This Article is From Apr 10, 2020

লাগাতার করোনা সংক্রমণের পরীক্ষা, দিন-রাত এক করে খাটছেন আইসিএমআরের কর্মীরা

Coronavirus: এই রোগটির সম্প্রদায়গত সংক্রমণ হয়েছে কিনা জানতে লাগাতার পরীক্ষা শুরু করে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ

লাগাতার করোনা সংক্রমণের পরীক্ষা, দিন-রাত এক করে খাটছেন আইসিএমআরের কর্মীরা

Coronavirus: শ্বাসকষ্টের সমস্যায় ভোগা ৫,৯১১ জনের মধ্যে করোনা পজিটিভ ১০৪ জন (ফাইল চিত্র)

হাইলাইটস

  • করোনা সংক্রমণজনিত লক্ষণ দেখলেই দেরি না করে করান পরীক্ষা, বলছে আইসিএমআর
  • প্রয়োজনে শ্বাসকষ্টের সমস্যায় ভুগলেই কোভিড-১৯ এর টেস্ট হোক, পরামর্শ এটাই
  • দেশে লাগাতার বাড়ছে করোনা সংক্রমণ, চিন্তায় সরকার
নয়া দিল্লি:

গুরুতর শ্বাসকষ্টে ভুগছেন, এমন লোক দেখলেই তাঁর করোনা (Coronavirus) সংক্রমণ হয়েছে কিনা জানতে পরীক্ষা-নিরিক্ষা চালাচ্ছে আইসিএমআর। প্রচুর মানুষের শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করার পর দেখা যাচ্ছে যে বিদেশ ভ্রমণের ইতিহাস নেই এবং করোনা সংক্রমিতের সংস্পর্শে আসেননি এমন ব্যক্তির শরীরেও COVID-19 এর হদিশ মিলেছে। ফলে চিন্তা আরও বাড়ছে। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের (ICMR) পরিসংখ্যান অনুসারে, শ্বাসকষ্টের সমস্যায় ভুগছেন এমন রোগীদের মধ্যে ৩৮ শতাংশের করোনা পজিটিভ এসেছে, অথচ তাঁদের সম্প্রতি কোনও বিদেশ সফরের ইতিহাস নেই। অথচ সপ্তাহ দুয়েক আগে, দেশে করোনা ভাইরাসের সম্প্রদায়গত সংক্রমণের সম্ভাবনা সম্পর্কে জানতে চাওয়া হলে, আইসিএমআর নেতিবাচক প্রতিক্রিয়াই দিয়েছিল। লাগাতার বহু মানুষের উপর করোনা সংক্রমণজনিত পরীক্ষা চালানোর পর তাঁরা জানিয়েছিল যে"এসএআরআই (SARI) বা গুরুতর শ্বাসকষ্টের সমস্যাযুক্ত রোগীদের উপর এই পরীক্ষা চালিয়ে কোনও সম্প্রদায়গত সংক্রমণের লক্ষণ দেখা যায়নি"।

সারি হল তীব্র শ্বাসকষ্টের সমস্যাজনিত এক রোগ। এই রোগটিরও কোনও সম্প্রদায়গত সংক্রমণ হয়েছে কিনা তা জানতে লাগাতার পরীক্ষা শুরু করে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ।

দিল্লিতে সংক্রমণ কমাতে ৬ ধাপের 'অপারেশন সিল্ড' লাগু করছে রাজ্য সরকার

দেশে করোনা সংক্রমণের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখনও পর্যন্ত, ভারতে ওই মারণ রোগে আক্রান্ত বেশিরভাগ রোগীই হয় নিজেরা বিদেশ ভ্রমণে গিয়েছিলেন নয়তো বিদেশ থেকে ফেরা কোনও করোনা আক্রান্তের সংস্পর্শে এসেছিলেন। কিন্তু এখন আর বিদেশ সফরের ইতিহাস থাকলে তবেই করোনা পরীক্ষা করা হবে সেই নীতি নিয়ে বসে নেই আইসিএমআর। ওই সংস্থা বলছে, এবার কোনও ব্যক্তির মধ্যে করোনাজনিত লক্ষণ দেখা গেলেই তাঁর টেস্ট করিয়ে নেওয়া উচিত, তাতে অনেক বেশি মাত্রায় এই রোগের সংক্রমণ আটকানো সম্ভব।

পরিবহন ক্ষেত্রে নিষেধাজ্ঞা আংশিক শিথিল করার ইঙ্গিত মুখ্যমন্ত্রীর

বিশেষত সংক্রমণ প্রবণ এলাকা বা করোনা ভাইরাসের হটস্পট বলে চিহ্নিত এলাকায় উপস্থিত মানুষজনেরা, আক্রান্তদের সংস্পর্শে আসুন না আসুন, যদি কমপক্ষে এক সপ্তাহ তাঁদের শরীরে করোনা জনিত উপসর্গ দেখা দেয় তবে আর দেরি না করে তাঁর করোনা টেস্ট করানোর পরামর্শই দিচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ।

.