This Article is From May 23, 2019

Election Results 2019: ডায়মন্ড হারবারে এগিয়ে অভিষেক, আসানসোলে এগিয়ে বাবুল

2019 Election Results: আসানসোল লোকসভা কেন্দ্রে বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় ২১,৩৭৯ ভোটে এগিয়ে রয়েছেন তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূলের মুনমুন সেনের থেকে।

Election Results 2019: ডায়মন্ড হারবারে এগিয়ে অভিষেক, আসানসোলে এগিয়ে বাবুল
কলকাতা:

সারা দেশে লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2019) গণনা শুরু হয়েছে। পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় (Babul Supriyo) ও বর্তমানে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee), মিমি চক্রবর্তী (Mimi Chakrabory) এখনও পর্যন্ত এগিয়ে রয়েছেন নিজেদের লোকসভা কেন্দ্রে। আসানসোল লোকসভা কেন্দ্রে বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় ২১,৩৭৯ ভোটে এগিয়ে রয়েছেন তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূলের মুনমুন সেনের থেকে।

প্রধানমন্ত্রী মোদীকে ‘মহা-স্বাগতম' জানাতে ২০,০০০ বিজেপি কর্মীকে আমন্ত্রণ দলের

অন্য দিকে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় এগিয়ে রয়েছেন ৩,৮০৮ ভোটে বিজেপির নীলাঞ্জন রায়ের থেকে। বনগাঁ কেন্দ্রে তৃণমূলের মমতা ঠাকুর বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের থেকে ৩,৪৬১ ভোটে পিছিয়ে। বিজেপির আর এক প্রার্থী খগেন মুর্মু মালদা উত্তর কেন্দ্রে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের মৌসম বেনজির নুরের থেকে ৪,৬৯৯ ভোটে এগিয়ে রয়েছেন। 
এদিকে কলকাতা দক্ষিণ কেন্দ্রে তৃণমূল প্রার্থী মালা রায় বিজেপি প্রার্থী চন্দ্রকুমার বসুর থেকে ১১,৮৯৮ ভোটে এগিয়ে। কলকাতা উত্তরে বিজেপির রাহুল সিনহা পিছিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের থেকে। আলিপুরদুয়ার কেন্দ্রে বিজেপির জন বারলা ১,৮৪৬ ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী দশরথ তিরকের থেকে। যাদবপুর কেন্দ্রে তৃণমূল প্রার্থী মিমি চক্রবর্তী ২১৪ ভোটে এগিয়ে গিয়েছেন তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী অনুপম হাজরার থেকে। 

আমেঠীতে রাহুল গান্ধী পিছিয়ে, এগিয়ে আছেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি

বাঁকুড়া ও হাওড়ায় বিজেপি প্রার্থীরা তৃণমূল প্রার্থীদের থেকে অনেক ভোটে এগিয়ে গিয়েছেন। বাঁকুড়ায় তৃণমূল প্রার্থী সুব্রত মুখোপাধ্যায় ২,৬৮৭ ভোটে পিছিয়ে রয়েছেন বিজেপির সুভাষ সরকারের থেকে। বিজেপির রন্তিদেব সেনগুপ্ত ১,১৫০ ভোটে এগিয়ে রয়েছেন ফুটবল তারকা তৃণমূলের প্রসূন বন্দ্যোপাধ্যায়ের থেকে। জঙ্গিপুরে ১০,৩৯৫ ভোটে তৃণমূ‌লের খলিলুর রহমান এগিয়ে রয়েছেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ছেলে কংগ্রেসের অভিজিৎ মুখোপাধ্যায়ের থেকে।

.