This Article is From Nov 14, 2019

Children's Day Speech: ভবিষ্যত প্রজন্ম যেন থাকে দুধে-ভাতে...

Children's Day 2019: আজকের দিনে কী বলবেন (Children's Day Speech), কী শেখাবেন আগামী প্রজন্মকে?

Children's Day Speech: ভবিষ্যত প্রজন্ম যেন থাকে দুধে-ভাতে...

Children's Day Speech: চাচা নেহরুর জন্মদিন মানেই শিশুদিবস

হাইলাইটস

  • ১৪ নভেম্বর শিশু দিবস
  • এই দিন জওহরলাল নেহরুর জন্মদিন
  • ছোটরা তাঁকে ভালোবাসে 'চাচা' বলে ডাকত
নয়া দিল্লি:

আজ, বৃহস্পতিবার শিশুদিবস (Children's Day)। দেশজুড়ে সমস্ত স্কুলে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শিশুদের মুখে হাসি ফোটাতে, তাদের ভবিষ্যত সুরক্ষিত করতে নেওয়া হচ্ছে বিভিন্ন প্রকল্প। প্রসঙ্গত, এর আগে জাতিসংঘের সঙ্গে একসঙ্গে ভারতও 'শিশুদিবস' পালন করত ২০ নভেম্বর। ১৯৬৪-তে 'চাচা' নেহরুর (Jawahar Lal Nehru Jayanti) মৃত্যুর পর শিশুদের প্রতি তাঁর ভালোবাসাকে সম্মান জানাতে সংসদে দিন বদলে শিশুদিবস নির্ধারিত হয় ১৪ নভেম্বর (14 November)। জওহরলাল নেহরুর জন্মদিনে। আজকের দিনে কী বলবেন (Children's Day Speech), কী শেখাবেন আগামী প্রজন্মকে? জেনে নিন---

 Children's Day 2019: স্বপ্ন দেখাচ্ছে ডুডল, "হব যখন বড়..."

শিশু দিবসের ভাষণ (Children's Day Speech)
 

আজ আমরা সবাই শিশু দিবস উদযাপনে জড়ো হয়েছি। চাচা নেহেরুর জন্মবার্ষিকী উপলক্ষে প্রতি বছর ১৪ নভেম্বর শিশু দিবস পালিত হয়। আজ একটি খুব বিশেষ দিন। শিশুরাই বাসা দেশের ভবিষ্যত। জওহরলাল নেহেরু সবসময় ছোটদের মধ্যমণি হয়ে থাকতে ভালোবাসতেন। তাই তিনি ছোটদের চাচা নেহরু। তিনি সবসময় বাচ্চাদের সাহসী হতে বলতেন। ১৯৬৪ সালে তাঁর মৃত্যুর পরে তাঁর জন্মদিন দেশে শিশু দিবস হিসাবে পালিত হয়ে আসছে। আগামী প্রজন্ম দেশের মূল্যবান সম্পদ। ভবিষ্যতের আশা। তাই তাদের যত্ন নেওয়া, প্রয়োজন মেটানো সবার আগে জরুরি। এখনও আমাদের দেশে শিশু শ্রমে শৈশব নষ্ট হচ্ছে অগুন্তি শিশুর। সংসারের অভাব ঢাকতে গিয়ে কিছু সুবিধাভোগীর হাতে নিজেদের জীবন, শৈশব বিক্রি করে দিতে বাধ্য হচ্ছে তারা। এথচ, সব শ্রেণির শিশুরই প্রাথমিক চাহিদা অন্ন-বস্ত্র-বাসস্থান এবং শিক্ষা অতি জরুরি। এবং সেই চাহিদা পূরণ করতে হবে দেশকেই। দেশের প্রতিটি শিশু যতক্ষণ না তার এই মৌলিক অধিকার পাচ্ছে ততক্ষণ পর্যন্ত শিশু দিবসের তাৎপর্য মূল্যহীন। যদিও শিশুদের কল্যাণ ও শিশুদের অধিকারের জন্য সরকার বেশি কিছু প্রকল্পের কথা ঘোষণা করেছে। তার পাশাপাশি আমাদের উচিত শিশুদিবসের তাৎপর্য এবং শিশুদের অধিকার সম্বন্ধে সবাইকে সজাগ করা।

Viral: ভোরে স্কুলে যেতে অনীহা, ছোট্ট মেয়ের দাবি, ‘‘মোদিজিকে একবার তো হারাতেই হবে''

দেখুন, শিশুদিবস এসেছে

বাচ্চাদের জন্য সুখ এনে দিয়েছে।

আসুন সবাই মিলে এটি উদযাপন করি,

শিশুদের অধিকার সম্পর্কে সবাইকে জানাই।

প্রত্যেককে এই বার্তা প্রেরণ করি,

দেশকে আরও সুখী করি।

এই দিনটি ১৪ নভেম্বর আসে,

যা চাচা নেহরুর জন্মদিনে।

যিনি সবাইকে শান্তির পথ দেখিয়েছিলেন,

বিশ্বকে শান্তির পাঠ শিখিয়েছিলেন।

এই দিনটি শিশু অধিকারে নিবেদিত,

যার জন্য আমাদের প্রতিদিন কাজ করতে হবে।

আসুন এই বার্তাটি জনগণের কাছে নিয়ে আসি,

শিশু অধিকারের প্রতি সজাগ হোন।

তখনই দেশ সমৃদ্ধ হবে

যখন শিশু তার অধিকার সম্বন্ধে জানতে পারবে ..

.