This Article is From Jul 26, 2020

বছরের সবচেয়ে বড় মাদক পাচার চক্র ফাঁস রাজস্থানে! উদ্ধার ২৩৪ কেজি ওপিয়াম, ধৃত ২

অর্থমন্ত্রকের আওতাধীন এনসিবি মধ্যপ্রদেশ, রাজস্থান আর উত্তরপ্রদেশকে এই ওপিয়াম তৈরির সরকারি অনুমোদন দিয়েছে

বছরের সবচেয়ে বড় মাদক পাচার চক্র ফাঁস রাজস্থানে! উদ্ধার ২৩৪ কেজি ওপিয়াম, ধৃত ২

রাজস্থান থেকে ২৩৪ কেজি ওপিয়াম উদ্ধার করেছে এনসিবি।

নয়াদিল্লি:

মাদক পাচারের অভিযোগে ২৩৪ কেজি ওপিয়াম-সহ দুই ব্যক্তি গ্রেপ্তার রাজস্থানে (Opium seized in Rajasthan)। নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো বা এনসিবি সূত্রে খবর, এটা বছরের (Largest Consignment in yeat) সর্ববৃহৎ মাদক বাজেয়াপ্ত। এত বড় মাপের মাদকদ্রব্য চলতি বছরে এর আগে বাজেয়াপ্ত করি হয়নি।  জানা গিয়েছে, রাজস্থানের শাদি গ্রামের চিত্তোরগড় জেলায় এই অভিযান গত ১৯ জুলাই চালানো হয়েছিল। দিল্লিতে এনসিবি'র (NCB) উপ-অধিকর্তা কেপিএস মালহোত্র বলেছেন, "যোধপুর জোনাল ইউনিটের দল ১৯ জুলাই আর লালের বাড়িতে হানা দিয়ে ২৩৩.৯৭ কেজি ওপিয়াম উদ্ধার করেছে। এমকে ধাকর নামে এক অভিযুক্তকে ভিলওয়াড়া থেকে গ্রেপ্তার করা হয়েছে।" ঘটনাস্থল থেকে একটা এসইউভি উদ্ধার করা হয়েছে। এমনটাও জানিয়েছে এনসিবি। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, চিত্তরগড়ের লাইসেন্সড উৎপাদন কেন্দ্র থেকে এই ওপিয়াম জড়ো করা হয়েছিল। পাচার করা হচ্ছিল যোধপুরে।

মধ্যপ্রদেশ ও রাজস্থান জুড়ে সক্রিয় থাকা ড্রাগ মাফিয়াদের এই কাজ বলেও জানিয়েছে এনসিবি। মূলত হেরোইন তৈরিতে ওপিয়াম পপি গাছ থেকে এই শুষ্ক দ্রাক্ষা সংরক্ষণ করা হয়। অর্থমন্ত্রকের আওতাধীন এনসিবি মধ্যপ্রদেশ, রাজস্থান আর উত্তরপ্রদেশকে এই ওপিয়াম তৈরির সরকারি অনুমোদন দিয়েছে।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)

.