This Article is From Feb 01, 2019

জবলপুর থেকে আজমেঢ় যাওয়ার পথে জয়পুরের সামনে লাইনচ্যুত হল ট্রেন

জয়পুরের থেকে ১৫ কিলোমিটার দক্ষিণের সাঙ্গানের স্টেশনের কাছে ওই ট্রেন দয়োদয়া এক্সপ্রেসের ইঞ্জিন ও তার ঠিক পেছনের কামরাটি ভয়ঙ্কর শব্দ করে লাইনচ্যুত হয় দুপুর ১’টা নাগাদ।

জবলপুর থেকে আজমেঢ় যাওয়ার পথে জয়পুরের সামনে লাইনচ্যুত হল ট্রেন

জবলপুর থেকে আজমেঢ়ের মধ্যে চলে এই ট্রেন।

জয়পুর:

মধ্যপ্রদেশের জবলপুর থেকে রাজস্থানের আজমেঢ়ে যাচ্ছিল ট্রেনটি। শুক্রবার জয়পুরের কাছে এসে তা লাইনচ্যুত হয়ে পড়ে। জয়পুরের থেকে ১৫ কিলোমিটার দক্ষিণের সাঙ্গানের স্টেশনের কাছে ওই ট্রেন দয়োদয়া এক্সপ্রেসের ইঞ্জিন ও তার ঠিক পেছনের কামরাটি ভয়ঙ্কর শব্দ করে লাইনচ্যুত হয় দুপুর ১'টা নাগাদ। জানা উত্তর-পশ্চিম রেলের মুখপাত্র। সুপারফাস্ট ট্রেনটির চালক গুরুতর আহত হলেও অন্যান্য যাত্রীদের তেমন কিছু হয়নি বলে জানিয়েছে পুলিশ। সাঙ্গানের থানার ভারপ্রাপ্ত অফিসার লক্ষ্মণ খাটানা বলেন, আজমেড় থেকে জয়পুরের উদ্দেশে যাওয়ার সময় মাঝপথে এই দুর্ভাগ্যজনক ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে তড়িঘড়ি পৌঁছে যায় উদ্ধারকারী দল। তবে, এই লাইনচ্যুত হওয়ার ঘটনাটি কেন ঘটল, তা তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছে রেল।

এই বাজেট প্রহসন, বিজেপি নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছে, বললেন মমতা

আজমেঢ় থেকে জবলপুরের মধ্যে চলা দয়োদয়া এক্সপ্রেস উত্তর ভারতের অন্যতম ব্যস্ত সুপারফাস্ট এক্সপ্রেস।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)

.