This Article is From May 29, 2020

‘‘ট্রেনে পরিযায়ী শ্রমিকদের মৃত্যুর ঘটনা ছোট এবং বিক্ষিপ্ত’’: দিলীপ ঘোষ

দিলীপ ঘোষ বলেন, ‘‘কিছু মৃত্যু হয়েছে। কিন্তু এগুলি বিক্ষিপ্ত ঘটনা।’’

‘‘ট্রেনে পরিযায়ী শ্রমিকদের মৃত্যুর ঘটনা ছোট এবং বিক্ষিপ্ত’’: দিলীপ ঘোষ

ট্রেনে পরিযায়ী শ্রমিকদের মৃত্যুর ঘটনাকে ‘‘ছোট এবং বিক্ষিপ্ত’’ বলে দাবি করলেন দিলীপ ঘোষ।

কলকাতা:

শ্রমিক স্পেশাল ট্রেনে পরিযায়ী (Migrant) শ্রমিকদের মৃত্যুর ঘটনা ‘ছোট এবং বিক্ষিপ্ত'। এর জন্য ভারতীয় রেলকে দায়ী করা যায় না। বিজেপির (BJP) রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) বৃহস্পতিবার এমনই দাবি করলেন। তাঁর এহেন মন্তব্যকে ‘অসংবেদনশীল' বলে কটাক্ষ করল বিরোধী রাজনৈতিক দলগুলি। প্রবল গরম, খিদে ও জলশূন্যতার কষ্ট বাড়ি ফিরতে মরিয়া পরিযায়ী শ্রমিকদের জীবন আরও দুর্বিষহ করে তুলেছে। সোমবার থেকে ন'জন পরিযায়ী শ্রমিকের মৃত্যুর খবর মিলেছে। তার মধ্যে একটি শিশুও রয়েছে। এই পরিস্থিতিতে সাংবাদিকদের দিলীপ ঘোষ বলেন, ‘‘কিছু দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে। কিন্তু এর জন্য আপনারা রেলকে দায়ী করতে পারেন না। পরিযায়ী শ্রমিকদের গন্তব্যে পৌঁছে দিতে তারা তাদের সেরাটা দিচ্ছে। কিছু মৃত্যু হয়েছে। কিন্তু এগুলি বিক্ষিপ্ত ঘটনা।''

তিনি আরও বলেন, ‘‘যাত্রী পরিষেবায় কীভাবে ‌নিজেদের সেরাটা দিচ্ছে রেল, সেই উদাহরণ আমাদের কাছে রয়েছে। কিছু ছোট ঘটনা ঘটেছে। কিন্তু তার অর্থ এই নয় যে আপনি রেল বন্ধ করে দেবেন।''

দিলীপ ঘোষের এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে তৃণমূল কংগ্রেস ও সিপিআই(এম)। তারা দিলীপ ঘোষকে আরও সংবেদনশীল হতে বলেছে।

তৃণমূল নেতা সৌগত রায় বলেছেন, ‘‘এই পুরো পরিযায়ী ইস্যুটাই কোভিড সঙ্কট ও লকডাউন সামলাতে কেন্দ্রীয় সরকারের ব্যর্থতার জন্য ঘটেছে। বহু মানুষ মারা যাচ্ছে। আর বিজেপি নেতারা এমন‌ ঔদ্ধত্বপূর্ণ আচরণ করছেন যেন কিছুই হয়নি। অন্যের দিকে আঙুল তোলার আগে দিলীপ ঘোষের আরও সংযত হয়ে কথা বলা উচিত।''

সিপিআই(এম) পলিট ব্যুরোর সদস্য মহম্মদ সেলিমও সৌগত রায়ের সুরেই দিলীপ ঘোষের নিন্দা করেছেন। তিনি বলেন, ‘‘পরিযায়ী শ্রমিক ইস্যু প্রমাণ করে দিয়েছে মানুষের প্রাণ রক্ষা করতে ব্যর্থ মোদি সরকার। কেন্দ্রীয় সরকারের হয়ে এই সঙ্কটকে সামলাতে ব্যর্থ হওয়ার জন্য লজ্জিত হওয়া উচিত বিজেপি নেতাদের।''

তিনি আরও বলেন, দিলীপ ঘোষের মতো নেতারা বিজেপির তৈরি এমন এক নকল পৃথিবীতে বাস করেন যেখানে বলা হয় বিজেপির রাজত্বে যা ঘটছে সবই ভাল।

.