This Article is From May 22, 2019

Election 2019: ‘‘ভয় পাবেন না’’: ‘নকল এগজিট পোল’ নিয়ে রাহুল গান্ধীর বার্তা দলকে

Lok Sabha Elections 2019: দলীয় কর্মীদের ‘‘আগামী ২৪ ঘণ্টায় সতর্ক’’ এবং ভয়হীন থাকতে আবেদন জানিয়ে একটি টুইট করলেন রাহুল গান্ধী (Rahul Gandhi)।

Election 2019: দলীয় কর্মীদের ‘‘আগামী ২৪ ঘণ্টা সতর্ক’’ এবং ভয়হীন থাকার আবেদন রাহুল গান্ধীর

হাইলাইটস

  • আগামী ২৪ ঘন্টা গুরুত্বপূর্ণ, সতর্ক ও সজাগ থাকুন: রাহুল গান্ধী
  • প্রিয়ঙ্কা গান্ধী দলীয় কর্মীদের গুজবে কান দিতে পরামর্শ দেন
  • ইভিএম কারচুপির অভিযোগ তুলেছে কংগ্রেস সহ বিরোধীরা
নিউ দিল্লি:

লোকসভা নির্বাচনের (Lok Sabha Elections 2019) ফল প্রকাশের একদিন আগে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী (Rahul Gandhi) দলীয় কর্মীদের ‘‘আগামী ২৪ ঘণ্টায় সতর্ক'' এবং ভয়হীন থাকতে আবেদন জানিয়ে একটি টুইট করলেন। রবিবার তাঁর বোন প্রিয়াঙ্কা গান্ধীও অডিও বার্তায় একই কথা বলেছিলেন, যেদিন এগজিট পোল (Exit Polls) তাঁদের দলের জন্য বিষণ্ণ এক ভবিষ্যদ্বাণী করেছিল। রাহুল(Rahul Gandhi) এগজিট পোলকে নকল বলেছিলেন।  হিন্দিতে লেখা ওই টুইটে লেখেন— ‘আগামি ২৪ ঘণ্টা খুব গুরুত্বপূর্ণ। সতর্ক ও সজাগ থাকুন। আপনারা সত্যের জন্য লড়ছেন। নকল এগজিট পোল যা প্রচার করছে তাতে ভেঙে পড়বেন না। নিজেদের ও কংগ্রেসের উপরে বিশ্বাস রাখুন। আপনাদের কঠোর শ্রম ব্যর্থ হবে না। জয় হিন্দ।'

আগে  ভিভিপ্যাট পরীক্ষার দাবি  খারিজ করল নির্বাচন কমিশন   

লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2019) সপ্তম তথা শেষ পর্যায়ের ভোটের দিন এগজিট পোল (Exit Polls) ইঙ্গিত দেয় বিজেপির নেতৃত্বে এনডিএ ৩০০-র উপরে আসন পাবে। পাশাপাশি কংগ্রেস ও তাদের জোটসঙ্গীরা পাবে ১২২টি আসন। জোটে না থাকা দলগুলি পাবে ১১৪টি আসন। ওই রাতেই প্রিয়াঙ্কা গান্ধী দলীয় কর্মীদের উদ্দেশে একটি বার্তায় বলেন, তাঁরা যেন গুজবে কান না দেন, যা তাঁদের ভোটগণনার সময়ে পাহারা থেকে বিরত রাখতে প্রচারিত হচ্ছে।  ‘‘আমার প্রিয় কংগ্রেস কর্মীরা, বোনেরা ও ভাইয়েরা... গুজব ছড়ানো এগজিট পোলকে নিজেদের হতাশ করতে দেবেন না। আপনাদের উদ্দীপনাকে ধ্বংস করতেই এটা করা হচ্ছে। আপনাদের সতর্ক থাকাটাই এখন সবচেয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দয়া করে স্ট্রং রুম ও গণনা কেন্দ্রে সজাগ থাকুন। আমরা নিশ্চিত, আমাদের ও আপনাদের কঠিন পরিশ্রমের ভালো ফলই পাওয়া যাবে।''

কংগ্রেস ও অন্য বিরোধী দলগুলি অভিযোগ তুলেছে ইভিএম-এ কারচুপি করে ‘ভোটারদের রায়দান চুরি' করা হচ্ছে। সেই প্রেক্ষিতেই রাহুল গান্ধীর(Rahul Gandhi) ‘‘ডরে নেহি'' (ভয় পাবেন না) পরামর্শ দলীয় কর্মীদের উদ্দেশে। গতকাল থেকে কংগ্রেস নেতাদের পাশাপাশি সমাজবাদী পার্টি, বিএসপি ও অন্য দলগুলিও স্ট্রংরুমগুলির দিকে কড়া নজর রেখে চলেছে, যেখানে ভোটযন্ত্রগুলি রাখা রয়েছে বৃহস্পতিবারের গণনার আগে। উত্তরপ্রদেশে কংগ্রেস কর্মীরা মীরাট ও রায়বেরিলিতে ইভিএম স্টোর রুমের বাইরে রাতভর বসে থেকেছেন। প্রসঙ্গত, রায়বেরিলিতে গান্ধী পরিবারের মজবুত প্রভাব রয়েছে। সেখান থেকে পুনর্নিবাচনের জন্য লড়ছেন সোনিয়া গান্ধী।

On May 23, follow NDTV for the fastest election results.

.