This Article is From Feb 06, 2020

‘‘আপনাদের বেকারত্ব দূর হতে দেব না’’: বিরোধীদের কটাক্ষ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী জানান, দেশের যুবাদের জন্য ভাবনাচিন্তা করা এবং তাদের জন্য চাকরির সৃষ্টি করাই তাঁর সরকারের সর্বাধিক অগ্রাধিকার।

‘‘আপনাদের বেকারত্ব দূর হতে দেব না’’: বিরোধীদের কটাক্ষ প্রধানমন্ত্রীর

বিরোধীপক্ষের আসনের দিকে লক্ষ্য করে কটাক্ষ করে প্রধানমন্ত্রী একথা বলেন।

হাইলাইটস

  • প্রধানমন্ত্রীর ভাষণের মাঝপথে বিরোধীরা বেকারত্ব নিয়ে প্রশ্ন তোলে
  • তার উত্তরেই একথা বলেন প্রধানমন্ত্রী
  • বিরোধীদের কটাক্ষের পাশাপাশি যুবাদের নিয়ে তাঁর ভাবনাচিন্তার কথা বলেন তিনি
নয়াদিল্লি:

দেশে ক্রমবর্ধমান বেকারত্ব (Joblessness) নিয়ে সংসদে প্রধানমন্ত্রীকে (PM Modi) আক্রমণ করল বিরোধীরা। এদিন সংসদে প্রধানমন্ত্রীর ভাষণের মাঝপথে বিরোধী দলগুলির তরফ থেকে চিৎকার শোনা যায়, ‘‘বেকারত্বের কী হবে?'' সেই সময় প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ভাষণের উপরে চলা বিতর্কের উত্তরে বক্তব্য রাখছিলেন। তাঁর সরকারের আমলে প্রাপ্ত অর্থনৈতিক মাইলফলক নিয়ে কথা বলছিলেন তিনি। ঠিক তখনই বিরোধীদের তরফে উঠে আসে এই প্রশ্ন। বিরোধীপক্ষের আসনের দিকে লক্ষ্য করে কটাক্ষ করে প্রধানমন্ত্রী বলেন, ‘‘আমি কৃতজ্ঞ যে আপনারা আমার উপরে বিশ্বাস রেখেছেন। কিন্তু একটা কাজ আমরা কখনও করব না। এখনও নয়, কখনও নয়। আমরা আপনাদের বেকারত্ব দূর হতে দেব না।''

সংসদে Rahul Gandhi-কে "টিউব লাইট" কটাক্ষ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘‘এই সব কাজ করার মধ্যে দিয়ে আপনাদের জন্য যে নেতিবাচক দিক তৈরি হচ্ছে, তা হল এই যে আমরা কঠোর শ্রম করলে আপনাদের বেকার হয়েই থাকতে হবে।''

তিনি জানান, দেশের যুবাদের জন্য ভাবনাচিন্তা করা এবং তাদের জন্য চাকরির সৃষ্টি করাই তাঁর সরকারের সর্বাধিক অগ্রাধিকার।

Lok Sabha:"গান্ধিজি আপনাদের জন্যে ট্রেলার হতে পারেন, আমাদের কাছে জীবন", বললেন মোদি

প্রধানমন্ত্রী বলেন, ‘‘আমরা ফোকাস করছি কর্মসংস্থান তৈরির দিকে। আমি কৃষকদের কাছ থেকে অনেক শিখেছি। তাঁরা গ্রীষ্মে কাজ করেন। এবং সঠিক সময়ে বীজ রোপণ করেন। আমি ক্ষেত্র প্রস্তুত করছি। আপনাদের মাথায় এখন যথেষ্ট খালি জায়গা রয়েছে। আমি পরে সেখা‌নে বীজ বপন শুরু করব।''

.