সুপ্রিম কোর্ট শুক্রবারই দিল্লি-সহ চারটি রাজ্যের করোনা চিকিৎসা প্রসঙ্গে উষ্মা প্রকাশ করেছে। দিল্লি সরকারের অভ্যন্তরীণ রিপোর্টে উদ্বেগ বাড়িয়ে জুলাইয়ের মধ্যে সংক্রমিতের সংখ্যা ৫ লক্ষাধিক হবে, এমন পূর্বাভাসও দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে রবিবার রাজ্যের সংক্রমণ পরিস্থিতি নিয়ে বৈঠক করলেন দিল্লির মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী আর স্বাস্থ্যমন্ত্রী। শনিবারই এই বৈঠক নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে রাজ্য সরকারের সচিবালয়ে নোট পাঠানো হয়েছিল। স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, সংক্রমণের বিচারে তিন নম্বরে দিল্লি। আগে শুধু মহারাষ্ট্র আর তামিলনাড়ু। দিল্লি সরকার সূত্রে খবর, সংক্রমণ পরিস্থিতি পর্যালোচনায় একসপ্তাহে দ্বিতীয়বার বৈঠক করলেন অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) এবং অমিত শাহ। দিল্লির উপ-রাজ্যপাল অনিল বৈজাল, এইমস কর্তা রণদীপ গুলেরিয়া এই বৈঠকে উপস্থিত ছিলেন। দেখুুন স্বরাষ্ট্র মন্ত্রকের টুইট:
Home Minister, Shri @AmitShah and Health Minister, @drharshvardhan to hold meeting with @LtGovDelhi, CM Delhi & members of SDMA to review situation in the capital regarding COVID-19 tomorrow, 14th June at 11 am.
— गृहमंत्री कार्यालय, HMO India (@HMOIndia) June 13, 2020
Director AIIMS and other senior officers would also be present.
এদিকে, সংক্রমণ পরিস্থিতি পর্যালোচনায় বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবারের বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রিসভার প্রবীণ সদস্যরা উপস্থিত ছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ; স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন-সহ প্রিন্সিপাল সেক্রেটারি আর নীতি আয়োগের আধিকারিকরা উপস্থিত ছিলেন। রাজ্য ও কেন্দ্রশাসিত এলাকার সংক্রমণ পরিস্থিতি পর্যালোচনা করা হয় বৈঠকে। সবচেয়ে সংক্রমিত রাজ্য মহারাষ্ট্র; দিল্লি ও তামিলনাড়ুও আলোচনায় উঠে এসেছিল। নীতি আয়োগ; স্বরাষ্ট্র মন্ত্রক আর স্বাস্থ্য মন্ত্রকের তরফে পিপিটি পরিবেশনা দেওয়া হয়েছিল। পরিস্থিতি পর্যালোচনা প্রসঙ্গে সম্যক ধারণা তুলে ধরতে এই উদ্যোগ। এদিকে, কিছুতেই যেন বাগে আনা যাচ্ছে না করোনা ভাইরাসকে। আনলক ১ শুরুর পর থেকেই ভারতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ।