This Article is From Mar 24, 2020

এক বছরের জন্যে টোকিও অলিম্পিক স্থগিত অনিবার্য, বললেন আইওসি কর্তা

Tokyo Olympics: অলিম্পিক কমিটির পক্ষ থেকে রবিবার জানানো হয় যে অলিম্পিকের ভাগ্য নিয়ে পরবর্তী ঘোষণা করার আগে আরও চার সপ্তাহ অপেক্ষা করতে চায় তাঁরা

এক বছরের জন্যে টোকিও অলিম্পিক স্থগিত অনিবার্য, বললেন আইওসি কর্তা

Coronavirus: এক বছরের জন্যে স্থগিত হয়ে যাবে অলিম্পিক, মনে করেন ডিক পাউন্ড

হাইলাইটস

  • অলিম্পিক স্থগিত হওয়া অনিবার্য, বললেন আইওসির এক কর্তাব্যক্তি
  • আগামী ২৪ জুলাই থেকে টোকিও অলিম্পিক আয়োজনের কথা রয়েছে
  • যদিও কানাডা, আমেরিকা সহ প্রায় সব দেশই টোকিও অলিম্পিক স্থগিতের পক্ষে
লস এঞ্জেলস:

এক বছরের জন্যে স্থগিত করে দিতে হবে টোকিও অলিম্পিক, সেটাই অনিবার্য, বললেন আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (IOC) কর্মকর্তা ডিক পাউন্ড। গোটা বিশ্বে যেভাবে করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমণ মহামারী রূপে দেখা দিয়েছে, তার জেরেই শেষপর্যন্ত অলিম্পিক স্থগিতের পথেই হাঁটতে হচ্ছে আইওসিকে (International Olympic Committee)। যদিও আন্তর্জাতিক অলিম্পিক কমিটির পক্ষ থেকে রবিবার জানানো হয় যে ২৪ জুলাই-৯ অগাস্ট পর্যন্ত পূর্ব ঘোষিত অলিম্পিকের (Tokyo Olympics 2020) ভাগ্য নিয়ে পরবর্তী ঘোষণা করার আগে আরও চার সপ্তাহ অপেক্ষা করতে চায় তাঁরা। ইউএসএ টুডের খবর অনুযায়ী, এরই মধ্যে অলিম্পিক স্থগিতেরই ইঙ্গিত দিলেন ডিক পাউন্ড। তিনি বলেন, "আইওসি-র ভাবনা নিয়ে আমার ব্যাখ্যা হ'ল যে তারা অলিম্পিক বাতিল করতে চান না এবং তারা এখনও ভাবছেন যে তারা ২৪ জুলাই থেকে এই প্রতিযোগিতা চালাতে পারবেন। কিন্তু এটা এমন কোনও পরিস্থিতি নয় যে ২৪ জুলাইয়ের মধ্যে সব ঠিক হয়ে যাবে"। "সুতরাং আপনি 'পি' অর্থাৎ আপাতত সেটি স্থগিতের সম্ভাবনার কথাই ভেবে রাখুন", এমনই কথা বলেন ওই অলিম্পিক কর্তা।

দিল্লিতে দেড় মিলিয়ন, কলকাতা-বেঙ্গালুরুতে সংক্রমণ ছোঁবে ৫০ হাজার?

সুতরাং ২০২০ তে নয়, ২০২১ এই টোকিও অলিম্পিক হওয়ার অনিবার্য সম্ভাবনা, বলেন আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (IOC) কর্মকর্তা ডিক পাউন্ড।

করোনা ভাইরাসের সংক্রমণের জন্য অলিম্পিক স্থগিত করার আবেদন জানাচ্ছিল একাধিক দেশ। কানাডা তো জানিয়েই দিয়েছে, তারা দল পাঠাবে না। আমেরিকার তরফ থেকেও অলিম্পিক স্থগিতের আহ্বান জানানো হয়। আর এরপরেই নড়েচড়ে বসে কার্যনির্বাহী কমিটি।

করোনার প্রাদুর্ভাব রোখার বিশাল ক্ষমতা ও সম্ভাবনা রয়েছে ভারতের, কারণ....: হু

জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে সোমবার পার্লামেন্টে বলেন, করোনা ভাইরাসের কারণে সৃষ্ট অবস্থায় নির্ধারিত সময়ে অলিম্পিক অনুষ্ঠিত করা সম্ভব হবে না হয়তো। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে যদিও তিনি আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট টমাস বাখের সঙ্গে আলোচনা করতে চান।

এর আগে একবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে ১৯৪০ সালে অলিম্পিক বাতিল হয়ে গিয়েছিল। সেবারও টোকিওতেই আয়োজন করার কথা ছিল অলিম্পিক। ওই একবারই গ্রীষ্মকালীন অলিম্পিক বাতিল হয়ে যায়।

কানাডা ও অস্ট্রেলিয়া নাম প্রত্যাহার করে নিয়েছে টোকিও অলিম্পিক থেকে। এর সঙ্গে অন্যান্য দেশের অলিম্পিক কমিটিরও আবেদন আছে আসরটি স্থগিত করার। ব্রিটেনের ক্রীড়াবিদরাও অলিম্পিক স্থগিত করার অনুরোধ জানিয়ে রেখেছেন। সঙ্গে করোনাভাইরাসের দাপট বৃদ্ধির ব্যাপারটি তো আছেই। সব মিলিয়ে টোকিও অলিম্পিক স্থগিতের ঘোষণা আসাটা সময়ের ব্যাপারে পরিণত হয়েছে। 

করোনাভাইরাসের প্রভাবে সোমবার অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে স্প্যানিশ লা লিগা। এর আগে স্থগিত হয়ে গেছে বিশ্বের শীর্ষ চারটি ফুটবল লিগ। স্থগিত করা হয়েছে ক্লাব ফুটবলের সবচেয়ে জমজমাট আসর চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগও। ক্রিকেটেও একই অবস্থা। বিশ্বের সব ক্রিকেট টুর্নামেন্টই অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। 



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.