Bengali | Written by Ratnadip Choudhury, Edited by Biswadip Dey | Tuesday February 18, 2020
জমির রাজস্বের রসিদ, ব্যাঙ্কের স্টেটমেন্ট কিংবা প্যান কার্ড— কোনওটাই নাগরিকত্ব্রের প্রমাণ হিসেবে ব্যবহার করা যাবে না। এদিন গুয়াহাটি হাইকোর্ট একথা জানিয়েছে। এদিন ‘বিদেশি’ ক্যাটিগরিতে থাকা এক মহিলার আবেদনকে প্রত্যাখ্যান করে একথা জানায় আদালত। যদিও অসমে বেআইনি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে জাতীয় নাগরিক পঞ্জি তৈরির সময় নাগরিকত্বের প্রমাণ হিসেবে জমি ও ব্যাঙ্কের কাগজপত্রের নথি গ্রহণ করা হয়েছিল। অন্তত ১৯ লক্ষ মানুষ নিজেকে নাগরিক তালিকায় অন্তর্ভুক্ত করার চেষ্টা করছেন। গত আগস্টে প্রকাশিত তালিকায় তাঁদের নাম বাদ পড়েছে। অসংখ্য ট্রাইবুন্যালে চলছে শুনানি। তবে ট্রাইবুন্যালে প্রত্যাখ্যাত হলেও সুযোগ থাকছে হাইকোর্ট, এমনকী সুপ্রিম কোর্টে যাওয়ারও। সরকার জানিয়েছে, সমস্ত আইনি সুযোগ না নেওয়া পর্যন্ত কাউকে ডিটেনশন কেন্দ্রে নিয়ে যাওয়া হবে না।
www.ndtv.com/bengali