This Article is From Jan 12, 2019

লখনউতে আজ দুপুরে যুগ্মভাবে সাংবাদিক সম্মেলন করতে চলেছেন অখিলেশ ও মায়াবতী

লোকসভা নির্বাচনের আগে নিজেদের মহাজোটের কথা আজ দুপুরে লখনউয়ের এক পাঁচতারা হোটেলে যুগ্মভাবে একটি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ঘোষণা করবেন সমাজবাদী পার্টির অখিলেশ যাদব ও বহুজন সমাজ পার্টির মায়াবতী।

লখনউতে মায়াবতী-অখিলেশের যুগ্ম সাংবাদিক সম্মেলন হবে আজ।

লখনউ:

দীর্ঘদিনের দ্বৈরথ ও দ্বন্দ্ব 'বন্ধুত্বে' পরিণত হওয়ার খবর এসেছিল আগেই। আজ হবে তার সরকারি ঘোষণা। লোকসভা নির্বাচনের আগে নিজেদের মহাজোটের কথা আজ দুপুরে লখনউয়ের এক পাঁচতারা হোটেলে যুগ্মভাবে একটি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ঘোষণা করবেন সমাজবাদী পার্টির অখিলেশ যাদব ও বহুজন সমাজ পার্টির মায়াবতী। যদিও, এই মহাজোট রাহুল গান্ধীর কংগ্রেসের সঙ্গে হাত মেলাবে কি না, সেই প্রশ্নের উত্তরের জায়গাটি খালি রেখে অখিলেশ কেবল জানান, "আমরা উত্তরপ্রদেশে কংগ্রেসকে বড়জোর দুটো আসন দিতে পারি লড়াই করার জন্য। যে দুটো আসন ওদের সবসময়ই ছিল"। 

অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার: মমতা বললেন এবার হোক ডিসাস্টার পি এম

তিনি আরও বলেন, "এই মুহূর্তে আমি কংগ্রেসকে নিয়ে একটি শব্দও খরচ করতে চাই না। আমাদের প্রথম লক্ষ্য সমাজবাদী পার্টি ও বহুজন সমাজ পার্টির মধ্যে জোটটা পোক্ত করা", বলেন অখিলেশ। 

বনধে স্কুলবাসে পাথর ছোড়ার অভিযোগ, বামফ্রন্টকে একহাত নিলেন মমতা

যদিও, এই ব্যাপারে নিজেদের অবস্থান আগেই স্পষ্ট করে দিয়েছিল কংগ্রেস। তারা যে উত্তরপ্রদেশে একা লড়াই করতে প্রস্তুত সেটি আগেভাগেই পরিষ্কার করে দেওয়া হয়েছিল শতাব্দীপ্রাচীন দলটির পক্ষ থেকে। এই প্রসঙ্গে কংগ্রেসের মুখপাত্র অভিষেক সিঙ্ঘভি বলেন, "আমরা কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে পারি, কিন্তু, এই কথাটি খুব স্পষ্টভাবে মনে হয় যে, কোনও দল যদি আমাদের অগ্রাহ্য করতে চায়, তাহলে সেটা অত্যন্ত বড় গাফিলতি হবে তাদের পক্ষে। আমি আশা করব ভবিষ্যতে আমরা একটি সুন্দর ও সুষ্টু সমাধানের দিকে এগিয়ে যেতে পারব"।

 

 

.