This Article is From Jun 09, 2020

রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ৩৭২, কলকাতায় ১৩২

কলকাতায় একদিনে কোভিড ১৯ আক্রান্ত ১৩২ জন। হাওড়ায়  নতুন করে করোনা আক্রান্ত ৩৮, বীরভূমে ২৯ জন

রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ৩৭২, কলকাতায়  ১৩২

দুই ২৪ পরগনার মধ্যে করোনা ভাইরাসে নতুন করে আক্রান্ত, উত্তর ২৪ পরগনায় ২৮ এবং দক্ষিণ ২৪ পরগনায় ২২ জন (প্রতীকি ছবি)

কলকাতা:

একদিনে রাজ্যে করোনা ভাইরাসে(Coronavirus) আক্রান্তের সংখ্যা ৩৭২ জন, ফলে এ রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ৮৯৮৫ জন, তারমধ্যে অ্যাক্টিভ ৪৯৫০ জন, এমনটাই জানানো হয়েছে রাজ্যের তরফে। গত ২৪ ঘণ্টায় এ রাজ্যে ১০ জনের মৃত্যু হয়েছে, ফলে মোট মৃতের সংখ্যা বেড়ে হল ৪১৫ জন। রাজ্যে সরকারের তরফে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় মোট ৭৮০২টি নমুনা পরীক্ষা করা হয়েছে, ফলে এ পর্যন্ত মটো নমুনা পরীক্ষার সংখ্যা ২,৮৭,৯০০টি। কলকাতায় একদিনে কোভিড ১৯ আক্রান্ত ১৩২ জন। হাওড়ায়  নতুন করে করোনা আক্রান্ত ৩৮, বীরভূমে ২৯ জন।

লকডাউন শিথিলের পরে একদিনে প্রায় ১০ হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত!

অন্যদিকে দুই ২৪ পরগনার মধ্যে করোনা ভাইরাসে নতুন করে আক্রান্ত, উত্তর ২৪ পরগনায় ২৮ এবং দক্ষিণ ২৪ পরগনায় ২২ জন।

রাজ্যের স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে, আগে নতুন করে আক্রান্তের সংখ্যা ছিল ৪২৬ জন, তা কমে হল ৩৭২ জন। ৯০২৪ থেকে নমুনা পরীক্ষা কমে হয়েছে ৭৮০২ জন। একনও পর্যন্ত রাজ্যের বিভিন্ন হাসপাতাল থেকে গত ২৪ ঘণ্টায় ১৫৫ জনকে ছাড়া হয়েছে, ফলে মোট ছাড়া হল এখনও পর্যন্ত ৩৬২০ জনকে।

সোমবার থেকে শিথিল করার অনুমতি মিলেছে চলমান লকডাউনের বিভিন্ন ক্ষেত্র। আর তার ঠিক ২৪ ঘণ্টার মধ্যে রেকর্ড সংখ্যক সংক্রমণের নজির গড়ল ভারতবর্ষ! একদিনে ৯,৯৮৭ জন কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন এই দেশে। এই নিয়ে সারা দেশে মোট সংক্রমণের সংখ্যা ছাড়িয়ে গেল ২.৬৬ লক্ষ।

গণতন্ত্রকে কোয়ারান্টাইনে পাঠিয়েছে বিজেপি, আইসিইউতে পাঠিয়েছেন মমতা: সিপিআইএম

এটিই সর্বাধিক একদিনে রেকর্ড লাফ সংক্রমণের, এবং এই নিয়ে টানা ৭ দিন নিজের রেকর্ড নিজেই ভেঙেছে করোনাভাইরাস। ভারতে আরোগ্যলাভের হার বর্তমানে ৪৮.৪৬ শতাংশ।

এদিকে, বিজেপির অভিযোগ, রাজ্যের স্বাস্থ্য দফতর রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনে, কিন্তু করোনা ভাইরাসের সঙ্কট মোকাবিলায় পর্যাপ্ত সময় ব্যয় করছেন না তিনি। পাশাপাশি এই কোভিড পরিস্থিতি সামাল দিতে পশ্চিমবঙ্গে পূর্ণ-সময়ের জন্য একজন স্বাস্থ্য মন্ত্রী নিয়োগের দাবিও জানায় গেরুয়া শিবির।

.