This Article is From Dec 23, 2018

পরমাণু শক্তিধর দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল অগ্নি চারের পরীক্ষামূলক উৎক্ষেপণ সফল

 পরমাণু শক্তিধর দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল অগ্নি চারের পরীক্ষামূলক উৎক্ষেপণ  সফল হল।

পরমাণু শক্তিধর  দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল অগ্নি চারের পরীক্ষামূলক উৎক্ষেপণ  সফল

২০ মিটার লম্বা এই মিসাইলের ওজন ১১৭ টন, রেঞ্জ  ৪ হাজার কিলোমিটার।

হাইলাইটস

  • ব্যালিস্টিক মিসাইল অগ্নি চারের পরীক্ষামূলক উৎক্ষেপণ সফল হল
  • এই মিসাইলটি পরীক্ষা মূলকভাবে উৎক্ষেপণ করে সেনা বাহিনী
  • সকাল ৮ টা ৩৫ মিনিটে ক্ষেপণাস্ত্রের উদ্বোধন করা হয়েছে
বালাসোর, ওড়িশা:

পরমাণু শক্তিধর দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল অগ্নি চারের পরীক্ষামূলক উৎক্ষেপণ  সফল হল। ৪ হাজার কিলোমিটার রেঞ্জ যুক্ত এই মিসাইলটি পরীক্ষা মূলকভাবে উৎক্ষেপণ করে  সেনা বাহিনী। আব্দুল  কালাম দ্বীপ থেকে আজ সকাল  ৮ টা ৩৫ মিনিটে ক্ষেপণাস্ত্রের উদ্বোধন করা হয়েছে। এদিনের পরীক্ষা মূলক উৎক্ষেপণের মাধ্যমে সমস্ত উদ্দেশই পূরণ করা  সম্ভব হয়েছে  বলে খবর।  ওড়িশার উপকূলে র‍্যাডার এবং ইলেক্ট্রো অপ্টিক্যাল সিস্টেম বসানো হয়েছে। তার মাধ্যমেই  ক্ষেপনাস্ত্রের বিভিন্ন দিক খতিয়ে  দেখা  হয়। তাছাড়া  দুটি যুদ্ধ জাহজ থেকেও  পরিস্থিতির উপর নজর রাখা হয়েছে। অগ্নি চারের এটা সপ্তম পরীক্ষণ।

লোকসভায় ১৭ টি করে আসনে লড়বে বিজেপি এবং জেডিইউ, রামবিলাস প্রার্থী দেবেন ৬টি কেন্দ্রে

 ২০ মিটার লম্বা এই মিসাইলের ওজন ১১৭ টন। তাছাড়া রেঞ্জ  ৪ হাজার কিলোমিটার। এটি তৈরি করেছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভলাপমেন্ট অর্গানাইজেশন। তাছাড়া ফিফথ জেনারফেশন কম্পিউটিং ব্যবস্থাও থাকছে।

দেশের দীর্ঘতম রেল-রোড ব্রিজের নির্মাণ শেষ হল, উদ্বোধন মঙ্গলবার

মিসাইলের দিক থেকে  বিচার করলে ভারত ইতিপূর্বে  বহুবার  নিজের শক্তি প্রদর্শন করতে  পেরেছে। অগ্নি ১, ২ এবং ৩ ও পৃথিবী মিসাইল ভারতীয় প্রতিরক্ষা ব্যবস্থাকে নির্ভরতা  দিয়েছে।           



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.