This Article is From Apr 26, 2020

লকডউন মিটলে ফেরানো হবে আটক ভারতীয়দের! তবে কাটতে হবে বিমানের টিকিট

তবে এবার আর বিনামূল্যে উদ্ধার নয়। রীতিমতো টিকিট কেটে উঠতে হবে বিমানে। এমনটাই বিদেশ মন্ত্রক সূত্রে খবর

লকডউন মিটলে ফেরানো হবে আটক ভারতীয়দের! তবে কাটতে হবে বিমানের টিকিট

প্রায় এক মাসের বেশি সময় ধরে বন্ধ আন্তর্জাতিক ও দেশীয় বিমান পরিবহণ। (ফাইল ছবি)

নয়া দিল্লি:

বিদেশে আটক ভারতীয়দে দেশে ফেরাতে আরও একবার তৎপর হল বিদেশ মন্ত্রক। লকডাউন মিটলেই তাঁদের দেশে ফেরানোর সম্ভাবনা। রবিবার এমন ইঙ্গিত দিল বিদেশ মন্ত্রকের একটা সূত্র। জানা গিয়েছে, এই মর্মে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক, রাজ্য সরকার ও এয়ার ইন্ডিয়ার (Air Inida) কর্তাদের সঙ্গে কথা বলেছে বিদেশ মন্ত্রক। মন্ত্রক সূত্রে আরও খবর, বিশেষ বিমান কিংবা যাত্রী বিমান চলাচল আবার স্বাভাবিক হলেই এই উদ্যোগ কার্যকরী করা হবে। এই বিষয়ে রাজ্যগুলোর সংক্রমণ হার পর্যালোচনা করেই সিদ্ধান্ত নেবে বিদেশ মন্ত্রক। সূত্রের খবর, কেন্দ্রীয় স্তরে লকডাউনের (Lockdown) মেয়াদ আর বাড়ানো নাও হতে পারে। তবে আঞ্চলিক স্তরে লকডাউন লাগু রাখতে তৎপর হয়েছে অনেক রাজ্য। ফলে বিদেশে আটক সেই রাজ্যের বাসিন্দারা কীভাবে স্বরাজ্যে ফিরবে, তা সিদ্ধান্ত নেবে রাজ্যের প্রশাসন।

"প্রকাশ্যে থুতু ফেলা বেঠিক, আমরা সবাই জানি", মন কি বাতে বার্তা প্রধানমন্ত্রীর

তবে এবার আর বিনামূল্যে উদ্ধার নয়। রীতিমতো টিকিট কেটে উঠতে হবে বিমানে। এমনটাই বিদেশ মন্ত্রক সূত্রে খবর। মন্ত্রক সূত্রে আরও খবর, দেশের বাইরে প্রায় হাজারের বেশি ভারতীয় আটকে রয়েছেন। বিশেষ করে উপসাগরীয় দেশগুলোতে। বারবার কেন্দ্রের কাছে সেই দেশগুলো কূটনৈতিক চাপ তৈরি করেছে। অবিলম্বে ভারতীয়দের দেশে ফিরিয়ে নিয়ে যেতে আবেদন করা হয়েছে। অনেকক্ষেত্রে অভিযোগ, সংশ্লিষ্ট দেশের আতিথেয়তার অপব্যবহার করছেন ভারতীয়রা। বিদেশ মন্ত্রকের কাছে এমন নালিশও করা হয়েছে। 

এবার রাজ্যে করোনায় মৃত্যু স্বাস্থ্যকর্তা বিপ্লব দাশগুপ্তর! শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

এদিকে, রাজ্যস্তরেও বিদেশে আটক ভারতীয়দের ফেরাতে বিদেশ মন্ত্রকে দরবার করা হয়েছে। বিশেষ করে কেরলের থেকে বেশি আবেদন এসেছে। সে  রাজ্যের অধিকাংশ নাগরিক উপসাগরীয় দেশগুলোতে আটকে। এই মর্মে মন্ত্রকে বার্তা পাঠান হয়েছে। সেই আবেদনগুলো খতিয়ে দেখে রাজ্যগুলোর সঙ্গে সমন্বয় বাড়িয়েছে বিদেশ মন্ত্রক। সিদ্ধান্ত হয়েছে, বিমানের টিকিট কেটে তবেই বিদেশ থেকে দেশে ফেরার বিমানে উঠতে হবে ভারতীয় নাগরিকদের। 

.