This Article is From Jan 28, 2019

অন্ধ্রপ্রদেশের গুণ্টুরে কালভার্টে পড়ে গেল স্কুল বাস, তিন জনের অবস্থা আশঙ্কাজনক

বাসটিতে স্থানীয় একটি স্কুলের পড়ুয়ারা ছিল। ঘটনাস্থলের ছবি থেকে দেখা যাচ্ছে পড়ুয়াদের ব্যাগ এবং টিফিনবক্স এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দাদেরও ঘটনাস্থলে পৌঁছতে দেখা  গিয়েছে।

অন্ধ্রপ্রদেশের গুণ্টুরে কালভার্টে পড়ে গেল স্কুল বাস, তিন জনের অবস্থা আশঙ্কাজনক

জানা গিয়েছে আহতদের  মধ্যে কয়েকজনের শারীরিক অবস্থা সঙ্কটজনক। 

হাইলাইটস

  • স্কুল বাসে থাকা 50 পড়ুয়ার অনেকেই আহত হয়েছে বলে খবর
  • দুর্ঘটনার সময় চালক মদ খেয়ে বাস চালাচ্ছিল বলে পুলিশের অনুমান
  • বাসটিতে স্থানীয় একটি স্কুলের পড়ুয়ারা ছিল
গুণ্টুর, অন্ধ্রপ্রদেশ:

অন্ধ্রপ্রদেশের গুণ্টুরে কালভার্টে পড়ে গেল স্কুল বাস। ভেতরে থাকা 50 পড়ুয়ার অনেকেই আহত হয়েছে বলে খবর। জানা গিয়েছে আহতদের  মধ্যে কয়েকজনের শারীরিক অবস্থা সঙ্কটজনক।  দুর্ঘটনার সময় চালক মদ খেয়ে বাস চালাচ্ছিল বলে পুলিশের অনুমান।

বাসটিতে স্থানীয় একটি স্কুলের পড়ুয়ারা ছিল। ঘটনাস্থলের ছবি থেকে দেখা যাচ্ছে পড়ুয়াদের ব্যাগ এবং টিফিনবক্স এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দাদেরও ঘটনাস্থলে পৌঁছতে দেখা  গিয়েছে।

কয়েক  মাসের মধ্যেই সেই স্মৃতি   ফিরে এলো।  দুর্ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়। পাশাপাশি সে সময় গাড়ির গতি  বেশি ছিল কিনা তাও খতিয়ে  দেখা। যাত্রীদের সঙ্গে কথা বলা হচ্ছে।  পুলিশ জানিয়েছে বাসটি আরামবাগ থেকে কলকাতার দিকে  যাচ্ছিল। বাসটি খালে পড়ে যাওয়ায় দরজা বন্ধ  হয়ে যায়। আর তাই জানলার  কাচ ভেঙে উদ্ধার  করা হয়েছে যাত্রীদের।                                                                                           

           

      

              

   

.