This Article is From Jan 15, 2020

"মহাভারতের অর্জুনের তিরের ডগায় পারমাণবিক শক্তি ছিল....": জগদীপ ধনখড় উবাচ!

"মহাভারতে অর্জুনের তীরগুলো ছিল পারমাণবিক,” কলকাতায় এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বলেন জগদীপ ধনখড়।

Jagdeep Dhankhar জানান, অর্জুনের তীরগুলিতে পারমাণবিক শক্তি ছিল

নয়াদিল্লি:

রামায়ণের (Ramayana) আমল থেকেই আমাদের ‘উড়ন্ত বস্তু' flying objects ছিল। শুধু তাই নয় মহাভারতের (Mahabharata) অর্জুনের তিরগুলিতে পারমাণবিক শক্তিও ছিল! নাহ, গল্প কথা নয় মঙ্গলবার এমনটাই দাবি করেছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড় (West Bengal Governor Jagdeep Dhankhar)।

প্রয়োজনে রাজ্যপালকে ছাড়াই বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন: পার্থ চট্টোপাধ্যায়

“বিংশ শতাব্দীতে নয়, এসব রামায়ণের আমলেই ছিল, আমাদের সেই সময় থেকেই উড়ন্ত বস্তু (উড়ন খাটোলা) ছিল। সঞ্জয়ও মহাভারতের পুরো যুদ্ধ ধৃতরাষ্ট্রকে বর্ণনা করেছিলেন, কিন্তু টিভি থেকে নয়। মহাভারতে অর্জুনের তিরগুলো ছিল পারমাণবিক,” কলকাতায় এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বলেন জগদীপ ধনখড়।

মহাভারতে লিখিত আছে যে কুরুক্ষেত্রের ময়দানে যখন যুদ্ধ চলছিল তখন সঞ্জয় যুদ্ধক্ষেত্র থেকে বহু দূরে থাকার পরেও ময়দানে যা ঘটছিল তা হুবহু ধৃতরাষ্ট্রকে বর্ণনা করেছিলেন। রাজা ধৃতরাষ্ট্র অন্ধ ছিলেন। সঞ্জয়ের মুখে যুদ্ধের বর্ণনা শুনেই তিনি সম্পূর্ণ বিষয়টি জানতে পারতেন।

.