This Article is From Feb 14, 2019

মুলায়মের মন্তব্যে লাভ হবে কংগ্রেসের, দাবি এই নেতার

সমাজবাদী পার্টির প্রাক্তন প্রধান মুলায়ম সিং যাদব নরেন্দ্র মোদীকে উদ্দেশ করে বলেন, আমি আশা করি আপনি-ই আবার দেশের প্রধানমন্ত্রী হবেন।

মুলায়মের মন্তব্যে লাভ হবে কংগ্রেসের, দাবি এই নেতার

মুলায়মের এমন অপ্রত্যাশিত মন্তব্যকে হাতিয়ার করতে  সময় নেননি মোদী

হাইলাইটস

  • উত্তরপ্রদেশে বিজেপি বিরোধী জোট গঠন করে ফেলেছে মুলায়মের দল
  • এরই মধ্যে তাঁর মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে
  • ওঁর মতামতকে শ্রদ্ধা করলেও সেটির বিরোধিতা করছিঃ রাহুল
নিউ দিল্লি:

 ষোড়শ লোকসভার শেষ অধিবেশনে  সকলকে  অবাক করে  দিয়ে সমাজবাদী পার্টির প্রাক্তন প্রধান মুলায়ম সিং যাদব নরেন্দ্র মোদীকে উদ্দেশ করে বলেন, আমি আশা করি আপনি-ই আবার দেশের প্রধানমন্ত্রী হবেন। তাঁর পাশে বসে  ছিলেন ইউপিএ চেয়ারপার্সন  সোনিয়া গান্ধী। বোঝাই যাচ্ছিল  বিরোধী বেঞ্চে বসা কারও থেকে  এই মন্তব্য শুনে  তিনিও অবাক গিয়েছেন তিনি। দেশ জুড়ে  প্রস্তাবিত বিজেপি  বিরোধী জোট গঠনে বড়  ভূমিকা  পালন করছে মুলায়মের দল। ইতিমধ্যেই উত্তরপ্রদেশে বিজেপি বিরোধী জোট গঠন করেও ফেলেছে তারা। এ হেন সমাজবাদী পার্টির  একদা সর্বময় নেতার এই মন্তব্য ঘিরে জল্পনা তুঙ্গে উঠেছে। এরই মধ্যে উত্তরপ্রদেশের কংগ্রেস নেতা  প্রমোদ তিওয়ারি দাবি করেছেন মুলায়মের মন্তব্যে আখেরে লাভ হবে  তাঁদের।                              

এমন কথা কেন বলছেন তার ব্যাখ্যাও দিয়েছেন তিনি। প্রমোদ বলেন, এই মন্তব্যের পর সমাজবাদী পার্টি এবং বহুজন সমাজ পার্টির জোটের ভোট  বিজেপির দিকে  আসবে। আমি জানি না কোন পরিস্থিতিতে মুলায়ম এ কথা বলেছেন। কিন্তু মন্তব্য থেকে  কারও যদি লাভ  হয় সেটা  কংগ্রেসেরই হবে। মুলায়ম যা বলেছেন তারপর মোদী বিরোধী ভোট আসছে  কংগ্রেসের দিকেই। 

দিল্লিতে বৈঠক রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ কেজরিওয়ালদের

লোকসভায় মুলায়ম বলেন, ‘ দেশকে উন্নয়নের সরণিতে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন বলে আমি প্রধানমন্ত্রীকে  অভিনন্দন জানাই। আমি আশা করি লোকসভার সমস্ত সদস্যরাই আবার জিতে ফিরে আসবেন আর মোদী-ই প্রধানমন্ত্রী হবেন।  

এমন অপ্রত্যাশিত মন্তব্যকে হাতিয়ার করতে  সময় নেননি মোদী। ভোটের আগে  প্রধানমন্ত্রী হিসেবে লোকসভায়  শেষবার বক্তব্য পেশ  করতে  গিয়ে নিজের সরকারের বিভিন্ন কাজের কথা তুলে  ধরেন প্রধানমন্ত্রী। পাশাপাশি বলেন, আরও কিছু কাজ বাকি আছে। আগামী দিনে  সেগুলি আমরা শেষ করবো। আর মুলায়মজি তো আমাকে আশীর্বাদ করেই  দিয়েছেন।

মুলায়মের মন্তব্য ঘিরে প্রতিক্রিয়া এড়িয়েছে  সমাজবাদী পার্টি। তবে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী এ সম্পর্কে তাঁর বক্তব্য স্পষ্ট করেছেন। সংবাদ সংস্থা পিটিআইকে  তিনি বলেন, মুলায়ম সিং যাদব এক প্রবীণ নেতা। তাঁর মতামতকে শ্রদ্ধা করলেও আমি সেটির বিরোধিতা করছি।                 

 

.