This Article is From Nov 08, 2019

নবনীতা দেবসেনের মৃত্যুতে শোকপ্রকাশ রাজ্যপাল জগদীপ ধনখড়ের

শুক্রবার সকালে রাজ্যপাল ও তাঁর স্ত্রী সুদেশ ধনখড় প্রয়াত লেখিকার বাসভবন ‘ভালো-বাসা’য় উপস্থিত হয়ে তাঁকে শেষ শ্রদ্ধাজ্ঞাপন করেন।

নবনীতা দেবসেনের মৃত্যুতে শোকপ্রকাশ রাজ্যপাল জগদীপ ধনখড়ের

বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের বাড়িতেই প্রয়াত হন পদ্মশ্রী ও সাহিত্য অ্যাকাডেমি পুরস্কারপ্রাপ্ত নবনীতা দেবসেন।

জনপ্রিয় সাহিত্যিক নবনীতা দেবসেনের (Nabaneeta Dev Sen) মৃত্যুতে (Nabaneeta Dev Sen Passes Away) শোকপ্রকাশ করলেন রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। জানালেন, তাঁর মৃত্যু সাহিত্য ও সাংস্কৃতিক জগতের ‘‘বড় ক্ষতি''। শুক্রবার সকালে রাজ্যপাল ও তাঁর স্ত্রী সুদেশ ধনখড় প্রয়াত লেখিকার বাসভবন ‘ভালো-বাসা'য় উপস্থিত হয়ে তাঁকে শেষ শ্রদ্ধাজ্ঞাপন করেন। বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের বাড়িতেই প্রয়াত হন পদ্মশ্রী ও সাহিত্য অ্যাকাডেমি পুরস্কারপ্রাপ্ত নবনীতা দেবসেন। তিনি দীর্ঘ দিন যাবৎ অসুস্থ ছিলেন। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করে রাজ্যপাল বলেন, ‘‘ওঁর মৃত্যুতে কলকাতা তথা পশ্চিমবঙ্গের সাহিত্য ও সাংস্কৃতিক জগতের বড় ক্ষতি হয়ে গেল।'' তিনি আরও জানান, ‘‘আমি এখানে এসেছি এক অন্যতম শ্রেষ্ঠ লেখিকার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধাজ্ঞাপন করতে।''

প্রয়াত জনপ্রিয় সাহিত্যিক নবনীতা দেবসেন, এক যুগের অবসান

রাজ্যপাল এদিন প্রয়াত লেখিকার দুই মেয়ের সঙ্গেও কথা বলেছেন বলে জানান। তিনি বলেন, ‘‘আমি ওঁর দুই মেয়ের সঙ্গে কথা বলেছি। আমি তাঁদের বলেছি ওঁদের বড় ভাই রাজ ভবনে রয়েছেন। কোনও প্রয়োজনে পড়লে আমাকে কেবল বার্তা দিতে।''

পরে এই নিয়ে টুইটও করেন রাজ্যপাল। তিনি টুইট করে জানান, ‘‘পুষ্প স্তবক দিয়ে নবনীতা দেবসেনকে শ্রদ্ধা জানালাম ‘ভালো-বাসায়' গিয়ে। পদ্মশ্রী, সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার বিজয়ী লেখিকা বাংলা ও যাদবপুর বিশ্ববিদ্যালয়কে গর্বিত করেছেন। তাঁর দুই কন্যা অভিনেত্রী নন্দনা সেন ও সাংবাদিক অন্তরা সেনকে সান্ত্বনা জানিয়েছি। তাঁর আত্মা শান্তি পাক।''

প্রেসিডেন্সি কলেজ, যাদবপুর বিশ্ববিদ্যালয়, হার্ভার্ড ও বার্কলেতে পড়াশোনা করেন নবনীতা দেবসেন। পরে যাদবপুরে তুলনামূলক সাহিত্যের অধ্যাপনা করেন। কবি, ঔপন্যাসিক, গল্পকার, ভ্রমণ কাহিনিকার, কলাম লিখিয়ে হিসেবে প্রবল খ্যাতি পেয়েছিলেন তিনি। প্রকাশিত বইয়ের সংখ্যা ৮০। পাশাপাশি রামায়ণ নিয়েও প্রভূত গবেষণা করেছেন তিনি।

১৯৫৮ সালে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের সঙ্গে তাঁর বিয়ে হয়। ১৯৭৬ সালে তাঁদের বিবাহ বিচ্ছেদ হয়।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.