This Article is From Feb 11, 2020

Election Results Live Updates: বিজেপিকে পিছনে ফেলে এগিয়ে গিয়েছে আপ

Delhi Assembly Election Results 2020 Updates:শনিবার ভোট পড়েছিল ৬২.৫৯ শতাংশ। এগজিট পোলের হিসেব বলছে, ২০১৫ সালের পর এবারও ক্ষমতায় প্রত্যাবর্তন করবে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি সরকার

Election Results Live Updates: বিজেপিকে পিছনে ফেলে এগিয়ে গিয়েছে আপ

Delhi Assembly Election Results 2020: অরবিন্দ কেজরিওয়াল হ্যাটট্রিক কি?

হাইলাইটস

  • দিল্লির মসনদে আপ নাকি বিজেপি? জানা যাবে মঙ্গলবার
  • শনিবার ভোট পড়েছিল ৬২.৫৯ শতাংশ
  • এগজিট পোলের দাবি, আগের বারের থেকে ভাল ফল করবে বিজেপি
নিউ দিল্লি:

দিল্লি বিধানসভা নির্বাচনে এবারও মুখ্যমন্ত্রী পদে ফের ফিরে আসতে চলেছেন অরবিন্দ কেজরিওয়াল, তবে ২০১৫ থেকে কমতে চলেছে তাদের আসন। নিউদিল্লি আসনে নিশ্চিত জয় পেতে চলেছেন আম আদমি পার্টি সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল, নিজের কেন্দ্রে লড়াই চালিয়ে যাচ্ছেন মনীশ সিসোদিয়া। বিজেপির রবীন্দ্র সিং নেগির থেকে ৩,০০০ ভোটে এগিয়ে রয়েছেন আপ প্রার্থী মনীশ সিসোদিয়া। পিছিয়ে রয়েছেন কংগ্রেসের অরবিন্দ সিং লাভলি এবং অলকা  লাম্বা। ৫৮টি আসনে এগিয়ে রয়েছে আম আদমি পার্টি, ২০১৫ সালের জেতা অন্তত ২০টি আসনে পিছিয়ে রয়েছে দিল্লির শাসকদল।  ১২টি আসনে বিজেপির জয় হবে বলে আশা করা হচ্ছে।

এগিয়ে থাকা হেভিওয়েটদের তালিকা. রয়েছেন আপের রাখি বিড়লা, রাঘব চাড্ডা, সত্যেন্দ্র জৈন এবং কপিল মিশ্র, আপ ত্যাগ করে বিজেপিতে নাম লেখান কপিল মিশ্র।

এক্জিট পোল ইঙ্গিত দিয়েছিল এবারও ক্ষমতায় আসবে আপ,  তবে ভাল ফল করতে পারে বিজেপি।

এবারের নির্বাচনের প্রচারে ব্যাপকভাবে মেরুকরণ হয়  এবং বিতর্কিত অনেক কথা বলতেও শোনা যায়।

শিক্ষা, স্বাস্থ্য এবং বিদ্যুৎ ও জল সস্তা করার মতো কাজগুলির সুফল ঘরে তোলার ব্যাপারে আশাবাদী আপ। বিজেপির প্রচারে করেছিলেন ৭০ জন কেন্দ্রীয়মন্ত্রী এবং বিভিন্ন রাজ্যের ২৭০ জন সাংসদ ও মুখ্যমন্ত্রী, নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদ প্রচারে ব্যাপক প্রাসঙ্গিক হয়ে ওঠে।

এখানে দেখুন লাইভ আপডেট: দিল্লি নির্বাচন ২০২০

Feb 11, 2020 19:11 (IST)

Delhi Elections 2020:প্রধানমন্ত্রীর ট্যুইটের পর জবাব অরবিন্দ কেজরিওয়ালের


Feb 11, 2020 18:48 (IST)

জয়ের জন্য আম আদমি পার্টিকে অভিনন্দন রাহুল গান্ধির


Feb 11, 2020 18:47 (IST)

জয়ের জন্য আম আদমি পার্টিকে অভিনন্দন প্রধানমন্ত্রী মোদির


Feb 11, 2020 17:45 (IST)
Feb 11, 2020 17:45 (IST)
Feb 11, 2020 17:09 (IST)

আমরা আগে শূন্য ছিলাম, এখনও আছি, ফলে এটা বিজেপির পরাজয়, আমাদের নয়: কংগ্রেস নেতা


Feb 11, 2020 17:08 (IST)

আমরা ঘৃণার রাজনীতি করি না, সবকা সাথ, সবকা বিকাশে বিশ্বাসী আমরা: মনোজ তিওয়ারি

Feb 11, 2020 15:56 (IST)
Feb 11, 2020 15:56 (IST)

দিল্লিতে নতুন ঘরানার রাজনীতি: অরবিন্দ কেজরিওয়াল

আমি আমার হৃদয়ের অন্তস্থল থেকে দিল্লিবাসীকে ধন্যবাদ জানাই, যেতৃতীয়বার তারা তাঁদের ঘরের ছেলের ওপর বিশ্বাস রেখেছেন

এই জয় দিল্লিবাসীর জয়, যাঁরা আমায় তাঁদের সন্তান ভেবেছেন এবং আমাদের ব্যাপক জয় উপহার দিয়েছেন

যে সমস্ত পরিবার ২৪ ঘন্টা জয় পায়, এই জয় তাদের

যারা সস্তায় চিকিৎসা পায়, এই জয়ের তাদের


Feb 11, 2020 15:31 (IST)
Feb 11, 2020 15:31 (IST)

"জনতাই জনার্দন", আপের জয় নিয়ে বললেন নীতীশ কুমার

Feb 11, 2020 15:30 (IST)
Feb 11, 2020 14:47 (IST)

Delhi Results:দিল্লির মানুষকে আপ কে ঐতিহাসিক জয় দিতে চলেছে, বললেন সঞ্জয় সিং

বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টিকে বড় জয় দিতে চলেছেন দিল্লির মানুষ, বললেন দলের নেতা এবং সাংসদ সঞ্জয় সিং

তিনি বলেন, "অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বে আম আমি পার্টিকে বড় জয় দিতে চলেছেন দিল্লিবাসী। মানুষ  প্রমাণ করে দিয়েছে,  দেশের রাজধানীর প্রত্যেকজনের ঘরের ছেলে অরবিন্দ কেজরিওয়াল"


Feb 11, 2020 14:43 (IST)
Feb 11, 2020 13:52 (IST)
Election Results: পূর্ব দিল্লিতে বিজেপিকে কড়া চ্যালেঞ্জ

পূর্ব দিল্লি কেন্দ্রে বিজেপি কড়া চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে আম আদমি পার্টিকে। ন'রাউন্ডের গণনার শেষে দিল্লির মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া পিছিয়ে পড়েছেন ১,২০০ ভোটে।
Feb 11, 2020 13:49 (IST)
Delhi Election Result: হিন্দু-মুসলিম ভোট ভাগ হয়ে গিয়েছে, পিছিয়ে পড়ার পর জানালেন অলকা লাম্বা

হিন্দু ও মুসলিম ভোট বিভক্ত হয়ে গিয়েছে বলে কংগ্রেস নেত্রী অলকা লাম্বা দাবি করলেন। তিনি চাঁদন‌ি চকে পিছিয়ে রয়েছেন। তিনি হিন্দিতে টুইট করে জানান, ''আমি ফলাফলটা গ্রহণ করছি। কিন্তু হাল ছাড়ছি না। হিন্দু-মুসলিম ভোট সম্পূর্ণ বিভক্ত হয়ে গিয়েছে। কংগ্রেস পার্টিকে এবার নতুন করে নতুন লড়াইয়ের জন্য প্রস্তুত হতে হবে নতুন মুখদের নিয়ে। এবং দিল্লির মানুষের জন্যও দীর্ঘ লড়াই। যদি আপনি আজ লড়াই করেন, কাল জিতবেন।'' নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে জানা যাচ্ছে, মাত্র ১,২৯৯ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন কংগ্রেস নেত্রী। শীর্ষে রয়েছেন আপের প্রহ্লাদ সিংহ। 
Feb 11, 2020 13:42 (IST)
ভোটারদের দেওয়া বার্তা গ্রহণ করছি আমরা: রণদীপ সুরযেওয়ালা


রণদীপ সুরযেওয়ালা জানালেন, ''জনাদেশ কংগ্রেসের বিরুদ্ধে। আমরা সেই জনাদেশ গ্রহণ করছি। কংগ্রেসকে আরও শক্তিশালী হতে হবে। কংগ্রেস নেতারা অনেক পরিশ্রম করেছিলেন। আমরা তাঁদের ধন্যবাদ জানাই পরিশ্রমের জন্য।''
Feb 11, 2020 13:37 (IST)
View image on Twitter
Feb 11, 2020 13:37 (IST)
Feb 11, 2020 13:37 (IST)
অরবিন্দ কেজরিওয়াল ও আম আদমি পার্টিকে অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Feb 11, 2020 13:35 (IST)
Election Result: ''এটা ছিল কেজরিওয়াল বনাম সবাই নির্বাচন,'' বললেন আপ নেতা সঞ্জয় সিংহ

সঞ্জয় সিংহ জানালেন, ''বিজেপি তার সব শক্তি কাজে লাগিয়ে জিততে চেয়েছিল। কিন্তু দিল্লি প্রমাণ করেছে তারা কাজের ভিত্তিতেই ভোট দেয়।''
Feb 11, 2020 13:21 (IST)
Delhi Election 2020: কড়া লড়াইয়ের সম্মুখীন মণীশ সিসোদিয়া

অরবিন্দ কেজরিওয়ালের আপ দিল্লিতে বড় জয়ের পথে। কিন্তু দলের দু'নম্বর নেতা মণীশ সিসোদিয়া তাঁর কেন্দ্রে কড়া লড়াইয়ের মুখে পড়েছেন। 
Feb 11, 2020 13:17 (IST)
Election Results 2020: এমন নোংরা নির্বাচন আর দেখিনি, বললেন আপ প্রার্থী


আপ নেতা সৌরভ ভরদ্বাজ গ্রেটার কৈলাস বিধানসভা কেন্দ্র থেকে এগিয়ে রয়েছেন ১৫০৫ ভোটে। বিজেপি প্রার্থী শিখা রাই ও কংগ্রেস প্রার্থী সুখবীর সিংহ পানওয়ারের থেকে এগিয়ে তিনি। সৌরভ বলছেন, ''এটা আমাদের জন্য সবচেয়ে আরামদায়ক নির্বাচন। লোকেরা বলছে, আপনিই জিতছেন, বাড়ি চলে যান। দু'সপ্তাহ আগে বিজেপি সব ধরনের হুমকি ও নিগ্রহ করে চলেছে। মানুষ ওদের সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছে। আমি এমন নোংরা নির্বাচন আর দেখিনি। ওদের স্থানীয় নেতারা এত বেপরোয়া, এত রাগী! ওরা বলেছিল বুথে বুথে দেখা মিলবে গুলি আর ডান্ডার।''
Feb 11, 2020 13:00 (IST)

জয়ের গন্ধ পেতেই আগাম উৎসব শুরু আপ সমর্থকদের। আকাশে ঝাঁটা উড়িয়ে আবির ছুঁড়ে আগাম উদযাপনে মাতলেন তাঁরা।
Feb 11, 2020 12:58 (IST)
Delhi Elections: আপ এগিয়ে ৫৬টিতে, বিজেপি ১৪




Feb 11, 2020 12:57 (IST)
পিছিয়ে পড়লেন আপ নেতা মণীশ সিসোদিয়া

আপ নেতা মণীশ সিসোদিয়া পতপরগঞ্জ কেন্দ্রে পিছিয়ে পড়লেন বিজেপি প্রার্থী রবিন্দর সিংহ নেগির কাছে
Feb 11, 2020 12:55 (IST)
Delhi Elections: মুখ্যমন্ত্রীর পদে ফিরতে চলেছেন অরবিন্দ কেজরিওয়াল

Feb 11, 2020 12:47 (IST)
তুঘলকাবাদ, আদর্শ নগর ও দ্বারকাতে এগিয়ে আপ
Feb 11, 2020 12:45 (IST)
নির্বাচন কমিশনের কাছে ক্ষমা চাইব না: ইভিএম মন্তব্যের প্রেক্ষিতে আপ

অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি বিজেপিকে পিছনে ফেলে অনেকটা এগিয়ে গেলেও দল জানাচ্ছে, ইভিএমের নিরাপত্তার বিষয়ে সচেতন থাকা ভাল। শনিবারের ভোটের পর আপকে ভিডিওয় বলতে শোনা যায় ইভিএমের ক্ষতি করার চেষ্টা হচ্ছে। দল কি ক্ষমা চাইবে নির্বাচন কমিশনের কাছে? এই প্রশ্নের উত্তরে আপ নেত্রী শালিনী সিংহ জানাচ্ছেন, ''আমরা ক্ষমা চাইব না। সতর্ক থাকা অত্যন্ত ভাল। সব দলেরই সতর্ক থাকা উচিত। আমরা সচেতন ছিলাম।''
Feb 11, 2020 12:40 (IST)
দলের ব্যর্থতার দায় নিলেন দিল্লির কংগ্রেস সভাপতি সুভাষ চোপড়া

View image on Twitter
Feb 11, 2020 12:39 (IST)
বিজেপি নেত্রী প্রিয়া চৌধুরী বললেন, ''আপনারা এটাকে 'ক্লিন সুইপ' বলতে পারেন না। ২০১৫ সালের ফলাফলের সঙ্গে তুলনা করে দেখুন। দেখবেন কীভাবে আমাদের ভোট বেড়েছে।''
Feb 11, 2020 12:17 (IST)
Delhi polls 2020: জয়ের গন্ধ পেয়ে আগাম উদযাপনে মাতলেন আপ কর্মীরা


নীল ও সাদা বেলুন, অরবিন্দ কেজরিওয়ালের বিশালাকার কাট আউট সহ আপ কর্মীরা মাতলেন আগাম উদযাপনে। এখনও পর্যন্ত ৭০ আসনের ৫৮টিতে জয়ী হয়েছে আপ। জয়ের গন্ধে মাতোয়ারা হয়ে আপ কর্মীদের দেখা গিয়েছে 'লাগে রহো কেজরিওয়াল' গানের সঙ্গে তাল মিলিয়ে নাচতে।
Feb 11, 2020 12:12 (IST)
View image on Twitter
Feb 11, 2020 12:12 (IST)
Feb 11, 2020 12:09 (IST)
দিল্লি নির্বাচনে লড়াই 'দানব বনাম পিগমির': অধীর চৌধুরী

দিল্লি বিধানসভা নির্বাচনে লড়াই চলছে 'দানব বনাম পিগমির'। সংবাদ সংস্থা পিটিআইকে একথা জানান কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরী। তিনি বলেন, এনডিএ সরকার সমস্ত শক্তি একত্র করে প্রচার চালালেও লড়াইয়ে জিতছে আম আদমি পার্টিই। তিনি বলেন, ''সাধারণ মানুষকে সিদ্ধান্ত নিতে হচ্ছে বিজেপি নাকি আপ। এটা উন্নয়ন অ্যাজেন্ডার ভোট। সমগ্র সরকার তাদের সমস্ত ক্ষমতা সহ দিল্লিতে নির্বাচন জয়ের চেষ্টা করেছে। প্রধানমন্ত্রী থেকে তৃণমূল স্তরের কর্মীরা। এটা একটা লড়াই, দানব ও পিগমিদের মধ্যে।''
Feb 11, 2020 12:04 (IST)
বিজেজি সাংসদ আরকে সিনহা বলেছেন, ''আমরা ফলাফল পর্যবেক্ষণ করে দেখছি। সম্ভবত অরবিন্দ কেজরিওয়াল যা বোঝাতে পেরেছেন আমরা তা পারিনি।''
Feb 11, 2020 12:01 (IST)
Election Results: নয়াদিল্লিতে এগিয়ে রয়েছেন অরবিন্দ কেজরিওয়াল

এখনও পর্যন্ত অরবিন্দ কেজরিওয়াল পেয়েছেন ১১,৩০৮ ভোট। বিজেপির সুনীলকুমার যাদব পেয়েছেন ৪,৯০৯ ভোট। কংগ্রেসের রমেশ সাবারওয়াল পেয়েছেন মাত্র ৯৪৯টি ভোট।
Feb 11, 2020 11:56 (IST)
আম আদমি পার্টির 'মিনি মাফলার ম্যান' জিতল টুইটারের হৃদয়

Aam Aadmi Party's Mini Mufflerman Is Winning Twitter




Feb 11, 2020 11:54 (IST)
Delhi Elections 2020: চাঁদনি চকে ১২,০০০ ভোটে পিছিয়ে অলকা লাম্বা

১২,০০০ ভোটে পিছিয়ে পড়েছেন কংগ্রেস প্রার্থী অলকা লাম্বা। ওই কেন্দ্রে এগিয়ে আপ প্রার্থী প্রহ্লাদ সিংহ সাহানি।
Feb 11, 2020 11:52 (IST)
Delhi Election 2020: জেনে নিন হেভিওয়েট আপ নেতারা কে কোথায়

View image on Twitter
Feb 11, 2020 11:51 (IST)
View image on Twitter
Feb 11, 2020 11:31 (IST)
Feb 11, 2020 11:23 (IST)
Election Results: বিজেপির ব্রহ্ম সিংহ ১৯৪ ভোটে এগিয়ে ওখলা বিধানসভায়। পিছিয়ে আপের আমানাতুল্লাহ খান।
Feb 11, 2020 11:22 (IST)
View image on Twitter
Feb 11, 2020 11:16 (IST)
View image on Twitter
Feb 11, 2020 11:16 (IST)
Delhi Results: সত্যেন্দ্র গর্গ পিছিয়ে শকুর বস্তিতে
Feb 11, 2020 11:14 (IST)
View image on Twitter
Feb 11, 2020 10:58 (IST)
মণীশ সিসোদিয়া এগিয়ে মাত্র ৭৪ ভোটে

পতপরগঞ্জে আপ প্রার্থী মণীশ সিসোদিয়া এগিয়ে মাত্র ৭৪ ভোটে! তিনি এখনও পর্যন্ত পেয়েছেন ৮,৭৯১টি ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী রহিন্দর সিংহ পেয়েছেন ৮,৭১৭টি ভোট।
Feb 11, 2020 10:55 (IST)
Election Results 2020: এগজিট পোল যা বলেছিল তার থেকে ভাল করেছি, বললেন দিল্লি বিজেপির মুখ্য

তিনি বলেন, ''বিজেপি কর্মীরা হতাশ হবেন না। এখনও অনেক রাউন্ড গণনা বাকি রয়েছে। এগজিট পোলের থেকে আমরা অনেক এগিয়ে। ২৭টি আসন‌ে ফারাক মাত্র ৭০০-১০০০ ভোটের। ''

Feb 11, 2020 10:53 (IST)

কংগ্রেস নেতা সঞ্জয় ঝা বললেন, ''সত্যিই আমরা আমাদের নেতৃত্ব ইস্যুর সমাধান করতে পারিনি। এতে কর্মীরা মনোবল হারিয়েছে। সিদ্ধান্ত নিতে না পারায় আমরা দলকে আরও নীচের দিকে নিয়ে গিয়েছি। প্রত্যাবর্তনের এর চেয়ে ভাল সময় আর হতে পারে না কংগ্রেসের জন্য।''
Feb 11, 2020 10:50 (IST)
View image on Twitter
Feb 11, 2020 10:42 (IST)
সঙ্গম বিহার ও দেওলি আসনে এগিয়ে আপ। রোহিণীতেও এগিয়ে আম আদমি পার্টি।
Feb 11, 2020 10:38 (IST)
Delhi Election Results 2020: কংগ্রেসের হেভিওয়েট নেতারা পিছিয়ে সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলে 

গণনার প্রাথমিক ট্রেন্ড থেকে দেখা যাচ্ছে, কংগ্রেসের হেভিওয়েট নেতারা পিছিয়ে পড়েছেন সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলে। ওখলায় পিছিয়ে পরভেজ হাসমি। সেখানে এগিয়ে আম আদমি পার্টি। আবার, অরবিন্দর সিংহ লাভলি ও চৌধুরী মাতিন আহমেদও পিছিয়ে রয়েছেন যথাক্রমে গান্ধিনগর ও সিলামপুরে। 
Feb 11, 2020 10:36 (IST)
Election Results: আপ প্রার্থী মণীশ সিসোদিয়া এগিয়ে পতপরগঞ্জে

সাংবাদিক থেকে সমাজকর্মী হওয়া দিল্লির অন্যতম জনপ্রিয় রাজনীতিবিদ মণীশ সিসোদিয়া দ্বিতীয় বারের জন্য জয়ের পথে।

Feb 11, 2020 10:26 (IST)
অরবিন্দ কেজরিওয়াল এগিয়ে নয়াদিল্লিতে

মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এগিয়ে রয়েছেন নয়াদিল্লি কেন্দ্রে। তিনি এর আগেও এই কেন্দ্র থেকে দু'বার জয়ী হয়েছেন। 
Feb 11, 2020 10:16 (IST)
View image on Twitter
Feb 11, 2020 10:16 (IST)
Election Results: নির্বাচনের আগে অরবিন্দ কেজরিওয়ালের বিনামূল্যে বিদ্যুতের প্রতিশ্রুতি দরিদ্রদের প্রভাবিত করেছে: বিজেপি নেতা


২০০ ইউনিটের বেশি বিদ্যুৎ খরচ না করলে দিল্লির বাসিন্দাদের বিদ্যুৎ খরচ দিতে হবে না। অরবিন্দ কেজরিওয়ালের এই ঘোষণা দরিদ্রদের প্রভাবিত করেছে। দিল্লির সাংসদ বিজেপি নেতা রমেশ বিধুরি এদিন এই দাবি করলেন। প্রথম দু'ঘণ্টার হিসেবে আপ বিজেপির থেকে অনেকটা এগিয়ে রয়েছে। 
Feb 11, 2020 10:14 (IST)
Election Results: বিজেপির হেভিওয়েট প্রার্থীদের অবস্থান জেনে নিন

View image on Twitter
Feb 11, 2020 10:04 (IST)
গান্ধিনগরে পিছিয়ে কংগ্রেস প্রার্থী অরবিন্দর সিংহ

Feb 11, 2020 10:03 (IST)
আমরা মিস করছি শীলা দীক্ষিতকে : অভিষেক সিংভি


. আপ-এর জেতা উচিত। বিজেপি আরও ভাল করতে পারত। কিন্তু তারা কম আসনেই শেষ করবে।

. কংগ্রেসের দিক দিয়ে বলতে হলে, আমরা খুবই মিস করেছি শীলা দীক্ষিতের উপস্থিতি। 

. আমি খুশি বিজেপি জিততে পারছে না। আপ-এর জয় আমার কাছে কম অসন্তোষজনক। আপ শিক্ষাক্ষেত্রে কিছু ভাল কাজ করেছে। 

Feb 11, 2020 09:59 (IST)

অরবিন্দ কেজরিওয়ালের বিজয়ী সম্ভাষণের প্রস্তুতি শুরু, কেননা প্রাথমিক ট্রেন্ড থেকে ইঙ্গিত, এবারও জনাদেশ পাবে আম আদমি পার্টিই।
Feb 11, 2020 09:47 (IST)
Delhi Elections: ১১টি জেলায় চলছে গণনা


২১টি গণনাকেন্দ্রে চলছে গণনা। মোট ১১টি জেলায় ছড়িয়ে রয়েছে গণ‌নাকেন্দ্রগুলি। সেখানেই নির্ধারিত হচ্ছে এবারের দিল্লি বিধানসভা নির্বাচনের ফলাফল। 
Feb 11, 2020 09:43 (IST)
View image on Twitter
Feb 11, 2020 09:34 (IST)
প্রাথমিক ভাবে ৫০ আসনসংখ্যা পেরনোর পর আপ নেমে এল ৪৮-এ। বিজেপি আপাতত এগিয়ে ২২টি আসনে।
Feb 11, 2020 09:30 (IST)
Election Results: ওখলায় এগিয়ে বিজেপি

বিজেপি প্রার্থী ব্রহ্ম সিংহ ওখলায় ২১৪ ভোটে এগিয়ে গিয়েছেন। ওখলা বিধানসভারই অংশ শাহিনবাগ। সেখানে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ। ২০ বছর দিল্লিতে ক্ষমতায় না থাকা বিজেপি এবার প্রচারে জোর দিয়েছিল শাহিনবাগের আন্দোলনের বিরোধিতায়। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রচারে এসে বলেছিলেন, ''এত জোরে ইভিএম-এর বোতাম টিপুন, যেন তার তরঙ্গ শাহিনবাগে পৌঁছে যায়।''
Feb 11, 2020 09:29 (IST)
Delhi Elections 2020: দিল্লির আপ দফতরে শুরু উদযাপন

View image on Twitter
Feb 11, 2020 09:28 (IST)
Delhi Elections 2020: আপ ব্র্যান্ডের রাজনীতিকে মানুষ স্বাগত জানিয়েছে: আপ নেতা

আপ নেতা ইয়াসমিন শাহ বলেন, ''আজ খুব বড়দিন তাঁদের জন্য যাঁরা রাজনীতিকে দেশের উন্নতির প্রয়োগে দেখতে চাইছেন।''
Feb 11, 2020 08:54 (IST)
Delhi Election Results Live: প্রাথমিক গণনায় হরিনগরে এগিয়ে বিজেপি প্রার্থী


প্রাথমিক গণনায় হরিনগরে এগিয়ে বিজেপি প্রার্থী তেজিন্দর পাল সিংহ বাগ্গা।  
Feb 11, 2020 08:49 (IST)
Delhi Assembly Election Results: গোলে মার্কেট গণনাকেন্দ্রে চলছে গণনা

Feb 11, 2020 08:48 (IST)
Delhi Elections 2020: চাঁদনি চকে পিছিয়ে অলকা লাম্বা


১৯৯৪ সালে মাত্র ১৯ বছর বয়সে কংগ্রেসর ছাত্র শাখায় প্রবেশের মাধ্যমে রাজনীতিতে হাতেখড়ি হলেও ২০১৩ সালে তিনি আম আদমি পার্টিতে যোগ দেন। দু'বছর পরে তিনি চাঁদনি চক বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হন আপ প্রার্থী হিসেবে। ২০১৯ সালে তিনি আপ ছেড়ে আবারও কংগ্রেসে ফিরে যান।
Feb 11, 2020 08:44 (IST)
View image on Twitter
Feb 11, 2020 08:44 (IST)
View image on Twitter
Feb 11, 2020 08:41 (IST)
মঙ্গলবার সকাল আটটায় শুরু হয়ে গিয়েছে দিল্লি বিধানসভা নির্বাচন ২০২০-র ভোটগণনা। প্রাথমিক গণনার হিসেবে তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির থেকে অনেকটাই এগিয়ে গিয়েছে আম আদমি পার্টি। একেবারে শুরুতে দেখা গিয়েছিল বিজেপি এগিয়ে গিয়েছে। কিন্তু সামান্য সময় পর থেকেই আপ এগোতে শুরু করে। এখনও পর্যন্ত আপ ৫০টিরও বেশি আসনে এগিয়ে। বিজেপি এগিয়ে মাত্র ১৬টি আসনে। এদিনই সন্ধ্যার মধ্যে ফলাফল ঘোষণা হওয়ার কথা। ২১টি গণনাকেন্দ্রে ভোটগণনা হচ্ছে।  
Feb 11, 2020 08:24 (IST)
Feb 11, 2020 08:23 (IST)
Election 2020: রাজেন্দ্র নগরে এগিয়ে রাঘব চাড্ডা


রাজেন্দ্র নগর কেন্দ্রে এগিয়ে রয়েছেন আপ প্রার্থী রাঘব চাড্ডা। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্ষীয়ান আরপি সিংহ ও কংগ্রেসের রকি তুসিদ। প্রসঙ্গত, উনি এবারের নির্বাচনের তরুণতম প্রার্থী।
Feb 11, 2020 08:17 (IST)
Election Results: ৮.১২-র হিসেবে বিজেপির থেকে এগিয়ে গিয়েছে আপ

View image on Twitter
Feb 11, 2020 08:14 (IST)
গণনা শুরু হওয়ার পর বিজেপি এগিয়ে। আপ এগিয়ে তিনটি আসনে। 
Feb 11, 2020 08:13 (IST)
শুরু হয়েছে ভোট গণনা।
Feb 11, 2020 08:09 (IST)
Delhi Elections: এগজিট পোল ভুল হবে, ফলাফল বিজেপির পক্ষেই যাবে, বললেন মনোজ তিওয়ারি


দিল্লি বিজেপির রাজ্য সভাপতি মনোজ তিওয়ারি দাবি করেন, তাঁর দল ৪৮টি আসনে জয়ী হতে চলেছে। বিজেপির দাবি, এগজিট পোলের ভবিষ্যদ্বাণী ভুল হতে চলেছে। 
Feb 11, 2020 08:05 (IST)
Delhi Election: ''অবাক হব না অরবিন্দ কেজরিওয়ালই যদি হেরে যান'', বললেন কপিল মিশ্র


বিজেপি প্রার্থী কপিল মিশ্র দাবি করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল নয়াদিল্লি কেন্দ্রে হেরে যেতে পারেন। তিনি বলেন, ''জনাদেশ বিজেপির সঙ্গে রয়েছে। আমরা বাস্তবটা জানি কেননা আমরা তৃণমূ‌ল স্তরে কাজ করি। আমি অবশ্যই বলতে পারি, এতে কোনও চমক থাকবে না যদি অরবিন্দ কেজরিওয়াল হেরে যান নয়াদিল্লি কেন্দ্র থেকে।'' প্রসঙ্গত, কপিল মিশ্র অরবিন্দ কেজরিওয়ালের সরকারে একজন মন্ত্রী ছিলেন। পরে তিনি বিজেপিতে যোগ দেন। 
Feb 11, 2020 08:00 (IST)
Delhi Election Results 2020: কখন এবং কোথায় জানবেন গণনার ফলাফল

NDTV English channel অথবা NDTV Khabar-এ সকাল ৮টা থেকে ভোটের গণনার ফলাফল জানা যাবে। সকাল ৭টা থেকেই শুরু হয়েছে বিশেষ কভারেজ। 
Feb 11, 2020 07:58 (IST)
Election Results: নির্বাচনে 'ডার্ক হর্স' হতে চায় কংগ্রেস


২০২০ দিল্লি বিধানসভা নির্বাচনে চমক দিতে চায় কংগ্রেস। যদিও এগজিট পোল তেমন হিসেব দিচ্ছে না।
Feb 11, 2020 07:56 (IST)
Delhi Assembly Election Results 2020

সকাল ৮টায় শুরু হতে চলেছে ভোটগণনা। শহরের বিভিন্ন স্ট্রং রুমে জমা রয়েছে ইভিএমগুলি। সমস্ত স্ট্রং রুমেই রয়েছে ত্রিস্তরীয় সুরক্ষা বলয়ের কড়া প্রহরা। সংবাদ সংস্থা পিটিআইকে একথা জানিয়েছেন দিল্লির মুখ্য নির্বাচনী আধিকারিক রণবীর সিংহ।
Feb 11, 2020 07:53 (IST)
Election Results 2020: এগজিট পোলের হিসেব বলছে কেজরিওয়ালই ক্ষমতা ধরে রাখবেন

ছ'টিরও বেশি এগজিট পোলের সমষ্টিগত হিসেব পূর্বাভাস দিচ্ছে ৭০টি আসনের মধ্যে ৫৬টিতেই জয়ী হবে আপ। বিজেপি পাবে ১৪টি আসন। কোনও কো‌নও এগজিট পোল কংগ্রেসের ১ থেকে ৩টি আসনে জয়ী হওয়ার পূর্বাভাস দিচ্ছে। সত্যিই তেমনটা হলে ২০১৫-র তুলনায় কংগ্রেসের ফলাফল অপেক্ষাকৃত ভাল হতে চলেছে। ২০১৫ সালে কংগ্রেস কোনও আসনই পায়নি।
Feb 11, 2020 07:48 (IST)
Election Results 2020: এক নজরে ২০১৫ বিধানসভা নির্বাচনের ফলাফল

২০১৫ বিধানসভা নির্বাচনে ৭০টি আসনের মধ্যে ৬৭টিতে জয়ী হয় আপ। পরে তাদের এক প্রার্থী উপ নির্বাচনে হেরে যান। ৬ জন চলে যান অন্য দলে।
Feb 11, 2020 07:46 (IST)
Election Results: দিল্লিতে আপের সদর দফতরের বাইরে নতুন পোস্টার

Feb 11, 2020 07:45 (IST)
Delhi election 2020: আপ বনাম বিজেপি লড়াই

দিল্লি বিধানসভা নির্বাচন ২০২০-র মূল লড়াই আপ ও বিজেপির মধ্যে। 
Feb 11, 2020 07:44 (IST)
Delhi Elections: দিল্লিতে ভোট পড়েছে ৬২ শতাংশ


দিল্লির ১.৪৭ কোটি ভোটারের ৬২ শতাংশ শনিবার ভোটগ্রহণে অংশ নেন।
.