This Article is From Dec 21, 2018

বছরের ক্ষুদ্রতম দিন, শীতকালীন দক্ষিণায়নকে উদযাপন গুগল ডুডলের

Google Doodle: এই ঘটনা বছরে দু’বার ঘটে। প্রতিটি গোলার্ধে একবার করে। উত্তর গোলার্ধে ডিসেম্বরে সোলাস্টিস ও দক্ষিণ গোলার্ধে জুনে সোলাস্টিস ঘটে।

বছরের ক্ষুদ্রতম দিন, শীতকালীন দক্ষিণায়নকে উদযাপন গুগল ডুডলের

Google Doodle: উত্তর গোলার্ধে এটা তখনই হয় যখন সূর্যরশ্মি সরাসরি নিরক্ষরেখায় ২৩.৪ ডিগ্রি দক্ষিণে পড়ে।

নিউ দিল্লি:

আজকের গুগল ডুডল (Google Doodle) দেখালো শীতকালীন দক্ষিণায়নকে— বছরের সবথেকে ছোট দিন ও বড় রাতকে। এমন ঘটনা তখনই ঘটে যখন পৃথিবীর অক্ষরেখা সূর্যের থেকে সর্ব্বোচ্চ ভাবে বেঁকে থাকে।

দক্ষিণায়ন বা সোলাস্টিস শব্দটি ল্যাটিন শব্দ সোলাস্টিয়াম থেকে উৎপত্তি হয়েছে। যার অর্থ সূর্য স্থির দাঁড়িয়ে। যখন সূর্যের আহ্নিক গতি সামান্য সময়ের জন্য থমকে যায় প্রতি বছর সোলাস্টিসের দিন পরিবর্তিত হয়।

এই ঘটনা বছরে দু'বার ঘটে। প্রতিটি গোলার্ধে একবার করে। উত্তর গোলার্ধে ডিসেম্বরে সোলাস্টিস ও দক্ষিণ গোলার্ধে জুনে সোলাস্টিস ঘটে।

উত্তর গোলার্ধে এটা তখনই হয় যখন সূর্যরশ্মি সরাসরি নিরক্ষরেখায় ২৩.৪ ডিগ্রি দক্ষিণে পড়ে।

পৃথিবীর এই আহ্নিক গতির ফলে বিভিন্ন জায়গায় দিন রাত্রি ঘটে।

ডিসেম্বরে পৃথিবীর উত্তর মেরু সূর্য থেকে দূরে থাকে। ফলে দক্ষিণ গোলার্ধ বেশি সূর্যের রশ্মি পায়।

স্টোনহেঞ্জে লোকজন একত্রিত হয় উৎসব পালনে যখন সেখানে সূর্যের আলো সরাসরি পড়ে।

আয়ারল্যান্ডে ৫০০০ বছরের পুরনো একটি বিশাল সমাধিক্ষেত্রে লোকজন একত্রিত হয় সোলাস্টিসের আগের দিন। প্রাচীন সৌধের উপরে দিয়ে সূর্যরশ্মির চলনের দৃশ্য চোখ ভরে দেখতে চান সকলেই।

চিনের বাসিন্দারা শীতকালীন সোলাস্টিসকে ডংজি উৎসব বলেন। তখন স্থানীয়েরা রাইস বলস দিয়ে পারিবারিক পুনর্মিলন পালন করেন। বলা হয় এই শুভ দিনে উদযাপনের ফলে পরিবারে সুখ ও সমৃদ্ধি আসে।

আরও খবর দেখুন এখানে

.