This Article is From Feb 22, 2020

থামল লড়াই! ৮দিন পর পুলকার দুর্ঘটনায় আহত ঋষভের এসএসকেএমে মৃত্যু

৮ দিনের লড়াই শেষ।মৃত্যু হল  হুগলির পোলবায় পুলকার দুর্ঘটনায় আহত পড়ুয়া ঋষভ সিংয়ের। গত ১৪ ফেব্রুয়ারি থেকে কলকাতার এসএসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন ছিল দ্বিতীয় শ্রেণির ওই পড়ুয়া।

থামল লড়াই! ৮দিন পর পুলকার দুর্ঘটনায় আহত ঋষভের এসএসকেএমে মৃত্যু

১৪ ফেব্রুয়ারি চুঁচুড়ার স্কুলে যাওয়ার পথে ১৪ জন পড়ুয়া-সহ তাদের পুলকার পোলবায় দুর্ঘটনার কবলে পড়ে। নিয়ন্ত্রণ হারিয়ে উলটে গিয়ে নয়ানজুলিতে পড়ে যায় সেই গাড়ি। (ছবি প্রতীকী)

হাইলাইটস

  • হুগলির পুলকার দুর্ঘটনায় আহত ঋষভের মৃত্যু হল ৮ দিন পর
  • ১৪ ফেব্রুয়ারি থেকে এসএসকেএমে ভর্তি ছিল দ্বিতীয় শ্রেণির ওই পড়ুয়া
  • অপর এক ছাত্র দিব্যাংশুর অবস্থা স্থিতীশীল জানিয়েছে হাসপাতাল
কলকাতা:

৮ দিনের লড়াই শেষ। মৃত্যু হল হুগলির পোলবায় পুলকার দুর্ঘটনায় (Hooghly Pool Car Accident) আহত পড়ুয়া ঋষভ সিংয়ের। গত ১৪ ফেব্রুয়ারি থেকে কলকাতার এসএসএসকেএম হাসপাতালে (SSKM Hospital) চিকিৎসাধীন ছিল দ্বিতীয় শ্রেণির ওই পড়ুয়া। শনিবার ভোরবেলা মাল্টিঅর্গান ফেলিওরের জেরে তার মৃত্যু (Death Due to Multi-Organ Failure) হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। এদিন সকালে মৃত ছাত্রের শ্রীরামপুরের বাড়িতে পৌছনো হয় তার নিথর দেহ। শনিবার বিকেলে সম্পন্ন হবে শেষকৃত্য। এদিকে ঋষভের সঙ্গেই গুরুতর আহত অপর এক পড়ুয়া দিব্যাংশু ভকতের অবস্থা স্থিতিশীল, জানিয়েছে হাসপাতাল। জানা গিয়েছে, ১৪ ফেব্রুয়ারি চুঁচুড়ার স্কুলে যাওয়ার পথে ১৪ জন পড়ুয়া-সহ তাদের পুলকার পোলবায় দুর্ঘটনার কবলে পড়ে। নিয়ন্ত্রণ হারিয়ে উলটে গিয়ে নয়ানজুলিতে পড়ে যায় সেই গাড়ি। স্থানীয়রাই তড়িঘড়ি আহতদের উদ্ধারের কাজে হাত লাগান। স্থানীয় হাসপাতালে আহতদের ভর্তি করা হলে, ঋষভ ও দিব্যাংশুর অবস্থার আরও অবনতি হয়। তখন তড়িঘড়ি গ্রিন করিডর তৈরি করে ওই দুই পড়ুয়াকে স্থানান্তরিত করা হয় এসএসকেএমে। প্রাথমিক চিকিৎসার পর জানা গিয়েছিল, দুজনের ফুসফুসে কাদা-জল ঢুকে রয়েছে। সেই থেকে ওই হাসপাতালের বিশেষ চিকিৎসক দল শুরু করে প্রাণ বাঁচানোর লড়াই। 

দিল্লির স্কুল পরিদর্শনে মেলানিয়া ট্রাম্পকে আমন্ত্রণ জানাননি কেজরিওয়াল, জানালো আপ

অপরদিকে হাসপাতাল সূত্রে খবর ছিল, চিকিৎসায় দিব্যাংশু সাড়া দিলেও প্রথম থেকেই অবস্থার উন্নতি হয়নি ঋষভের। তাও শেষ পর্যন্ত চেষ্টা চালিয়ে গিয়েছেন তাঁরা। এদিন হাসপাতালে গিয়ে মৃত পড়ুয়ার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। স্বজন হারানোর সমবেদনা জানানোর পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থার আবেদন করেন তিনি। এমনকি, রাজ্যকে ট্রাফিক আইন লঙ্ঘনকারী পুলকার চালকদের বিরুদ্ধে কড়া আইন প্রণয়নের প্রস্তাবও দেন।

ধর্মীয় শিক্ষকের মারে বেহুঁশ নাবালক ছাত্র, অবস্থা আশঙ্কাজনক

এদিকে ঋষভের মৃত্যুতে সমবেদনা জানাতে শ্রীরামপুর ওয়ালশ হাসাপাতলে এদিন কালো ব্যাজ পরে পরিষেবা দেওয়া হয়। বন্ধ রাখা হয়েছিল স্থানীয় দোকানপাট। পুলিশ সূত্রে খবর অভিযুক্ত পুলকারের চালক ও মালিকের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের ধারায় মামলা রুজু করা হয়েছে।   



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.