This Article is From Dec 09, 2018

সিটি কলেজ অফ কমার্সে ১৭ ঘণ্টা পর ঘেরাও মুক্ত প্রিন্সিপাল!

রাজ্যের কলেজ-বিশ্ববিদ্যালয় গুলিতে বার বার ফিরে আসছে ঘেরাও সংস্কৃতি। কোনও ভাবেই তার থেকে মুক্ত হওয়া যাচ্ছে না।

সিটি কলেজ অফ কমার্সে ১৭ ঘণ্টা পর ঘেরাও মুক্ত প্রিন্সিপাল!

পড়ূয়াদের চাপের কাছে আত্মসমর্পণ করা হবে না বলে জানিয়েছেন প্রিন্সিপাল সন্দীপ পাল।

হাইলাইটস

  • রাজ্যের কলেজ-বিশ্ববিদ্যালয় গুলিতে বার বার ফিরে আসছে ঘেরাও সংস্কৃতি
  • এবার ঘেরাও সংস্কৃতি ফিরল সিটি কলেজ অফ কমার্সে
  • ১৭ ঘণ্টা পর ঘেরাও মুক্ত হলেন কলেজের প্রিন্সিপাল সহ অন্য আধিকারিকরা
কলকাতা:

রাজ্যের কলেজ-বিশ্ববিদ্যালয় গুলিতে বার বার ফিরে  আসছে  ঘেরাও  সংস্কৃতি। কোনও ভাবেই তার থেকে মুক্ত হওয়া যাচ্ছে না। এবার  ঘেরাও সংস্কৃতি ফিরল সিটি কলেজ অফ কমার্সে। প্রায়  ১৭ ঘণ্টা পর ঘেরাও মুক্ত হলেন কলেজের প্রিন্সিপাল সহ অন্য আধিকারিকরা।  কলেজে ৬০ শতাংশ হাজিরা না থাকা সত্ত্বেও পরীক্ষায় বসতে  দিতে  হবে এই দাবিকে সামনে রেখেই শুক্রবার রাত ৯ টা থেকে শুরু হল বিক্ষোভ। প্রায় ১৭ ঘণ্টা ধরে আটকে রইলেন কলেজের আধিকারিকরা। জানা গিয়েছে বিকমের প্রথমবর্ষের পড়ূয়ারাই ঘেরাও করে। শেষমেশ কলকাতা  বিশ্ববিদ্যালয়ের হস্তক্ষেপে  উঠে যায় বিক্ষোভ।          

সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে সেনাকর্তার মন্তব্য সমর্থন করে রাহুল একহাত নিলেন মোদীকে                                              

 সাময়িক ভাবে বিক্ষোভ প্রত্যাহার করে নিলেও পড়ূয়ারা জানিয়েছে তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। শুধু দাবি করা নয় রীতিমতো ‘সময়সীমা'ও দিয়ে রেখেছে  তারা। স্পষ্ট জানিয়েছে  বুধবারের মধ্যে সমস্যা না মিটলে আন্দোলন আবার শুরু হবে। তবে পড়ূয়াদের চাপের কাছে আত্মসমর্পণ করা  হবে না বলে  জানিয়েছেন প্রিন্সিপাল সন্দীপ পাল। তিনি জানান ছাত্রদের মধ্যে মাত্র কয়েকজন আন্দোলন করছে। তারা ক্লাসে উপস্থিত থাকেনি বলেই পরীক্ষায় বসতে দেওয়া হচ্ছে না। ওদের দাবি মেনে নেওয়ার কোনও কারণ নেই। কিন্তু আন্দোলনরত পড়ুয়াদের দাবি তাদের চেয়ে কম হাজিরা আছে এমন  কয়েকজনকে  পরীক্ষায় বসতে  দেওয়া হয়েছে। সেই দাবি অবশ্য মানতে নারাজ প্রিন্সিপাল। তিনি জানিয়েছেন নিয়মের মধ্যে  থেকেই সমস্ত  সিদ্ধান্ত নেওয়া হয়েছে।             



(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)

.