This Article is From Jul 20, 2020

অগাস্টের প্রথমে রামমন্দির নির্মাণের সূচনায় অনুষ্ঠান! আমন্ত্রিত প্রধানমন্ত্রী

ফৈজাবাদ জেলায় পছন্দসই পাঁচ একর জমি তুলে দিতে হবে মুসলিমদের হাতে। সেখানেই নির্মিত হব মসজিদ। এমনটা উল্লেখ ছিল রাজ্যে

অগাস্টের প্রথমে রামমন্দির নির্মাণের সূচনায় অনুষ্ঠান! আমন্ত্রিত প্রধানমন্ত্রী

শনিবার সাক্ষাৎ করেন রামমন্দির ট্রাস্টের সদস্যরা। (ফাইল)

লখনউ:

বর্নাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে অযোধ্যায় শুরু হবে রামমন্দির নির্মাণের কাজ (Ram Temple building at Ayodha)। আর এই অনুষ্ঠানে অংশ নিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Modi) আমন্ত্রণ পাঠালো রামমন্দির ট্রাস্ট। জানা গিয়েছে, অগাস্টের ৩ অথবা ৫ তারিখ অনুষ্ঠিত হবে এই সূচনা অনুষ্ঠান। সুপ্রিম কোর্টের তৈরি করে দেওয়া এই ট্রাস্ট (Temple Trust) শনিবার প্রথম সরকারি বৈঠক করলো। কিন্তু অনুষ্ঠান সূচি নিয়ে মতানৈক্যের জেরে চূড়ান্ত হয়নি দিনক্ষণ। আমরা গ্রহ ও নক্ষত্রের হিসেব কষে দুটি সম্ভাব্য তারিখ রেখেছি। ৩ অগাস্ট আর ৫ অগাস্ট। যেদিন প্রধানমন্ত্রী আসতে পারবেন, সেদিন অনুষ্ঠান হবে। এই ট্রাস্টের মুখপাত্র মহন্ত কমল নয়ণ এমনটাই জানিয়েছেন।

গত বছর নভেম্বরে এই মামলার দিয়েছে সুপ্রিম কোর্ট। বিতর্কিত জমি রাজ্য সরকারের হাতে তুলে দেওয়া হয় রামের মন্দির বানাতে।

পাশাপাশি ফৈজাবাদ জেলায় পছন্দসই পাঁচ একর জমি তুলে দিতে হবে মুসলিমদের হাতে। সেখানেই নির্মিত হবে মসজিদ। এমনটা উল্লেখ ছিল রাজ্যে।

(পিটিআই থেকে সংগৃহীত)

.