নরেন্দ্র মোদি (Narendr Modi) বলেন, "সংসদে অধীর চৌধুরীকে আমি যখন বলতে দেখি, মনে মনে ক্রীড়ামন্ত্রী কিরণ রিজেজুকে ধন্যবাদ দিই। উনি যে ফিট ইন্ডিয়া (Fit India) প্রকল্প চালু করেছেন, আমাদের সাংসদ অধীর চৌধুরী সেই প্রকল্পের বড় প্রচারক। উনি বক্তৃতাও দেন, সঙ্গে একটু জিমও করে নেন। কেন্দ্রীয় সরকারের ফিট ইন্ডিয়া প্রকল্পের এমন প্রচার এবং প্রসারণের জন্য অধীর চৌধুরীকেও ধন্যবাদ।"   

‘‘আপনাদের বেকারত্ব দূর হতে দেব না'': বিরোধীদের কটাক্ষ প্রধানমন্ত্রীর

দেখুন সেই ভিডিও, প্রধানমন্ত্রী কী বললেন অধীর চৌধুরীর উদ্দেশে: 

এদিন রাষ্ট্রপতির ভাষণের ওপর বলতে গিয়ে প্রধানমন্ত্রী আরও বলেছেন, ২১ শতকের তৃতীয় দশকে, মাননীয় রাষ্ট্রপতির ভাষণ আমদের দিশা দেখাবে এভং অনুপ্রেরণা জোগাবে। মানুষের মধ্যে বিশ্বাস তৈরি করবে। সংসদের সব সদস্যরা এই বিতর্কে বেশ গঠনমূলক ভূমিকা নিয়েছেন। কিন্তু একটা প্রশ্ন উঠছে, সরকারের এত তাড়া কীসের? সব কাজ কেন একসঙ্গে করতে চাইছে? এই প্রসঙ্গে সর্বেশ্বর দয়াল সাক্সেনার একটা কবিতা উদ্ধৃত করে বলতে পারি: যাঁরা পরাজিত এবং দুর্বল, তারাই সারিবদ্ধ ভাবে চলে। আমার তো আবার নিজের যাত্রা দিয়ে তৈরি অনির্মিত পথই পছন্দ। 

সংসদে Rahul Gandhi-কে "টিউব লাইট" কটাক্ষ প্রধানমন্ত্রীর

এদিকে, বৃহস্পতিবার সংসদের গান্ধিজি ইস্যুতে বিরোধীরা হই হট্টগোল বাঁধানোর চেষ্টা করলে নিজের এক বাক্যবাণে বিরোধী সাংসদদের মুখে রীতিমতো কুলুপ এঁটে দিতে দেখা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি সাংসদ অনন্তকুমার হেগড়ের মহাত্মা গান্ধিকে নিয়ে করা মন্তব্য ঘিরে স্লোগান দিতে শুরু করেন বিরোধী সাংসদরা। সেই সময়ই রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের ভাষণের পরিপ্রেক্ষিতে লোকসভায় ধন্যবাদ জ্ঞাপন বক্তব্য রাখতে ওঠেন প্রধানমন্ত্রী মোদি। সবাইকে থমকে দিয়ে প্রধানমন্ত্রী বিরোধীদের উদ্দেশে বলেন,"গান্ধিজি আপনাদের জন্যে ট্রেলার হতে পারেন, আমাদের কাছে জীবন"।

.