This Article is From Jan 10, 2020

প্রশিক্ষণে তির বিঁধে গুরুতর আহত নাবালিকা তিরন্দাজ

প্রশিক্ষণ চলার সময় আচমকাই তির বিধে গুরুতর জখম হল ১২ বছরের Shivangini Gohain।

প্রশিক্ষণে তির বিঁধে গুরুতর আহত নাবালিকা তিরন্দাজ

শিবাঙ্গিনীর চিকিৎসা চলছে সফদরজঙ্গ হাসপাতালে

New Delhi:

প্রশিক্ষণ চলার সময় আচমকাই তির বিধে গুরুতর জখম হল ১২ বছরের Shivangini Gohain। Assam-এর ডিব্রুগড় জেলার বাসিন্দা এই নাবালিকা তিরন্দাজ রোজের মতোই প্রশিক্ষণ নিচ্ছিল তিরন্দাজিতে। হঠাৎ কাঁধে তির বিঁধতেই গুরুতর আহত অবস্থায় বিশেষ বিমানে করে তাকে উড়িয়ে নিয়ে আসা হয় দিল্লিতে। ভর্তি করা হয় Safdarjung hospital-এ। 

India vs Sri Lanka 3rd T20I Preview: সিরিজ পকেটে পুরতে মরিয়া বিরাট বাহিনী

খবর, সফদরজং হাসপাতালের স্পোর্টস চিকিৎসক তার চিকিৎসা করছেন। স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (সাই) তার চিকিৎসার সমস্ত ব্যয় বহন করছে। শুক্রবার গুয়াহাটিতে শুরু হতে যাওয়া খেলো ইন্ডিয়া গেমসে অংশ নেওয়ার কথা ছিল শিবাঙ্গিনীর। কিন্তু আচমকা দুর্ঘটনা ঘটায় তিরন্দাজিতে অংশ নিতে পারবে না সে। এবিষয়ে ক্রীড়া সম্পাদক আর এস জুলানিয়া এক বিবৃতিতে জানিয়েছেন, দিল্লিতে আসা, থাকা, চিকিৎসার সমস্ত ব্যয়ভার বহন করবে সাই। এবং সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত আপাতত সফদরজঙ্গ হাসপাতালেই থাকবে শিবাঙ্গিনী। সাই-য়ের পক্ষ থেকে শিবাঙ্গিনীর চিকিৎসা সংক্রান্ত বিষয়ে কড়া নজর রাখা হচ্ছে। যাতে শিবাঙ্গিনী তাড়াতাড়ি সুস্থ হয়ে উছতে পারে।

.