This Article is From Feb 21, 2020

ভারত সফরে "দুর্দান্ত" বাণিজ্য চুক্তি হতে পারে, বললেন ডোনাল্ড ট্রাম্প

India-US Trade: ট্রাম্পের ভারত সফরের আগে, ভারত-মার্কিন বড়সড় বাণিজ্য চুক্তির প্রারম্ভিক সূচনা হিসাবে একটি বাণিজ্যিক আদানপ্রদানের বিষয়ে আলোচনা হয়েছে

ভারত সফরে

আগামী ২৪ ফেব্রুয়ারি দু'দিনের ভারত সফরে আসছেন Donald Trump

হাইলাইটস

  • ভারত এবং মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে ফের আশার আলো দেখালেন ট্রাম্প
  • দু'দেশের মধ্যে একটি দুর্দান্ত চুক্তি হতে পারে, ইঙ্গিত দেন ডোনাল্ড ট্রাম্প
  • আগামী ২৪ ও ২৫ ফেব্রুয়ারি দু'দিনের সফরে ভারতে আসছেন মার্কিন প্রেসিডেন্ট
ওয়াশিংটন:

ভারত-মার্কিন বাণিজ্য (India-US Trade) চুক্তি নিয়ে ফের আশার আলো দেখালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন যে দুই দেশের মধ্যে একটি "দুর্দান্ত" বাণিজ্য চুক্তি হতে পারে। "আমরা ভারতে যাচ্ছি, সেখানে একটি দুর্দান্ত চুক্তি করতে পারি আমরা", লাস ভেগাসের হোপ ফর প্রিজনারস গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে এমনটাই বলেন মার্কিন সর্বেসর্বা (Donald Trump)। আগামী ২৪ ও ২৫ ফেব্রুয়ারি ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে নিয়ে ভারত সফরে আসছেন (Donald Trump's India Visit)ডোনাল্ড ট্রাম্প, এ দেশে এসে গুজরাটের আমেদাবাদ এবং নয়া দিল্লিতে যাবেন তিনি। ট্রাম্পের ভারত সফরের আগে, ভারত-মার্কিন বড়সড় বাণিজ্য চুক্তির প্রারম্ভিক সূচনা হিসাবে একটি বাণিজ্য প্যাকেজের বিষয়ে একমত হওয়ার বিষয়ে আলোচনা হয়েছে।

আমেরিকার সঙ্গে ২৪টি নৌসেনা হেলিকপ্টারের চুক্তি হতে চলেছে ডোনাল্ড ট্রাম্পের সফরে

দুই দেশের মধ্যে এই বাণিজ্য চুক্তি প্রসঙ্গে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে তিনি যদি একটা ভাল চুক্তি না করতে পারেন তবে ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে যাবতীয় উৎসাহ কমে যেতে পারে। তাই এই চুক্তি নিয়ে ভাবতেই হবে।

"তবে সম্ভবত আমরা ধীরে চলার নীতি নিয়েই আপাতত পদক্ষেপ করবো। নির্বাচনের পরে আমরা এই চুক্তিটি করবো। আমি মনে করি সেই সময়েই এই চুক্তি করা ভাল। তবে এই ভারত সফরেও কিছু হতে পারে। তাই, আমরা কী করব তা ভেবে দেখছি", বলেন তিনি।

"আমরা ভারতের থেকে খুব একটা ভাল কিছু পাইনি": বাণিজ্য চুক্তি নিয়ে সন্দিহান ডোনাল্ড ট্রাম্প

ট্রাম্প বলেন, "তবে আমরা কেবল তখনই চুক্তি করবো যখন আমরা দেখবো যে এটা ভাল চুক্তি হতে চলেছে। আমেরিকা বেশ কিছু সুবিধা পাচ্ছে। কারণ আমরা প্রথমে আমেরিকার কথাই ভাববো। মানুষ এটা পছন্দ করুক বা না করুক আমরা আমেরিকার স্বার্থই সবার আগে রাখবো"।

এর আগে ভারত সফর প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট বলেন, "আমাদের সঙ্গে ভারতের একটা বাণিজ্য চুক্তি হতে পারে। কিন্তু আমি এই চুক্তিকে পরের জন্য বাঁচিয়ে রাখছি। এটা খুবই বড় একটা চুক্তি হতে চলেছে। কিন্তু এই চুক্তি এখনই হবে না। আমি জানি না, আমেরিকার নির্বাচনের আগে এই চুক্তি হবে কিনা। কিন্তু এটা ভারতের সঙ্গে খুবই বড় চুক্তি হতে চলেছে"।

বর্তমানে দ্বিপাক্ষিক ক্ষেত্রে পণ্য ও পরিষেবাদিতে ভারত-মার্কিন বাণিজ্য আমেরিকার বিশ্ব বাণিজ্যের প্রায় তিন শতাংশ। একটি সাম্প্রতিক প্রতিবেদনে, কংগ্রেসনাল রিসার্চ সার্ভিস বা সিআরএস বলেছে, "ট্রাম্প প্রশাসন ভারতের সঙ্গে মার্কিন বাণিজ্য ঘাটতির বিষয়টি নিয়ে পর্যালোচনা করেছে এবং একাধিক 'অন্যায্য' বাণিজ্য ব্যবসায়ের জন্য ভারতের সমালোচনা করেছে"।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.