This Article is From Apr 16, 2020

২ হাজার ছাড়াল মুম্বইয়ের সংক্রমিতের সংখ্যা! ধারাভির ২৬টি নতুন সংক্রমণে উদ্বেগ

গত ছ'দিনে প্রায় দু'কোটি জনবসতিপূর্ণ (মুম্বই ও শহরতলি মিলিয়ে) এই শহরে সংক্রমিত প্রায় হাজার। এপ্রিলের ১১ তারিখ মোট সংক্রমিতের সংখ্যা হাজার ছাড়িয়েছিল

২ হাজার ছাড়াল মুম্বইয়ের সংক্রমিতের সংখ্যা! ধারাভির ২৬টি নতুন সংক্রমণে উদ্বেগ

ধারাভিতে মোট সংক্রমিত ৮৬।

মুম্বই:

মুম্বইতে নতুন করে ১০৭ জনের দেহে সংক্রমণ (Coronavirus in Mumbai) মিলেছে। এই সংখ্যা ধরে বানিজ্য নগরে মোট সংক্রমিতের সংখ্যা দু'হাজার ছাড়িয়েছে । জানা গিয়েছে, শুধুমাত্র মুম্বইতে সংক্রমিত ২০৪৩ জন। পাশাপাশি প্রশাসনের উদ্বেগ বাড়িয়ে ধারাভিতে (Dharavi) নতুন করে ২৬ জনের দেহে সংক্রমণ মিলেছে। বৃহস্পতিবার সংবাদ মাধ্যমকে এই পরিসংখ্যান দিয়েছে স্বাস্থ্য দফতরের এক সূত্র। ৮ লক্ষ জনবসতিপূর্ণ ওই এলাকায় মোট সংক্রমিত ৮৬ বলে খবর। ধারাভিতে মৃত ৯ জন। জানা গেছে, গত ছ'দিনে প্রায় দু'কোটি জনবসতিপূর্ণ (মুম্বই ও শহরতলি মিলিয়ে) এই শহরে সংক্রমিত প্রায় হাজার। এপ্রিলের ১১ তারিখ শহরে মোট সংক্রমিতের সংখ্যা হাজার ছাড়িয়েছিল। মুম্বইতে মোট মৃত ১১৬ জন। এদিন এমনটা বিবৃতিতে জানিয়েছে বৃহন্মুম্বই পুরসভা। 

আইসিএমআর গাইডলাইন মানছে কি রাজ্য? স্ট্যাটাস রিপোর্ট চেয়ে পাঠাল হাইকোর্ট

জানা গিয়েছে, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২১ জন। বৃহস্পতিবার পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ২০২ জন। সন্দেহভাজন হিসেবে শহরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন প্রায় আরও ৩০০ জন। দেশে মোট সংক্রমিতের ১৫% মুম্বইয়ের। এদিকে, এমনটাই তথ্য স্বাস্থ্য মন্ত্রকের। জানা গিয়েছে, প্রতি লক্ষে প্রায় ২,৩৭৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে মুম্বইয়ে।নমুনার পরীক্ষার বহর বাড়ার ফলে বেড়েছে সংক্রমিত ও সন্দেহভাজনের সংখ্যা। বৃহস্পতিবার জানিয়েছে মন্ত্রক। অপরদিকে, জানা গিয়েছে দিল্লিতে প্রতি লক্ষে মাত্র ৪৪৮ জনের নমুনা পরীক্ষা হয়েছে। যে পরিসংখ্যান উদ্বেগে রেখেছে স্বাস্থ্য মন্ত্রককে। 

রাজ্যে করোনায় মৃত আরও ৩, মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০

এছাড়া, ভারতে করোনা ভাইরাসে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ৪২০, তারমধ্যে ২৪ ঘন্টায়  মৃত্যু হয়েছে ২৮ জনের, বৃহস্পতিবার এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। দেশে করোনা আক্রান্ত  ১২,৭৫৯ জন, ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ৮২৬ জন। বুধবার দেশের ১৭০টি হটস্পট জেলার  তালিকা প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকার, তারমধ্যে রয়েছে  ৬টি মেট্রো শহর এবং বড় শহর। সবচেয়ে বেশি সংক্রমিত হিসেবে দেশের ১২৩টি জেলার নাম প্রকাশ করা হয়, তারমধ্যে রয়েছে দিল্লিক ৯টি জেলাই। হটস্পটের তালিকায় রয়েছে, মুম্বই, কলকাতা, বেঙ্গালুরু গ্রামীণের ৯টি জেলা, হায়দরাবাদ, চেন্নাই, জয়পুর এবং আগ্রা।

দেশ বা রাজ্যের ৮০ শতাংশ সংক্রমণ যে সমস্ত এলাকায় হয়েছে সেগুলিকে হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে। যেগুলিতে সবচেয়ে হারে সংক্রমিত, বা চারদিনের মধ্যে সংক্রমণের হার দ্বিগুণ, সেগুলিকেও এই তালিকায় আনা হয়েছে। 

করোনা ভাইরাস সংক্রমণের লাল তালিকাভুক্ত এলাকাগুলিতে, বাড়ি বাড়ি গিয়ে পরীক্ষা  করা হবে বলে জানিয়েছে সরকার। এই পরীক্ষা শুধুমাত্র করোনা আক্রান্তদের জন্য নয়। জ্বর, ঠাণ্ডা লেগে জ্বর আসা ইত্যাদি ক্ষেত্রেও পরীক্ষা করা হবে, এই ধরণের লক্ষণে মাঝেমধ্যেই করোনা পজিটিভ ধরা পড়ে।

World

67,69,38,430Cases
62,55,71,965Active
4,44,81,893Recovered
68,84,572Deaths
Coronavirus has spread to 200 countries. The total confirmed cases worldwide are 67,69,38,430 and 68,84,572 have died; 62,55,71,965 are active cases and 4,44,81,893 have recovered as on January 9, 2024 at 10:54 am.

India

4,50,19,214 475Cases
3,919 -83Active
4,44,81,893 552Recovered
5,33,402 6Deaths
In India, there are 4,50,19,214 confirmed cases including 5,33,402 deaths. The number of active cases is 3,919 and 4,44,81,893 have recovered as on January 9, 2024 at 8:00 am.

State & District Details

State Cases Active Recovered Deaths
.