This Article is From Feb 27, 2019

বালাকোটে সন্ত্রাসী ঘাঁটিতে ভারতের বিস্ফোরণকে ভূমিকম্প ভেবেছিলেন পাক বাসিন্দারা!

IAF Air Strikes: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের বালাকোট শহর ২০০৫ সালে এক ভয়ঙ্কর ভূমিকম্পের ফলে ব্যাপক ধ্বংসযজ্ঞের মুখোমুখি হয়েছিল এবং সৌদি আরবের সহায়তায় শরহরটি পুনর্গঠিত হয়েছিল। 

বালাকোটে সন্ত্রাসী ঘাঁটিতে ভারতের বিস্ফোরণকে ভূমিকম্প ভেবেছিলেন পাক বাসিন্দারা!

বালাকোটের জইশদের ঘাঁটির একটি ছবি

ইসলামাবাদ:

মঙ্গলবার ভোররাতে যখন দ্বিতীয় সার্জিক্যাল স্ট্রাইকের হামলায় ১০০০ কেজির বিস্ফোরকে উড়ে যায় জইশের ঘাঁটি, পাকিস্তানের খাইবার-পাখতুনখোয়া প্রদেশের ভূমিকম্পপ্রবণ এলাকা বালাকোট শহরের (Balakot town) বাসিন্দারা তখন গভীর ঘুমে। বিস্ফোরণের আওয়াজে তাঁরা ভেবেছিলেন বোধয় ফের ভূমিকম্পই হল তাঁদের এই শহরে।

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের বালাকোট শহর ২০০৫ সালে এক ভয়ঙ্কর ভূমিকম্পের ফলে ব্যাপক ধ্বংসযজ্ঞের মুখোমুখি হয়েছিল এবং সৌদি আরবের সহায়তায় শরহরটি পুনর্গঠিত হয়েছিল। 

জম্মু কাশ্মীরে এবং লে –তে বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি: সূত্র

পাহাড়ি ওই এলাকার অধিবাসীরা বিবিসি উর্দুকে জানিয়েছেন, হঠাৎ ভোররাতে তাঁরা প্রচণ্ড বিস্ফোরণের শব্দে জেগে উঠেছিলেন। বালাকোটের কাছে বেশ কয়েকটি শহরের বাসিন্দারাও মঙ্গলবার ভোরে বোমা বিস্ফোরণের শব্দ শোনেন।

বালাকোটের জবা গ্রামের কৃষক মোহাম্মদ আদিল জানান, ‘বিশাল এক বিস্ফোরণের' শব্দে ধড়ফড়িয়ে ঘুম থেকে উঠেছিলেন তিনি ও তাঁর পরিবার। তখন ভোর প্রায় তিনটে। তিনি আরও জানান, ঘটনার আকস্মিকতায় হতচকিত তাঁরা প্রথমে ভেবেছিলেন বুঝি ভূমিকম্পই হচ্ছে তীব্র মাত্রায়। তিনি বলেন, “তারপর আমরা উড়ন্ত জেটের শব্দ শুনি। আমরা সকালে যখন ওই জায়গায় গিয়েছিলাম তখন সে এক বিশাল ধ্বংসাবশেষ!” 

ভারতকে চমকে দেওয়ার হুমকি পাকিস্তানের, আজ পরমাণু অস্ত্র নিয়ে বৈঠকে ইসলামাবাদ

দুই মিনিটেরও কম সময় ধরে চলা দ্রুত ও সুনির্দিষ্ট বায়ু হামলায় ভারত পাকিস্তানে জইশ-ই-মোহাম্মদের একটি সন্ত্রাসী গোষ্ঠীকে বোমা হামলায় ধ্বংস করে দেয়। এই বায়ু হামলায় বিপুল সংখ্যক সন্ত্রাসবাদী ও প্রশিক্ষক নিহত হন বলে ভারতের দাবি।

গতকাল ভোরের ভারতীয় বিমানবাহিনী কর্তৃক প্রারম্ভিক বায়ু হামলাটিকে সরকার অবশ্য ‘অ-সামরিক' এবং ‘হামলা রোধের কৌশল' হিসাবেই বর্ণনা করেছে।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.