This Article is From Jul 25, 2020

কল্যাণীতে রাস্তার পাশেই পড়ে একাধিক ব্যবহৃত পিপিই কিট! ছড়ালো আতঙ্ক

Coronavirus: সাধারণত করোনা যোদ্ধারাই ওই পিপিই কিট ব্যবহার করেন, ওই ব্যবহৃত কিটগুলো পড়ে থাকতে দেখা গেছে কল্যাণী কলেজের রাস্তার পাশের একটি ঝোপে

কল্যাণীতে রাস্তার পাশেই পড়ে একাধিক ব্যবহৃত পিপিই কিট! ছড়ালো আতঙ্ক

West Bengal: গোটা ঘটনাটি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন কল্যাণী পুরসভার পুরপ্রধান (প্রতীকী)

হাইলাইটস

  • কল্যাণী বিশ্ববিদ্যালয়ের পাশেই পড়ে থাকতে দেখা গেছে ব্যবহৃত পিপিই কিট
  • ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে এলাকায়
  • কোথা থেকে ওই কিটগুলো সেখানে এলো তা খতিয়ে দেখছেন পুরকর্মীরা
কল্যাণী, পশ্চিমবঙ্গ:

এমনিতেই পশ্চিমবঙ্গে (West Bengal) ঝড়ের গতিতে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে। তারমধ্যে আবার কল্যাণীর (Kalyani) একটি ঘটনা নতুন করে আতঙ্ক তৈরি করলো। কল্যাণী কলেজের পাশের রাস্তায় একটি ঝোপের ধারে পড়ে ছিল বেশ কয়েকটি ব্যবহৃত পিপিই কিট (PPE kit)। করোনা (COVID-19) সারা দেশের মতো এরাজ্যেও মহামারী আকারে দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে যেখানে মানুষের মধ্যে এই রোগ (Coronavirus) সম্পর্কে আরও বেশি সচেতন হওয়া দরকার, ঠিক সেই সময় এমন একটি হঠকারী কাণ্ড সংক্রমণের আশঙ্কা আরও বাড়িয়ে তুলেছে। কেননা পিপিই কিট সাধারণত ব্যবহার করেন করোনা যোদ্ধারা। অর্থাৎ ওই ব্যবহৃত পিপিই কিট থেকে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা তো থাকেই। ঘটনাটি প্রকাশ্যে আসার পর কল্যাণী পুরসভার পুরপ্রধান সুশীল কুমার তালুকদার বলেছেন যে তিনি বিষয়টি খতিয়ে দেখবেন।

ভারতে করোনা সংক্রমণ পেরলো ১৩ লক্ষ, দেখুন ১০ তথ্যে

জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে কোভিড আক্রান্ত হয়েছেন বলে যাঁদের সন্দেহ করা হচ্ছে তাঁদের জন্যে আইসোলেশন ওয়ার্ড রয়েছে। সেখানেই যাঁরা করোনা পজিটিভ হিসাবে ধরা পড়ছেন তাঁদের কল্যাণী-ব্যারাকপুর এক্সপ্রেসওয়ের পাশেই অবস্থিত এসএনআর কার্নিভাল কোভিড হাসপাতালে পাঠানো হচ্ছে। অনেকে এই প্রশ্ন তুলছেন যে, তবে কি ওই হাসপাতালের কর্মীরাই ওই পিপিই কিটগুলো ওভাবে ফেলে গেছেন? যদিও ব্যবহৃত পিপিই কিটগুলো কল্যাণী কলেজ এবং কল্যাণী সাব-কারেকশনাল হোমের মধ্যেই পাওয়া গেছে।

একদিনে মৃত ৩৫, রাজ্যে মোট মৃত ১২৯০! দৈনিক সংক্রমণের নিরিখে রেকর্ড ভাঙল রাজ্য

এই প্রসঙ্গে কল্যাণী পুরসভার পুরপ্রধান সুশীল তালুকদার বলেন, "এগুলো এখানে কীভাবে এসেছে সেটা একটা বড় প্রশ্ন। মনে করা হচ্ছে যে কিছু অ্যাম্বুল্যান্সের চালকই এভাবে এগুলো ফেলে গেছেন। তবে আমরা আমাদের এলাকার সমস্তরকম সুরক্ষা বজায় রাখতে সবসময় চেষ্টা করছি।"

অবশ্য ওই এলাকার খুব কাছেই একটি কারাগার আছে। এই সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না যে, হয়তো সেখানেই কোনও চিকিৎসক বা স্বাস্থ্যসেবা কর্মী করোনা আক্রান্ত সন্দেহে কোনও বন্দিকে পরীক্ষানিরিক্ষা করার পর ব্যবহৃত পিপিই কিটগুলি ওখানে ফেলে রেখে গেছেন।

তিনি বলেন, "চিকিৎসকরা এবং আরও অনেকে এই পরিস্থিতিতে মাঝেমধ্যেই কল্যাণী সাব-কারেকশনাল হোম পরিদর্শনে আসেন । তবে আমরা নিশ্চিত করে এখনই বলতে পারছি না যে ঠিক কারা এগুলো এখানে ফেলে রেখে গেছে।" 

নদিয়া জেলার স্বাস্থ্য দফতর সূত্রে জানা গেছে, কল্যাণীতে এখনও পর্যন্ত ৪৭ জন করোনা আক্রান্তের সন্ধান মিলেছে।

.