This Article is From Jun 01, 2018

কলকাতার হাসপাতাল যুবকের মাথা থেকে 3.5 ইঞ্চি রড বের করতে সক্ষম হল

রোগীর ব্রেনের অনেকটা অংশ রড ঢুকে থাকার কারনে সিটি স্ক্যান করা সম্ভব হচ্ছিল না

কলকাতার হাসপাতাল যুবকের মাথা থেকে 3.5 ইঞ্চি রড বের করতে সক্ষম হল

এনডোস্কোপের মাধ্যমে রডটি অপসারিত করা হয়

কলকাতা: এক যুবকের মাথা থেকে 3.5 ইঞ্চি রড বের করতে সক্ষম হল অ্যাপোলো  হাসপাতাল। বছর 24 এর যুবক এম তারাকিউ। মঙ্গলবার হাসপাতাল থেকে তাকে ছেড়ে  দেওয়া হয়। অ্যাপোলোর নিউরো সার্জেন্ট বিনোদ কুমার সিংঘানিয়া জানায়, গত 28শে এপ্রিল পথ  দূর্ঘটনায় 3.5 ইঞ্চি রড তার মাথায় ঢুকে যায়। বাঁচার আশঙ্কা ছিল খুব কম। রোগীর ব্রেনের অনেকটা অংশ রড ঢুকে থাকার কারনে সিটি স্ক্যান করা সম্ভব হচ্ছিল না, এবং রক্তপাতও কোনও ভাবে বন্ধ হচ্ছিল না ।যথারীতি অপারেশন শুরু করেন ডাক্তাররা, পূর্বকোনও অভিজ্ঞতা ছাড়াই। 
এনডোস্কোপের মাধ্যমে রডটি অপসারিত করা হয় এবং উৎকৃষ্টমানের হেমোট্যাসিস এর দ্বারা রক্তপাত বন্ধ করা সম্ভব হয়। 
ডাক্তারদের কাছে অনেকটাই চ্যালেঞ্জিং হয় দাড়ায়।কারন প্রথমত মাথায় রড ঢুকে ছিল রক্তপাত বন্ধ হচ্ছিল না। এবং তার উপরে ব্রেনের ভিতরে ঢুকে থাকা রড ব্রেনের সেলগুলিও অধিক পরিমাণে নষ্ট করে দিলে রোগীর মৃত্যুও পর্যন্ত হওয়ার সম্ভাবনা ছিল। সেখানে অপারেশন সফল হয়। তারাকিউ এখন সুস্থ আছেন।

.