This Article is From Jul 23, 2020

নয়া রাম মন্দিরের উচ্চতা হবে ১৬১ ফুট, আগের মন্দিরটির থেকে ২০ ফুট বেশি

Ram Temple: আগামী ৫ অগাস্ট নয়া রাম মন্দিরের নির্মাণ কাজের শুভ সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, উপস্থিত থাকবেন অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরাও

নয়া রাম মন্দিরের উচ্চতা হবে ১৬১ ফুট, আগের মন্দিরটির থেকে ২০ ফুট বেশি

Ayodhya Ram Temple: পুরো মন্দিরটি তৈরি হতে সাড়ে ৩ বছর সময় লাগবে বলে অনুমান

হাইলাইটস

  • করোনা পরিস্থিতির মধ্যেই শুরু হতে চলেছে রাম মন্দির নির্মাণের কাজ
  • আগামী ৫ অগাস্ট মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী মোদি
  • নরেন্দ্র মোদির শুভ সূচনার পরেই মন্দিরের কাজ জোর কদমে শুরু হবে
Ayodhya:

অযোধ্যার রাম মন্দির (Ayodhya Ram Temple) নির্মাণ নিয়ে স্থানীয়দের উৎসাহের শেষ নেই। আগামী ৫ অগাস্ট নয়া রাম মন্দিরের নির্মাণ (Ram Temple Construction) কাজের শুভ সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, উপস্থিত থাকবেন অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরাও। জানা গেছে, প্রধানমন্ত্রীর হাতে নির্মাণ (Ram Temple) কার্যের সূচনা হওয়ার পর থেকেই জোর কদমে চলবে মন্দির তৈরির কাজ। নতুন এই রাম মন্দিরটি উচ্চতা হবে ১৬১ ফুট, অর্থাৎ আগের রাম মন্দিরের থেকে আরও ২০ ফুট বেশি। দেখা গেছে যে, ১৯৮৮ সালে প্রস্তুত মূল নকশায় আগের রাম মন্দিরের উচ্চতা ১৪১ ফুট ছিল। "আগে রাম মন্দিরের নকশাটি ১৯৮৮ সালে তৈরি করা হয়েছিল। তারপর ৩০ বছরেরও বেশি সময় পেরিয়ে গেছে ... মানুষের মধ্যেও এই মন্দিরটি নিয়ে ব্যাপক উৎসাহের সৃষ্টি হয়েছে। তাই আমরা ভেবে দেখলাম যে এই মন্দিরের উচ্চতা আরও বাড়ানো উচিত", সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন রাম মন্দিরের প্রধান স্থপতি সি সোম্পুড়ার ছেলে নিখিল সোম্পুড়া, যিনি নিজেও এই মন্দিরের নির্মাণ কাজের সঙ্গে যুক্ত রয়েছেন। 

অসামরিক বিমান, প্রতিরক্ষা, মহাকাশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

নতুন এই রাম মন্দিরের নকশায় শুধু নতুন করে আরও দুটি মন্ডপ যুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন ওই স্থপতি। "আগের নকশার ভিত্তিতে খোদাই করা সমস্ত স্তম্ভ এবং পাথরগুলি এখানেও ব্যবহার করা হবে। তবে নতুন করে আরও দুটি 'মন্ডপ' যোগ করা হয়েছে", বলেন তিনি।

অগাস্টের প্রথমে রামমন্দির নির্মাণের সূচনায় অনুষ্ঠান! আমন্ত্রিত প্রধানমন্ত্রী

স্থপতি নিখিল সোম্পুড়া এও বলেছেন যে তাঁর অনুমান অনুযায়ী রাম মন্দির সম্পূর্ণ নির্মাণে প্রায় সাড়ে ৩ বছর সময় লাগবে। "একবার প্রধানমন্ত্রীর উপস্থিতিতে 'ভূমি পুজো' হয়ে গেলেই মন্দিরের নির্মাণকাজ শুরু করে দেওয়া হবে। যন্ত্রপাতি ও উপকরণ নিয়ে সমস্ত স্থপতি ও কর্মীরা মন্দিরের নির্মাণ স্থলে পৌঁছে গেছেন এবং ভিত্তি প্রস্তুর স্থাপন হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই এটির কাজ শুরু হবে। যা মনে হচ্ছে, কাজ শেষ হতে ৩ থেকে সাড়ে ৩ বছর মতো সময় লাগবে", এএনআইকে একথাও জানান তিনি।

রাম মন্দিরের ভূমিপুজোর এই অনুষ্ঠানটি তিন দিন ধরে বৈদিক রীতি-নীতি মেনে পালন করা হবে। ৫ অগাস্ট আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী মন্দিরের ভিত্তি প্রস্তর হিসাবে ৪০ কেজি রুপোর ইট স্থাপন করবেন বলে জানা গেছে। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, এই উপলক্ষে অনুষ্ঠান ৩ অগাস্ট থেকে শুরু হবে।

রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনে স্বাভাবিক সময় হলে হয়তো প্রচুর গণ্যমান্য ব্যক্তির উপস্থিতির সম্ভাবনা থাকতো। কিন্তু করোনা ভাইরাসের সংক্রমণের বাড়বাড়ন্তের কথা মাথায় রেখে এই ঐতিহাসিক অনুষ্ঠানে যোগ দেবেন খুব বেশি হলে ৫০ জন বিশিষ্ট ব্যক্তি। 

রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠান অযোধ্যাবাসীকে সরাসরি দেখানোর জন্যে বিশাল সিসিটিভি স্ক্রিন বসানো হয়েছে। সেখানেই ভক্তরা এই অনুষ্ঠানটি দেখতে পারবেন বলে জানিয়েছে মন্দিরের দায়িত্বে থাকা কমিটি শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র।

.