This Article is From Jun 03, 2020

"ইন্ডিয়া নাম বদলে ভারত রাখা হোক!" ব্যবসায়ীর আবেদন খারিজ সুপ্রিম কোর্টে

২০১৬ সালেও এমন একটা পিটিশন খারিজ করেছিল সুপ্রিম কোর্ট

"আমরা কিছু করতে পারবো না। সংবিধানে ইন্ডিয়াকে ভারত বলা আছে," এদিন বলেছে সুপ্রিম কোর্ট

হাইলাইটস

  • দিল্লির এক ব্যবসায়ীর আবেদন খারিজ করেছে সুপ্রিম কোর্ট
  • "ইন্ডিয়া নাম বদলে ভারত রাখা হোক।" আবেদন করেছিলেন ওই ব্যবসায়ী
  • একই আবেদন ২০১৬ সালে খারিজ করেছিল সুপ্রিম কোর্ট
নয়া দিল্লি:

ইন্ডিয়া নাম মুছে সর্বত্র ভারত করে হোক। সুপ্রিম কোর্টে (Supreme Court) দায়ের সাম্প্রতিক এক আবেদনে এই দাবি করা হয়েছে। সেই আবেদনের প্রেক্ষিতে শীর্ষ আদালত মধ্যস্থতা করতে নারাজ। তবে, কেন্দ্রীয় সরকার এই মর্মে উদ্যোগ নিতে পারে। বুধবার শুনানিতে জানাল শীর্ষ আদালত। দিল্লির এক ব্যবসায়ী আবেদন করেছেন, "ইন্ডিয়া নাম সরিয়ে ভারত বা হিন্দুস্থান সর্বত্র করা হোক। ইন্ডিয়া নামের মধ্যে দাসপ্রথা প্রচারিত হয়।" সেই আবেদনের প্রেক্ষিতে এদিন প্রধান বিচারপতি (CJI) এসএ বোবদে বলেছেন; "আমরা এটা করতে পারব না। সংবিধানে ইন্ডিয়াকে, ভারত বলা আছে।"  আদালতের পর্যবেক্ষণ, "এই আবেদনের প্রেক্ষিতে কেন্দ্রে সংশ্লিষ্ট মন্ত্রকগুলো উদ্যোগী হতে পারে।" যদিও আবেদনকারীর যুক্তি; "ভারতের প্রাচীন ইতিহাস থেকে ইন্ডিয়া নাম নেওয়া হয়নি। গ্রিক শব্দ ইন্ডিকা থেকে নেওয়া ইন্ডিয়া।" সেই আবেদনকারীর আরও যুক্তি; "ভারত নাম সংযুক্ত হলে নাগরিকদের ঔপনিবেশিকতার বেড়াজাল থেকে বেরোতে সুবিধা হবে। বহু প্রাচীন যুগ থেকে ভারত মাতা কি জয় আমরা উচ্চারণ করে আসছি।"

Live Updates: প্রবল ঝড় নিসর্গের মুখে মহারাষ্ট্র, হাই এলার্ট জারি মুম্বইতে

আবেদনে আরও বলা হয়েছে, ইন্ডিয়া নামের বদলে ভারত যুক্ত হলে আগামি প্রজন্মের কাছে জাতীয়বাদের সংজ্ঞা আরও স্বচ্ছ হবে। পাশাপাশি দেশ স্বাধীন করতে তাঁদের পূর্বসূরিরা জীবন দিয়েছিল; এই বার্তাও পৌঁছে দেওয়া যাবে।" 

দুপুরের মধ্যেই মুম্বইয়ের কাছে আলিবাগে ১১০ কিমি বেগে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় নিসর্গ, ৬ ফুট উঁচু ঢেউ উঠতে পারে সমুদ্রে


২০১৬ সালেও এমন একটা পিটিশন খারিজ করেছিল সুপ্রিম কোর্ট।

.