This Article is From Nov 06, 2019

মহারাষ্ট্রে সরকার গঠনের সময় এগিয়ে আসায় "ষড়যন্ত্র" করছে বিজেপি, অভিযোগ শিবসেনার

Maharashtra Election Results 2019: বিজেপি জানায় যে শিবসেনার সঙ্গে তাঁদের আলোচনার দরজা "২৪ ঘণ্টার জন্যে খোলা" রয়েছে, তবে মুখ্যমন্ত্রী হবেন ফড়নবিশই

মহারাষ্ট্রে সরকার গঠনের সময় এগিয়ে আসায়

নির্বাচনের ফলাফল বের হওয়ার পর বিজেপিকে তাঁদের মধ্যে হওয়া ৫০:৫০ শর্ত মনে করিয়ে দিয়েছিলেন Uddhav Thackeray

মহারাষ্ট্র বিধানসভার নির্বাচনী ফলপ্রকাশ (Maharashtra Election Results 2019) হয়েছে অনেকদিনই। কিন্তু এখনও মহারাষ্ট্রে সরকার গঠনের (Maharashtra Government Formation) বিষয়ে বিজেপি ও শিবসেনার মধ্যে জট (Shiv Sena-BJP Tussle) অব্যাহত। এখনও সে রাজ্যে মুখ্যমন্ত্রী পদের দাবিতে অনড় বিজেপির জোটসঙ্গী শিবসেনা। তাঁরা সাফ জানিয়েছে, এই বিষয়ে বিজেপির সঙ্গে কোনও নতুন বিকল্প নিয়ে আলোচনা করার পথে হাঁটতে চায় না তাঁরা। বুধবার শিবসেনার রাজ্যসভার সাংসদ ও মুখপাত্র সঞ্জয় রাউত বলেন, “এখন কোনও নতুন প্রস্তাবের দরকার নেই"। তবে বুধবারই বিজেপি জানিয়ে দেয় যে শিবসেনার সঙ্গে তাঁদের আলোচনার দরজা "২৪ ঘণ্টার জন্যে খোলা" রয়েছে, তবে মুখ্যমন্ত্রী হবেন দেবেন্দ্র ফড়নবিশই, এ নিয়ে কোনও আলোচনা করা বা সমঝোতা করার মতো পথ খোলা নেই।

"মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদের বিষয়ে একটি চুক্তির ভিত্তিতেই আমাদের জোট গঠিত হয়েছিল। এটি এক-লাইনের একটি চুক্তি ছিল যা আমরা একসঙ্গে নির্বাচনে লড়ার আগেই ঠিক করা হয়েছিল... তাহলে এখন কেন নতুন প্রস্তাবের বিষয়ে কথা বলে সময় নষ্ট করবো", সাংবাদিকদের সামনে স্পষ্টভাবে জানিয়ে দেন শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউত।

সব বিষয়েই আলোচনা হতে পারে, তবে মুখ্যমন্ত্রী পদ নয়: শিবসেনাকে বার্তা বিজেপির

এ নিয়ে কোনও ভাবেই নমনীয় হতে চায় না শিবসেনা, হাবেভাবে তা বুঝিয়ে দিয়ে ওই শিবসেনা নেতা বলেন, "আলোচনা শুধুমাত্র যে প্রস্তাব আগে দেওয়া হয়েছিল সে বিষয়েই হতে পারে। কেননা মহারাষ্ট্রে যদি রাষ্ট্রপতি শাসন জারি হয় তাহলে সেটা রাজ্যের জনগণের প্রতি অন্যায় করা হবে। তবে রাষ্ট্রপতির শাসন জারি হলে তার জন্যে কিন্তু আমরা দায়বদ্ধ থাকব না"।  তিনি এও বলেন যে,"যারা এই ষড়যন্ত্র করার চেষ্টা করছে তারা আসলে জনগণের আদেশেরই অপমান করছে।"

মোহন ভগবতের সঙ্গে দেখা করতে নাগপুরে দেবেন্দ্র ফড়নবিশ

ক্ষমতা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব চলছে বিজেপি ও শিবসেনার মধ্যে, জোট গড়ে সংখ্যাগরিষ্ঠতা পেলেও, ফলপ্রকাশের এতদিন পরেও সরকার গড়তে পারেনি তারা। ২৮৮ বিধানসভা আসনের মধ্যে ১৬১টি আসনে জিতেছে বিজেপি ও শিবসেনা।

এদিকে মহারাষ্ট্র সরকার গঠন নিয়ে চলতি টালবাহানা বিষয়ে আলোচনা করার জন্যে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ প্রধান মোহন ভগবতে সঙ্গে দেখা করতে নাগপুরে যান মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ । শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের সঙ্গেও দেখা করার কথা বিজেপির আরেকটি প্রতিনিধি দলের। 

.