This Article is From Jan 31, 2020

Uttar Pradesh-এ পণবন্দি ২৩ জন শিশুকে উদ্ধার করল পুলিশ, সংঘর্ষে নিহত অভিযুক্ত

Uttar Pradesh-এ পুলিশ প্রায় দশ ঘণ্টা চেষ্টার পর ফররুখাবাদ  জেলায় ২৩ পণবন্দি শিশুকে উদ্ধার করেছে।  সুভাষ বাথাম নামে প্যারোলে মুক্ত এক খুনের আসামি যুক্ত ছিল এই কাজে

Uttar Pradesh-এ পণবন্দি ২৩ জন শিশুকে উদ্ধার করল পুলিশ, সংঘর্ষে নিহত অভিযুক্ত

পুলিশকে লক্ষ্য করে ওই অভিযুক্ত গুলি ছোঁড়ে এবং পিসিআর ভ্যান লক্ষ্য করে বোমাবাজিও করেছে

হাইলাইটস

  • নিজের বাড়িতে স্ত্রী, সন্তান-সহ ২৩ জনকে পনবন্দি করল খুনের মামলার অভিযুক্ত
  • সম্প্রতি জামিনে মুক্ত হয়ে বাড়ি ফিরেছে অভিযুক্ত সুভাষ বাথাম
  • দীর্ঘ চেষ্টার পর পণবন্দিদের মুক্ত করতে সক্ষম হয়েছে পুলিশ
লখনউ:

উত্তরপ্রদেশ পুলিশ প্রায় দশ ঘণ্টা চেষ্টার পর ফররুখাবাদ  জেলায় ২৩ পণবন্দি শিশুকে উদ্ধার করেছে।  সুভাষ বাথাম নামে প্যারোলে মুক্ত এক খুনের আসামি যুক্ত ছিল এই কাজে। তাকে মারার পরেই এই বন্দি শিশুদের উদ্ধার করতে পেরেছে পুলিশ । পুলিশ অভিযুক্ত সুভাষ বাথামকে  শনাক্ত করেছে বলে জানা যায়। পুরো ঘটনাটি ঘটেছে ফররুখাবাদ জেলার মোহাম্মদবাদ থানা এলাকার একটি গ্রামের। বৃহস্পতিবার সুভাষ তার সন্তানের জন্মদিনের অজুহাতে আশেপাশের বাচ্চাদের বাড়িতে ডেকে নিয়ে যায় এবং তারপরে নিজের স্ত্রী এবং শিশুসহ আপ্যায়িত সমস্ত বাচ্চাদের বেসমেন্টে তালাবন্ধ করে দেয়। প্রসঙ্গত, এই আসামি হত্যার দায়ে দোষী এবং সম্প্রতি প্যারোলে ছাড়া পেয়েছিল। এই ঘটনায় চাঞ্চল্য ফারুকাবাদ জেলার ওই গ্রামে। জানা গিয়েছে, মেয়ের জন্মদিন পালন করবে, এই অছিলায় গ্রামের আরও ২০ জন শিশুকে আমন্ত্রণ করে ওই ব্যক্তি। তারা আমন্ত্রণ রক্ষা করতে এলে স্ত্রী-সহ ওই ২০ জনকে মাথায় বন্দুক ঠেকিয়ে পণবন্দি করে। অনেকক্ষণ হয়ে গেলেও বাচ্চারা ঘরে ফিরছে না দেখে, পড়শিরা সুভাষের বাড়িতে গিয়ে খোঁজ খবর শুরু করেন। তখনি ভিতর থেকে গুলির আওয়াজ শোনেন তাঁরা। এরপর খবর যায় পুলিশে।

উত্তরপ্রদেশে নববধূকে অপহরণ করে পাঁচদিন ধরে ধর্ষণ

পুলিশ সূত্রে খবর, ঘটনা কি হয়েছে জানতে তারা পিসিআর ভ্যান পাঠালে, সেই ভ্যান লক্ষ্য করে ছাদ থেকে গুলি চালায় ওই অভিযুক্ত। ছোঁড়া হয়েছে বোমাও। এরপরেই সন্ত্রাস দমন শাখার কম্যান্ডো ও আই জি কানপুরের নেতৃত্বে বিশাল বাহিনী মোতায়েন করা হয় ঘটনাস্থলে।

যোগী আদিত্যনাথ রাস্তা পেরোবেন, রাস্তা পরিষ্কার রাখতে গরু ধরার নির্দেশ ইঞ্জিনিয়ারদের

উত্তরপ্রদেশের ডিজি ওপি সিং বলেন, "অতি সাবধানে এই ঘটনা সামলাচ্ছে পুলিশ বাহিনী। পণবন্দিদের যাতে নিরাপদে মুক্ত করা যায়, সেই লক্ষে বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত পুলিশ কর্মীদের কাজে লাগিয়েছি। অপ্রীতিকর পরিস্থিতি রুখতে স্ট্যান্ডবাই রাখা হয়েছে কম্যান্ডোকে। ওই মহিলা-সহ শিশুদের নিরাপদ রাখতে যতটা করা যায়, পুলিশ বাহিনী সেই চেষ্টা করছে। স্থানীয় বিধায়ক নগেন্দ্র সিংও ঘটনাস্থলে আছেন।" তাঁকে উদ্ধৃত করে এমনটা জানিয়েছে সংবাদসংস্থা আইএএনএস। সুভাষ বৈঠাম মানসিক অবসাদগ্রস্থ এবং সে নিরপরাধ এমন দাবিও আদালতে করেছে। পরিস্থিতি পর্যালোচনায় উচ্চপর্যায়ের বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। 

.