This Article is From Apr 05, 2020

করোনা রুখতে কোয়ারান্টাইন ক্যাম্প করা নিয়ে সংঘর্ষ বীরভূমে, মৃত ১

বিস্ফোরণে আহত হন ভিড়ের মধ্যে থাকা বছর চল্লিশের সাইফুল শেখ। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

করোনা রুখতে কোয়ারান্টাইন ক্যাম্প করা নিয়ে সংঘর্ষ বীরভূমে, মৃত ১

পুলিশ জানিয়েছে, সংঘর্ষ শুরু হলে দু’টি গোষ্ঠী একে অপরের দিকে বিস্ফোরক ছুঁড়তে থাকে। (ফাইল)

হাইলাইটস

  • বীরভূমে কোয়ারান্টাইন ক্যাম্প তৈরি করাকে কেন্দ্র করে সংঘর্ষ
  • সংঘর্ষে মৃত এক ব্যক্তি
  • থমথমে গ্রামে প্রচুর পরিমাণে মোতায়েন রয়েছে পুলিশ
কলকাতা:

করোনা (Coronavirus) মোকাবিলায় বীরভূমে কোয়ারান্টাইন ক্যাম্প (COVID-19 Quarantine Camp) তৈরি করাকে কেন্দ্র করে তৈরি হল উত্তেজনা। হিংসায় একজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। শনিবার এই ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে। জানা যাচ্ছে, জেলার তালিবপুর গ্রামের একটি স্কুলের হোস্টেলে ক্যাম্প তৈরি করা নিয়েই সংঘর্ষের সূচনা। করোনা সংক্রমণ রুখতে ওই কোয়ারান্টাইন ক্যাম্প তৈরি করা নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাঁধে। একটি গোষ্ঠী ওই হোস্টেলে কর্তৃপক্ষের কোয়ারান্টাইন ক্যাম্প তৈরি করাকে সমর্থন করেছিল। অন্য গোষ্ঠীটি বিরোধিতা করেছিল। এরপরই সংঘর্ষ বেঁধে যায়।

আগামীকাল মোমবাতি জ্বালাতে গিয়ে কম্পিউটার, পাখা, এসি বন্ধ করার দরকার নেই; স্পষ্ট করল সরকার

পুলিশ জানিয়েছে, সংঘর্ষ শুরু হলে দু'টি গোষ্ঠী একে অপরের দিকে বিস্ফোরক ছুঁড়তে থাকে।

বিস্ফোরণে আহত হন ভিড়ের মধ্যে থাকা বছর চল্লিশের সাইফুল শেখ। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

রাজ্যের উদ্বেগকে আরও বাড়িয়ে এক করোনা পজিটিভ তাবলিগ সদস্যের সন্ধান

জানা যাচ্ছে, গ্রামে বিপুল পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে।

.