This Article is From Mar 19, 2020

করোনা সংক্রমণে প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে ভাষণ! কটাক্ষ তৃণমূল কংগ্রেসের

মহামারীর জেরে দেশীয় অর্থনীতি যাতে প্রভাবিত না হয় তার জন্য টাস্ক ফোর্স গঠন করেছে কেন্দ্র। অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ সেই টাস্ক ফোর্সের নেতৃত্বে থাকবেন

করোনা সংক্রমণে প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে ভাষণ! কটাক্ষ তৃণমূল কংগ্রেসের

বৃহস্পতিবার দলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন একাধিক টুইট করেন।

নয়াদিল্লি:

মেঘ যতটা গর্জাল, ততটা বর্ষাল না। করোনা সংক্রমণ প্রতিরোধে প্রধানমন্ত্রীর (PM Narendra Modi) জাতির উদ্দেশে ভাষণকে এভাবেই সমালোচনায় বিঁধল তৃণমূল কংগ্রেস (TMC)। বৃহস্পতিবার দলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন (Derek o Brien) একাধিক টুইট করেন। সেই টুইটে (Twitted) তিনি অভিযোগ করেন, "ঢক্কানিনাদ বেশি, সমাধান নেই বললেই চলে।" তাঁর প্রশ্ন, "এখন তো সংসদ চলছে। সেটাও তো গণতন্ত্রের মন্দির। সেখানে ভাষণ না দিয়ে পৃথক ভাবে জাতির উদ্দেশে ভাষণের কারণ কী? উনি আবার বললেন, শুক্রবার সব মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলব! আজ মুখ্যমন্ত্রীরা টিভি দেখছিলেন না? এটা কি আদৌ জাতির উদ্দেশে ভাষণ, না আগে থেকে রেকর্ড করে রাখা ভিডিও?" 

এদিন টুইটে একাধিক বিষয়ে কেন্দ্রের তরফে স্পষ্ট বার্তা চেয়ে টুইট করেন তিনি। ডেরেক প্রশ্ন তোলেন, "করোনা প্রতিরোধে কেন্দ্র-রাজ্যের যৌথ ভূমিকা কী? মহামারী রুখতে সরকারি কোষাগারে অর্থবরাদ্দ কতটা? কতজন মানুষকে স্ক্রিনিং করা হয়েছ? কতজন মানুষের নমুনা পরীক্ষা করা হয়েছে? স্বাস্থ্য পরিকাঠামোর হাল কী? পরিকাঠামো উন্নয়নে কেন্দ্রে পরিকল্পনা কী? রাজ্যগুলোর তরফে কী ধরণের সহযোগিতা আশা করছে কেন্দ্র? সতর্কতা অবলম্বনের দিশা কী? এটা কী সাময়িক সমাধান? না আপদকালীন সমাধান?" টুইট করে এই প্রশ্নগুলো কেন্দ্রের সামনে রাখেন তিনি।  এদিকে মহামারীর জেরে দেশীয় অর্থনীতি যাতে প্রভাবিত না হয় তার জন্য টাস্ক ফোর্স গঠন করেছে কেন্দ্র। অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ সেই টাস্ক ফোর্সের নেতৃত্বে থাকবেন। 

.