This Article is From Jun 22, 2018

কীভাবে কাশ্মীরে তাঁদের পাথর ছুঁড়তে বাধ্য করা হত, তা ব্যক্ত করেছেন উত্তরপ্রদেশের 6 ব্যক্তি

একটা সময় পর সেই শ্রমিকদের পাথর ছোঁড়ায় অংশ নিতে বলা হয়

কীভাবে কাশ্মীরে তাঁদের পাথর ছুঁড়তে বাধ্য করা হত, তা ব্যক্ত করেছেন উত্তরপ্রদেশের 6 ব্যক্তি

এক ব্যক্তি পুলওয়ামাতে গেছিল দর্জির কাজ করতে (ফাইল চিত্র)

Lucknow: উত্তরপ্রদেশের বাসিন্দা কয়েকজন ব্যক্তি, জম্মু ও কাশ্মীরের পুলওয়ামাতে কর্মসূত্রে গিয়েছিলেন যাঁরা, জানালেন কীভাবে তাঁদের সেনাবাহিনীর দিকে পাথর ছুঁড়তে বাধ্য করা হয়েছিল।

ডিরেক্টর জেনারেল অব পুলিশ ও পি সিংহ বৃহস্পতিবার বলেন, বাঘপত ও সাহারানপুর জেলার ছ'জন ব্যক্তি, যাঁরা জম্মু ও কাশ্মীরের পুলওয়ামাতে কাজ করতে গিয়েছিলেন, তাঁরা আজ অভিযোগ করেন, পাথর ছোঁড়ার ঘটনায় তাঁদেরও অংশ নিতে বলা হয়েছিল।

ওই ঘটনাতে অত্যন্ত বিরক্ত ও ব্যথিত হয়ে তাঁরা ঘরে ফিরে আসেন বলে জানান পুলিশের ওই কর্তা।

ওই ছ'জন ব্যক্তি দর্জির কাজ করার জন্য গিয়েছিলেন পুলওয়ামাতে। মাসিক 20,000 টাকা বেতনের বিনিময়ে। 

"আমরা অত্যন্ত সতর্কভাবে এই ইস্যুটি নিয়ে এগোব", বলেন ডিজিপি। রাজ্যের জঙ্গি-দমন শাখা এই ঘটনার তদন্ত করবে বলেও জানান তিনি। 

বাঘপতের সুপারিন্টেনডেন্ট অব পুলিশ জয় প্রকাশও এরকম একটি ঘটনার কথা উল্লেখ করেন।

তিনি বলেন, নাসিম নামের এক ব্যক্তি জানিয়েছে, তাকে ও তার কয়েকজন সঙ্গীকে পুলওয়ামার একটি কারখানাতে আটকে রাখা হয়েছিল।

একটা সময় পর সেই শ্রমিকদের পাথর ছোঁড়ায় অংশ নিতে বলা হয়।

তাকে পাথর ছুঁড়তে বলা হলেও সে কাজটি করতে অস্বীকার করে এবং ওখান থেকে পালিয়ে আসে, বলেন জয় প্রকাশ।



(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)
.