This Article is From Jan 21, 2019

ছ’বছরের ছেলেকে ক্ষতবিক্ষত করে ঘিরে ধরল বন্য কুকুর, তারপরে

মিখায়েল স্কিপান্সকি নামে শিশুটি অবশ্য চিকিৎসার পরে এখন সুস্থ আছে।

ছ’বছরের ছেলেকে ক্ষতবিক্ষত করে ঘিরে ধরল বন্য কুকুর, তারপরে

কর্তৃপক্ষ আগেও পর্যটকদের সতর্ক করেছেন যে ডিঙ্গোরা বন্যপ্রাণী, শিশুদের তাদের থেকে দূরত্বে রাখুন

হাইলাইটস

  • ২০০১ সালে একবার ডিঙ্গোদের কামড়ে ন’বছরের একটি ছেলের মৃত্যু হয়েছিল
  • ছ’বছরের একটি ছেলেকে খুবলে আহত করে দিল বন্য কুকুরের দল
  • মিখায়েল স্কিপান্সকি নামে শিশুটি অবশ্য চিকিৎসার পরে এখন সুস্থ আছে
সিডনি:

ছ'বছরের একটি ছেলেকে আক্রমণ করে খুবলে আহত করে দিল বন্য কুকুরের দল। অস্ট্রেলিয়ার পূর্ব প্রান্তে একটি জনপ্রিয় ট্যুরিস্ট আইল্যান্ডে ডিঙ্গো প্রজাতির কুকুর এই ঘটনা ঘটায় বলে জানিয়েছেন শিশুটির বাবা।

হেরিটেজ এলাকায় তালিকায় থাকা ফ্রেশার আইল্যান্ড ও কুইন্সল্যান্ড স্টেট কোস্টে বাবা মায়ের সঙ্গে বেরাতে গিয়েছিল শিশুটি।

পড়ুয়াদের অনশন তুলে নিতে বললেন প্রেসিডেন্সির উপাচার্য

আরএসিকিউ লাইফ ফ্লাইট রেসকিউয়ের মুখপত্র ড্যান লেগেট বলেন, ‘‘ওরা সপরিবারে সাঁতার কাটা শেষ করার পরে শিশুটি বালিতে দৌড়াদৌড়ি করছিল। বেশ খানিকটা উঁচুতে সে পৌঁছে যেতেই একপাল বন্য কুকুর তাকে আক্রমণ করে। একটি ডিঙ্গো শিশুটির পা কামড়ে ধরে।''

মিখায়েল স্কিপান্সকি নামে শিশুটি অবশ্য চিকিৎসার পরে এখন সুস্থ আছে।

তার বাবা মার্ক সিপান্সকি সোমবার বলেন, ‘‘কুকুরগুলি রক্তখেকো। ওরা ছেলেকে মেরে ফেলতে চেয়েছিল। আমি ওর যন্ত্রণায় চিৎকার শুনতে পাই। গিয়ে দেখি একপাল ডিঙ্গো ওকে আক্রমণ করেছে। সে দৃশ্য এত ভয়ানক ভাবলেই শিউরে উঠছি।''

বিজেপি এবং পিডিপির শাসন কালের মতো দুঃসময় আর দেখেনি কাশ্মীরঃ ফারুক

‘‘ছেলের পায়ে কুকুরের কামড়ের গভীর ক্ষত সৃষ্টি হয়েছে। একটি ডিঙ্গো ওকে কামড়ে টেনে বালি এলাকার থেকে দূরে নিয়ে যেতে চাইছিল।''— বলেন মার্ক।

মার্ক কোনও রকমে টেনেহিঁচড়ে ছেলেকে উদ্ধার করেন।

ফ্রেশার আইল্যান্ড পর্যটকদের কাছে ডিঙ্গো ও সৈকতের জন্য বিখ্যাত। কর্তৃপক্ষ আগেও পর্যটকদের সতর্ক করেছেন যে ডিঙ্গোরা বন্যপ্রাণী। শিশুদের তাদের থেকে দূরত্বে রাখুন।

২০০১ সালে একবার ডিঙ্গোদের কামড়ে ন'বছরের একটি ছেলের মৃত্যু হয়েছিল।

আরও খবর দেখুন এখানে

.