This Article is From Apr 07, 2020

অসমের কোয়ারান্টাইন কেন্দ্র নিয়ে বিতর্কিত মন্তব্য করে গ্রেফতার বিধায়ক

ওই বিধায়ক আরও অভিযোগ করেন, কোয়ারান্টাইন কেন্দ্রগুলিতে চিকিৎসকরা নিজামুদ্দিনের মসজিদে ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেওয়া মুসলিমদের প্রতি খারাপ আচরণ করছেন।

অসমের কোয়ারান্টাইন কেন্দ্র নিয়ে বিতর্কিত মন্তব্য করে গ্রেফতার বিধায়ক

মঙ্গলবার সকালে গ্রেফতার করা হয় ওই বিধায়ককে।

হাইলাইটস

  • অসমের কোয়ারান্টাইন কেন্দ্র নিয়ে বিতর্কিত মন্তব্য করায় গ্রেফতার বিধায়ক
  • গ্রেফতার হলেন রাজ্যের বিরোধী দলের ওই বিধায়ক
  • অসমে করোনা আক্রান্তের সংখ্যা আচমকাই বেড়ে গিয়েছে
গুয়াহাটি:

অসমের (Assam) করোনা আক্রান্তদের জন্য কোয়ারান্টাইন (COVID-19 Quarantine Centres) পরিকাঠামোর অবস্থা ডিটেনশন কেন্দ্রের চেয়েও খারাপ। এমনই বিতর্কিত মন্তব্য করে গ্রেফতার হলেন রাজ্যের বিরোধী দলের এক বিধায়ক (Assam MLA)। অসমের করোনা আক্রান্তদের জন্য কোয়ারান্টাইন পরিকাঠামো ও হাসপাতালের পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে বিতর্কে জড়ানোর পর অবশেষে গ্রেফতার করা হল তাঁকে। এক অডিও ক্লিপে শোনা যাচ্ছে আমিনুল ইসলাম নামের ওই বিধায়কের কণ্ঠস্বর। তিনি ওই অডিও ক্লিপে দাবি করেছেন, অসমের কোয়ারান্টাইন কেন্দ্রগুলি বেআইনি অনুপ্রবেশকারীদের রাখার জন্য তৈরি হওয়া ডিটেনশন ক্যাম্পের থেকেও ভয়াবহ ও বিশ্রী।

তিনি আরও অভিযোগ করেন, কোয়ারান্টাইন কেন্দ্রগুলিতে চিকিৎসকরা নিজামুদ্দিনের মসজিদে ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেওয়ার পর রাজ্যে ফেরা মুসলিমদের প্রতি খারাপ আচরণ করছেন। তিনি আরও অভিযোগ করেন, স্বাস্থ্যবান ব্যক্তিদেরও ইনজেকশন দিয়ে অসুস্থ ও করোনা ভাইরাসে আক্রান্ত রোগীতে পরিণত করা হচ্ছে।

করোনায় ক্ষতিগ্রস্ত কিছু দেশে হাইড্রোক্সিক্লোরোক্যুইন রফতানি করার সিদ্ধান্ত ভারতের

ভারতে করোনা আক্রান্তদের এক তৃতীয়াংশেরই যোগ রয়েছে তাবলিগি জামাতের ধর্মীয় অনুষ্ঠানের সঙ্গে। গত মার্চে দিল্লিতে ওই অনুষ্ঠান হয়েছিল।

অসমে দু'টি স্টেডিয়ামকে কোয়ারান্টাইন কেন্দ্রে পরিণত করা হয়েছে। এর অন্যতম গুয়াহাটির সারু সোজাই স্টেডিয়াম। সেখানে মোট ২,০০০ বেড রয়েছে। লক্ষ্য ৩৩টি জেলার করোনা আক্রান্ত রোগীদের জন্য চিকিৎসা সম্ভব করা।

করোনা ভাইরাসের প্রকোপে গত মার্চে কর্মসংস্থানের হার সর্বাপেক্ষা কম, বলছেন বিশেষজ্ঞরা

সোমবার অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্র্যাটিক ফ্রন্টের সদস্য আমিনুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় সোমবার। পরে মঙ্গলবার তাঁকে গ্রেফতার করা হয়। NDTV-কে জানিয়েছেন অসমের সিনিয়র পুলিশ আধিকারিকরা।

অসমে করোনা আক্রান্তের সংখ্যা আচমকাই বেড়ে গিয়েছে। অসমের ২৬ জন আক্রান্তের মধ্যে ২৫ জনেরই যোগ রয়েছে নিজামুদ্দিনের ধর্মীয় অনুষ্ঠানের।

.