This Article is From Apr 03, 2019

আসছে বাসন্তী পূজা, জেনে নিন এই পার্বণের সময় তিথি ও গুরুত্ব

Chaitra Navratri 2019: চৈত্র নবরাত্রিতে নয় দিন টানা দুর্গার নয় রূপের পুজো করা হয় এবং নিজস্ব প্রথা অনুযায়ী অষ্টমী বা নবমীর দিন রাম নবমী পালন হয়।

আসছে বাসন্তী পূজা, জেনে নিন এই পার্বণের সময় তিথি ও গুরুত্ব

Chaitra Navratri 2019 Date: ৬ এপ্রিল শুরু হবে এই চৈত্র নবরাত্রি

Chaitra Navratri 2019 Date: আবার চলে এল এক পার্বণ। চৈত্র নবরাত্রি ২০১৯। ভারতীয় পঞ্চাঙ্গ অনুযায়ী চৈত্র মাসের শুক্ল প্রতিপদে নতুন বছরের সূচনা, এই দিনটিকে নববর্ষ উৎসব বলা হয়। মহারাষ্ট্র এবং কোঙ্কনে এটিকে গুড়ি পদওয়া পরব, সমবৎসর বলেও ডাকা হয়। দক্ষিণ ভারতে আবার এই উৎসব উগাড়ি নামে পরিচিত। এই বছরের ৬ এপ্রিল পালিত হবে এই উৎসব। এবং এই দিন থেকেই চৈত্র নবরাত্রির প্রথম নববর্ষ শুরু। চৈত্র নবরাত্রিতে নয় দিন টানা দুর্গার নয় রূপের পুজো করা হয় এবং নিজস্ব প্রথা অনুযায়ী অষ্টমী বা নবমীর দিন রাম নবমী পালন হতে থাকে। 

নির্বাচনের আগে ছেলেকে সেলফি তুলতে বলে কেন ‘হয়রান' করলেন স্মৃতি ইরানী?

২০১৯ সালের চৈত্র নবরাত্রি কখন?

সারা বছরে ৪ বার নবরাত্রি (Navaratri) হয়। শরত নবরাত্রি, চৈত্র নবরাত্রি, গুপ্ত নবরাত্রি এবং মাঘ নবরাত্রি। চৈত্র নবরাত্রি মার্চ এপ্রিল মাসে বা চৈত্র মাসেই পড়ে। চৈত্র নবরাত্রি ৬ এপ্রিল থেকে শুরু হচ্ছে। যার সমাপ্তি হবে ১৪ এপ্রিল। যদিও এই বার দুই দিন রাম নবমী পড়েছে। এই বিশেষ নবরাত্রি এই কারণেই রাম নবরাত্রি (Ram Navaratri) নামেও পরিচিত।

চৈত্র নবরাত্রি ২০১৯| তারিখ, তিথি ও শুভ মুহুর্ত

নবরাত্রি দিবস ১: ৬ এপ্রিল; শনিবার: ঘট প্রতিষ্ঠা এবং শৈলপুত্রি পুজো এবং ব্রহ্মচারিনী পুজো

নবরাত্রি দিবস ২: ৭ এপ্রিল, রবিবার: চন্দ্রঘণ্টা পুজো

নবরাত্রি দিবস ৩: ৮ এপ্রিল, সোমবার: কুষ্মাণ্ড পুজো

নবরাত্রি দিবস ৪: ৯ এপ্রিল, মঙ্গলবার: স্কন্দমাতা পুজো

নবরাত্রি দিবস ৫: ১০ এপ্রিল, বুধবার: পঞ্চমী তারিখ সরস্বতী আহ্বান

নবরাত্রি দিবস ৬: ১১ এপ্রিল, বৃহস্পতিবার: কাত্যায়নি পুজো

নবরাত্রি দিবস ৭: ১২ এপ্রিল, শনিবার: কালরাত্রি পুজো

নবরাত্রি দিবস ৮: ১৪ এপ্রিল, রবিবার: মহাগৌরি পুজো, দুর্গা অষ্টমী, মহানবমী

স্ত্রী'র অবৈধ সম্পর্ক নিয়ে অশান্তি, দুই কন্যাকে নিয়ে আত্মহত্যা শিক্ষকের

sc1d5hb4

চৈত্র নবরাত্রি ২০১৯ তারিখ:

এইবছরের চৈত্র নবরাত্রি ৬ এপ্রিল শুরু হবে। ভোর ৬ টা ৯ মিনিট থেকে শুরু হয়ে যা ১০ টা ১৯ মিনিট পর্যন্ত থাকবে ঘট স্থাপনের সময়।

.